নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

১৬৩!!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

তোমার সাথে আজ সকাল থেকেই খুউউউউব কথা বলতে ইচ্ছে করছিল।কিন্তু সাহস পাচ্ছিলাম না।বার বার তোমাকে কল দিয়ে সাথেসাথেই কেটে দিচ্ছিলাম।কেমন একটা ভয় করছিল।যদি তুমি রাগ করো অথবা........।



গুনে গুনে ১৬২ বার কল দিয়ে কেটে দিয়েছি।১৬৩ বারের বার আর কাটি নি।কি হবে হোক,কথা বলেই ফেললাম।



তুমি অনেক ভালো আছো,তাইনা?হুমম,ভালো শুধু মানুষেরাই থাকতে পারে,আমার মতো জানোয়ার না।মানুষরুপি জানোয়ার আমি।কেউ আমাকে বুঝে না,আমাকে বুঝতে চায় না।জানোয়ার বলে কেউ আশ্রয়ও দেয় না।কোথায় যাবো আমি??



জানোয়ারদের কোনো অধিকার নেই মানুষের কাছে আসার,মানুষের সাথে মেশার।



একা থাকার অনেক কষ্ট,তুমি তা কখনো বুঝবে না।কারণ তোমার পাশে থাকার মতো মানুষের অভাব নেই।কিন্তু আমার মতো জানোয়ার তো পৃথিবীতে দ্বিতীয়টা নেই।তাই আমি একা।কাউকে মনের কথা খুলে বলতে পারি না,কারো হাতটা ধরে বসতে পারি না,কারো কাঁধে মাথা রেখে কাঁদতেও পারি না।আমি বড্ড বেশি একা......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.