নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা। আর এই অবিদ্যা থেকে আমি সবসময় দূরে থাকি।

সুপারডুপার

শ্রেষ্ঠ সত্য নিহিত থাকতে পারে ক্ষুদ্র বস্তুতে; শ্রেষ্ট মঙ্গল থাকতে পারে, যাকে আমরা অবজ্ঞা করি; শ্রেষ্ঠ আলো থাকতে পারে অন্ধকার আকাশ থেকে; শ্রেষ্ঠ রজ্জু হতে পারে দুর্বল সুতা থেকে।

সুপারডুপার › বিস্তারিত পোস্টঃ

অতিচেতনার বাস্তব পরীক্ষা : কোয়ান্টাম গেম

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭



এই পোস্টটি তাদের জন্য যারা অতিচেতনার বাস্তব ভাবে পরীক্ষা না করে, শুধু মাত্র বিজ্ঞানীদের লেখাকে উদাহরণ হিসেবে টেনে, এক কথায় অতিচেতনার অস্তিত্বকে অস্বীকার করেন।

ছোটবেলায় কোয়ান্টাম মেথড বইটি পড়ে, কৌতূহলী মনে প্রশ্ন জাগে, এই মেথডের বাস্তবতা কি ! অবিশ্বাসী মন নিয়ে এই মেথডের বাস্তবতা পরখ করার জন্য, ২০০৪ সালে চারদিনের কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স করি।

চারদিনের কোর্স কে অনেকটা মজা হিসেবেই নিয়েছিলাম। মনে হচ্ছিলো টাকা দিয়ে কোয়ান্টাম গুরুর কথা শুনছি আর আজব আজব কল্পনা করছি । চারদিনের কোর্স অনেকটা কোয়ান্টাম মেথড বই কে কেন্দ্র করে করা। কোর্সের তৃতীয় দিন অতিচেতনার পথে পা দিলাম। মনে হচ্ছিলো সুন্দর একটা কাল্পনিক জগতে ঘুরছি। চিন্তার বৃত্তের বাহিরেও যেমন ইচ্ছা সুন্দর অবাস্তব কল্পনা করলাম। মনে মনে হাসিই পেলো, কোর্সের তৃতীয় দিনে নাকি কাল্পনিক জগতের ধ্যান পেরিয়ে অতিচেতনার জগতে পা দিয়েছি। কিছুই বুঝলাম না !

কোর্সের চতুর্থ দিন শুনলাম, আজ নাকি পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে, প্রশ্ন কি হবে, উত্তর কেমন হবে কিছুই জানতে পারলাম না। অনেকটা নার্ভাস-ই লাগছিলো, এই ভেবে যে তিন দিন তো আরামে আরামে কল্পনা করেছি, পরীক্ষার তো প্রস্তুতি নিই নি; পরীক্ষার প্রশ্ন ও উত্তর ও ফাঁস করা যাচ্ছে না। কী যে হবে !

যাই হোক কোর্সের চতুর্থ দিনে দুপুরে পরীক্ষা দিতে বসতে হলো। পরীক্ষার নাম : 'কোয়ান্টাম গেম'। তিন জন করে গ্রূপ করা হলো। পরীক্ষার নিয়মাবলী, প্রশ্নপত্র ও উত্তর লেখার সিট হাতে দেওয়া হলো।

প্রশ্নটা করতে হবে আমাদের নিজেদের চেনা কোনো লোককে নিয়ে, যার সমন্ধে আমরা সঠিক ভাবে জানি। লোকটির ১) নাম ২) বয়স ও ৩) ঠিকানা, শুধু পরীক্ষার্থী কে বলা যাবে, আর অন্য কোনো হিন্টস দেওয়া যাবে না। এই লোকটি প্রশ্নকারী বা অন্য একজনের চেনা, কিন্তু পরীক্ষার্থীর জন্য সম্পূর্ণ অচেনা। পরীক্ষার্থী মেডিটেশনের পদ্ধতি অনুসারে, ধ্যানে কল্পনার জগতে যেয়ে, লোকটি সমন্ধে যা যা দেখতে পায়, তা তা ধ্যানরত অবস্থায়-ই বলবে।

তিনজনের মধ্যে একজন ইন্সট্রাকশন দিয়ে পরীক্ষার্থীকে ধ্যানের জগতে কল্পনায় নিয়ে যাবে ও লোকটি সমন্ধে প্রশ্ন করবে; অন্য জন পরীক্ষার্থীর ধ্যানরত অবস্থায় বলা, উত্তর গুলো লিখবে। উত্তরপত্র দেখে মার্কিং করবে, যে ঐ লোকটি সমন্ধে সঠিক জানে।

