![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে কতটা ভালবাসি তা হয়তো তুমি জানো অথবা জেনেও না জানার ভান করো।এতে আমার কিছুই করার নেই।
তোমার একটা call বা একটা sms পেলে আমার কি পরিমাণ আনন্দ হয় তা হয়তো তুমি জানো অথবা জেনেও না জানার ভান করো।তাতে আমার কিছুই বলার নেই।
তুমি কেমন আছো,কি করছো-না করছো সব খবর প্রতিদিন নিই(গত তিন দিন বাদে)।কখনো কি তুমি আমার আগে আমার খবর নিয়েছো?ইচ্ছে করেই নাও নি নাকি প্রয়োজন মনে করোনি?এটা নাকি তোমার ব্যক্তিগত ব্যাপার।এতেও আমার জোর করার কোনো উপায় নেই।
"আমি তোমাকে ভালবাসি"-কথাটা সত্য।মন থেকে ভালবাসি,এতে তোমার করার কিছুই নেই।
প্রতিদিন তোমায় বলি "ভালবাসি"।কিন্তু তোমার উত্তর দেয়ার সাহস নেই।
সারাজীবন তোমাকে মন থেকে ভালবাসবো।তোমার বাধা দেয়ার কোনো শক্তি,অধিকার,ক্ষমতা নেই।
©somewhere in net ltd.