নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

নতুন বছর,পুরোনো কষ্ট-০১/০১/২০১৪

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায়।কেউ বদলে ভাল হয়ে যায়,কেউ খারাপ হয়ে যায়,কেউবা বদলাতে গিয়ে মরেই যায়।কিন্তু সেই মৃত্যুটা মনের,আত্মার;শরীরটা বেঁচে থাকে।



বেঁচে থাকা এই শরীরটার কষ্ট অনেক।জাগতিক কোনো কিছুই তার ভাল লাগে না।সবকিছু এলোমেলো,অগোছালো হয়ে যায়।সে উৎভ্রান্তের মতো ছুটে বেড়ায়।কিসের খোঁজে....?

নতুন একটা জীবন,নতুন একটা আত্মা,নতুন একটা আশ্রয় তার খুব প্রয়োজন।most importantly সে চায় একটু ভালবাসার ছোঁয়া।একটু ভালবাসা,একটু স্নেহ,আদর,সৌহার্দ্য এবং দৃঢ় বিশ্বাসের নিশ্চয়তা।



কিন্তু মৃত মানুষটাকে বাঁচিয়ে তোলার দায়িত্ব কেউ নিতে চায় না।কেউ চায় না তাকে ভালবাসতে।



কেন........?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.