আমি ভাবলাম পরীক্ষায় ভালো করলে তো ভালো, না ভালো করলেও অতিচেতনা কে ভুল প্রমাণ করা যাবে। আমি একজনকে, আমার বাবা সমন্ধে শুধু নাম, বয়স ও ঠিকানা বললাম। আশ্চর্য হলাম, যখন পরীক্ষার্থী আমার বাবা সমন্ধে প্রায় সব কিছু সঠিক বলতে পারলেন অথচ পরীক্ষার্থীর জন্য আমার বাবা সম্পূর্ণ অজানা ও অচেনা মানুষ। এর পরে আমার পালা। আমি ধ্যানে যাওয়ার পর , একজন লোকের নাম, বয়স ও ঠিকানা বলাতে, লোকটি কল্পনায় ভেসে এল। লোকটি সমন্ধে যা যা কল্পনায় দেখলাম, তাই বললাম।

ধ্যান থেকে উঠে শুনলাম, আমি লোকটি সমন্ধে ১-২ টা ভুল ছাড়া, সব গুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। মার্কে ১০০ তে ৯৫ পেয়েছি। অনেক অবাক লাগলো এই ভেবে যে, গভীর ধ্যানের জগতের কল্পনাও সত্য হয়।

এটাই বুঝলাম, অতিচেতনার জগতকে থিওরি নয়, প্র্যাকটিকেল দিয়ে বুঝতে হয়।

মেডিটেশন করতে আপনাকে কোনো ধর্মের অনুসারী হতে হবে না, আপনাকে শুধু ফাঙ্কশনিং মস্তিষ্কের মানুষ হতে হবে। নিচে ABC Science এর "The Science of Meditation" ভিডিওটি দেখে কিছুটা ধারণা করা যায় এটা কিভাবে কাজ করে :



ছবি কৃতজ্ঞতা: ইন্টারনেট

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এটি সম্ভব, তবে এখানে বড় ধরনের সমস্যাও আছে তাকি জানেন? অনেকে পাগল হয়ে যায়। মাইন্ড গেম ভয়ংকর খেলা।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২২

সুপারডুপার বলেছেন: এই জন্য, শেখার প্রাথমিক পর্যায়ে নিজে নিজে একা একা এই চর্চা করা একদম-ই উচিত না। একজন ভালো শিক্ষকের সাথে এই সাইকি চর্চা করতে হয়। সমস্যা হলে, শিক্ষক যেন সমাধান করে দিতে পারেন।

পোস্টে প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: তবে থট রিডিং ও ভবিষ্যত দেখা জাতীয় চর্চা না করাই উত্তম। ভালো শিক্ষক পেলেও না। ভিন্ন বিষয় বলছি ডক্টর জেকিল এন্ড মিষ্টর হাইড ছবিটি না দেখে থাকলে দেখে নেবেন। ব্রেইন নিয়ে কাজ করা ভয়ংকর।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

সুপারডুপার বলেছেন: ছবিটি এখনো দেখি নি। ছবিটি দেখবো, তারপরে আপনার সাথে আবার এই প্রসঙ্গে আলোচনা করবো।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালোই বুঝালেন যে অবচেতন জগতকে থিওরি নয় বাস্তব দিয়েই বুঝতে হয়।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩

সুপারডুপার বলেছেন: আমার ব্লগটি পড়ার ও পড়ার পর বুঝতে পারার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ডিপ মেডিটেশনে নানা ধরণের ভুল সাজেশান আসতে পারে যাতে করে বড় ধরণের মানসিক সমস্যা সহ ক্লান্তি অবসাদ চলে আসতে পারে তাছাড়া এটি এখনো অনিয়ন্ত্রিত একটি অধ্যায়।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

সুপারডুপার বলেছেন: প্রতিদিন সকালে ও রাতে এক ঘন্টা করে মেডিটেশন করলে, এই ধরণের কোন সমস্যা হয় না।

আমার মন কেন্দ্রিক অতি গভীর মেডিটেশনের প্র্যাকটিকেল ধারণা নাই। এটা মন সাধকরা বলতে পারবেন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


কোয়ান্টাম মেথড'এর উদ্দেশ্য কি?

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩০

সুপারডুপার বলেছেন: আত্নউন্নয়ন

বিস্তারিত : https://publication.quantummethod.org.bd/ থেকে বইটি ডাউনলোড করে পড়তে পারেন

৬| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

গেছো দাদা বলেছেন: আপনি এটা কোথায় করেছেন ? ওদের কোনো স্যোসাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন ?

