![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে আজ সকাল থেকেই খুউউউউব কথা বলতে ইচ্ছে করছিল।কিন্তু সাহস পাচ্ছিলাম না।বার বার তোমাকে কল দিয়ে সাথেসাথেই কেটে দিচ্ছিলাম।কেমন একটা ভয় করছিল।যদি তুমি রাগ করো অথবা........।
গুনে গুনে ১৬২ বার কল দিয়ে কেটে দিয়েছি।১৬৩ বারের বার আর কাটি নি।কি হবে হোক,কথা বলেই ফেললাম।
তুমি অনেক ভালো আছো,তাইনা?হুমম,ভালো শুধু মানুষেরাই থাকতে পারে,আমার মতো জানোয়ার না।মানুষরুপি জানোয়ার আমি।কেউ আমাকে বুঝে না,আমাকে বুঝতে চায় না।জানোয়ার বলে কেউ আশ্রয়ও দেয় না।কোথায় যাবো আমি??
জানোয়ারদের কোনো অধিকার নেই মানুষের কাছে আসার,মানুষের সাথে মেশার।
একা থাকার অনেক কষ্ট,তুমি তা কখনো বুঝবে না।কারণ তোমার পাশে থাকার মতো মানুষের অভাব নেই।কিন্তু আমার মতো জানোয়ার তো পৃথিবীতে দ্বিতীয়টা নেই।তাই আমি একা।কাউকে মনের কথা খুলে বলতে পারি না,কারো হাতটা ধরে বসতে পারি না,কারো কাঁধে মাথা রেখে কাঁদতেও পারি না।আমি বড্ড বেশি একা......।
©somewhere in net ltd.