![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন তোমার কথা কতবার মনে পরে তার হিসাব আমি করতে পারি না।রাতে ঘুমাতে গেলেও তোমার কথা মনে পরে।কি আর করবো বলো?সত্যি সত্যি ভালোবাসার side effect আরকি।তাই বলে ঘুমের ভেতর স্বপ্নেও তোমাকে আসতে হবে?তোমার সাথে কাটানো প্রতিটা ঘণ্টা,মিনিট,সেকেন্ড আমি স্বপ্নে দেখি,3D মনে হয়।কোচিংয়ে চোখাচোখি,তোমার পিছনে ঘুরঘুর করা,কোচিংয়ের পিছনে দাড়িয়ে গল্প করে ধরা খাওয়া,ওভার ব্রিজের ওপর থেকে দাড়িয়ে তোমার চলে যাওয়া দেখা।তারপর,স্পেশাল ক্লাসে তোমার সাথে বসে গল্প,মারামারি,খুনসুটি,একটা কিটক্যাট দুজনে খাওয়া,ক্লাস ফাঁকি দিয়ে ৫ নম্বর রুমে আড্ডা দেয়া,তোমাকে আর জিতুকে পঁচানো,জিতুকে কাঁঠাল পাতা খাওয়ানো,তোমাকে প্রপোজ করা,প্রথমবার তোমার হাতটা ধরা,কোচিংয়ের শেষ দিন তোমাকে জড়িয়ে ছবি তোলা----সব স্মৃতি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনে পরে।ভুলতে পারি না একটাও।
কি আর করবো বলো?আমি যে তোমাকে ভালোবাসি।বড্ড বেশি ভালোবাসি......।
©somewhere in net ltd.