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

সুপারডুপার বলেছেন: আমি এটা ঢাকায় করেছিলাম। তাদের ওয়েবসাইট লিংক : https://quantummethod.org.bd/

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: কোয়ান্টাম ও আধ্যাত্মিক কথার দু চার লাইন বলে আপনাকে খুব সহজে কাবু করা সম্ভব মনে হচ্ছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮

সুপারডুপার বলেছেন: মাহমুদ ভাই , অনেক ধন্যবাদ। কোয়ান্টাম না। আর কোয়ান্টাম মেথড ও কোয়ান্টাম মেকানিক্স একই না। ভন্ডামী বাদ দিয়ে আধ্যাত্মিকতার কিছু বিষয় আমার ভালো লাগে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার নতুন পোষ্ট কোথায়?

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৫

সুপারডুপার বলেছেন: অনেক কিছুই ব্লগে লেখা হয়ে গেছে। কি নিয়ে লিখবো, এটা নিয়ে চিন্তা করছি। কোনো একসময় হঠাৎ করে লিখে ফেলবো। আর মাহমুদ ভাই, আমি প্রথম পাতায় লেখার সুযোগ পেয়েছি। আপনার অনুপ্রেনার জন্য অনেক ধন্যবাদ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আধ্যাত্মিক আমার এই লেখাটি আপনাকে উৎসর্গ করা হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৩

সুপারডুপার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুপারডুপার ভাই,
আপনি ব্লগের ট্রিক কি ধরতে পেরেছেন? আপনাকে ক্লিক করে আপনার কাছে বড় মন্তব্য বা তিন চারটি মন্তব্য নিয়ে নেবে যা আপনি নিজে একটি পোষ্ট দিতে পারতেন। - আপনি নিজে পোষ্ট দিন। আমি আছি আপনার সাথে। আপনার অনেক মন্তব্য পাওনা আমার কাছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩০

সুপারডুপার বলেছেন: কিছুটা বুঝতে পেরেছি। আপনার আমাকে খেয়াল করানোর জন্য অনেক ধন্যবাদ।

মাহমুদ ভাই , ভয় কে জয় করবো। ভাঙবো আমি কুসংস্কারের বৃত্ত। আমি একদিন পোস্ট লিখবো।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায় আছি। সম্ভব হলে ডিসেম্বর ২০১৯ এ পোষ্ট দিন।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:





সুপারডুপার ভাই আপনার সাথে জরুরী কথা আছে আপনি চাঁদগাজী ভাইয়ের ব্লগে আসুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

সুপারডুপার বলেছেন: মাহমুদ ভাই, এখানেই বলুন জরুরী কথাটা।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





মেজর জলিল, কর্ণেল তাহের ভিন্ন ব্যাপার আমি আগামীতে পোষ্ট দিবো এরা গৃহযুদ্ধের দিকে দেশ নিয়ে গিয়েছিলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৬

সুপারডুপার বলেছেন: মাহমুদ ভাই, পোস্ট দেন। সত্য ইতিহাস সবার সামনে আসা উচিত। পাশে আছি।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

অনল চৌধুরী বলেছেন: জ্যোতিষ থেকে গুরুজিতে পরিণত হওয়া একটা ভন্ড ৪০ দিনে ১০, ০০০ টাকা নিয়ে ধান্ধাবাজি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৬

সুপারডুপার বলেছেন: কোয়ান্টাম মেথড কোর্স করে একজন মানুষ অনেক নতুন কিছু জানতে ও শিখতে পারে। তাই চার (৪) দিনের কোয়ান্টাম মেথড কোর্সকে ধান্দাবাজি বলা যায় না। বাংলাদেশে সিলভা মেথড দুই (২) দিনে কোর্সে ৭,৫০০/- নেয়। বিদেশে এই ধরণের কোর্স করতে গেলে আরো অনেক বেশি টাকা দিতে হয়।

কোয়ান্টাম মেথড কোর্সের বাহিরে তাদের ধান্দাবাজি থাকলেও থাকতে পারে। যেমনঃ মাটিরব্যাংক, কোয়ান্টাম যাকাত ফাউন্ডেশন ইত্যাদি।

১৫| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৪৮

সোনালি কাবিন বলেছেন: আচ্ছা, কোয়ান্টাম মেথড কোর্স করে কি অন্য মানুষের কিংবা নিজের ভবিষ্যত সম্বন্ধে কিছু জানা সম্ভব হয় কি?

০২ রা মে, ২০২০ দুপুর ২:২০

সুপারডুপার বলেছেন:



প্রিয় সোনালি কাবিন,

পুরান পোস্টে আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আমার নিজের অভিজ্ঞতায় অতীত ও বর্তমান স্পষ্ট আসে কিন্তু ভবিষ্যত অনেক ক্ষেত্রে ঝাপসা আসে। ভবিষ্যত বলা অনেকটা কঠিন বা প্রোবাবিলিটিতে কত পার্সেন্ট সঠিক হবে বলা মুশকিল। কিন্তু কমান্ড সেন্টারে নিজের ভবিষ্যত কে পজিটিভ প্রজেকশন করা যায়। বাস্তবে দেখা যায় ঠিক ঐ রকমই ঘটছে।

আর আরেকটি বিষয় সতর্ক থাকতে হয় নেগেটিভ বা ক্ষতিকর মনোবাসনায় কোয়ান্টাম মেথডের কমান্ড সেন্টার কোনো ভাবেই কাজ করে না।

আপনি সবচেয়ে বেশি জানতে পারবেন কোর্সটি করলে । থিওরি দিয়ে আমার জন্য বোঝানো অনেকটা কঠিন।

ভালো থাকবেন সোনালি কাবিন। অনেক শুভকামনা...

১৬| ০২ রা মে, ২০২০ দুপুর ২:৫২

সোনালি কাবিন বলেছেন: অনেক ধন্যবাদ। আমার আগে কিছু আগ্রহ ছিল, এখনো আছে

০২ রা মে, ২০২০ বিকাল ৩:৪৭

সুপারডুপার বলেছেন: মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ । আগ্রহ থাকলে কোর্সটি করে দেখতে পারেন। তবে কিছু বিষয় সতর্ক থাকা উচিত, যেমনঃ

§ মেডিটেশন (Meditation) ও মোরাকাবা (Muraqaba ) একই না
§ লামাতে মাটি দিয়ে গোসলের মত কুসংস্কারে তারা উৎসাহিত করে
§ তাদের ম্যাগনেট পানি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না, বাস্তবেও কাজ করে না । এই ধরণের যে কোনো কুসংস্কার ( যেমনঃ জমজম কূপের পানি ) থেকে দূরে থাকা উচিত।
§ মাটির ব্যাংকে দান করলে সব আশায় পূর্ণ হয় এই রকম যেকোনো কুসংস্কার থেকে বিরত থাকা উচিত। অথচ তারা অনেকটা জোর করেই মাটির ব্যাংক হাতে ধরিয়ে দেয়
§ আমার প্রাক্টিক্যালি দেখা কোয়ান্টাম হিলিং ঐ ভাবে রোগী ভালো করতে পারে না, কিন্তু তারা দাবি করে রোগী ভালো করতে পারে।
§ কোয়ান্টাম মাস্টার্স কোর্সে তারা নাকি মহাজাতককে পীর মানতে বলে।
§ সামগ্রিক ভাবে যেকোনো কুসংস্কার থেকে দূরে থাকা উচিত ।

অতি চেতনা সমন্ধে ধারণা পেতে ও দৃষ্টিভঙ্গির পরিবতর্নের জন্য পজিটিভ মন নিয়ে অবশ্যই কোর্সটি প্রাক্টিকালি করে দেখতে পারেন।

ভালো থাকবেন সোনালি কাবিন ...

১৭| ০৩ রা মে, ২০২০ বিকাল ৩:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কোয়ান্টামের এরকম একটা কোর্সে অংশ গ্রহণ করেছিলাম ১৯৯৯ বা ২০০০ সালে। ফলাফল গুলো আসলেই আশ্চর্যজনক ছিল। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও মানুষের কিছু শক্তি হয়ত আছে কিন্তু বিজ্ঞান হয়ত টা এখনও আবিষ্কার করতে পারে নি।

০৩ রা মে, ২০২০ বিকাল ৩:৫৪

সুপারডুপার বলেছেন:



সাড়ে চুয়াত্তর ভাই ,

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক আগে থেকেই এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন। আপনার সাথে সহমত। '' পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও মানুষের কিছু শক্তি হয়ত আছে কিন্তু বিজ্ঞান হয়ত টা এখনও আবিষ্কার করতে পারে নি।"এই শক্তি আমরা শুধু বাস্তব জীবনে উপলব্ধি করতে পারি।

ভালো থাকবেন ... অনেক অনেক শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.