![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও তোমায় মনে পরে।
প্রতি দিন,প্রতি রাতে;স্বপ্নে।
তুমি ঠিক আগের মতোই আছো।আমি বদলে গেছি।ভেতরে ভেতরে মরে গেছি।
তোমায় ছাড়া বেঁচে থাকা কষ্টকর হলেও অসম্ভব নয়।কষ্ট সেই জন্ম থেকেই ভোগ করছি।শরীরে সয়ে গেছে।কিন্তু মনে আজও সইতে পারে না।এখনো মনের আঘাত সহ্য করতে পারি না।সামান্য যন্ত্রণা অনেক বড় হয়ে যায়।বড় বড় ব্যথাগুলো অনেক ভোগায়।কত চেষ্টা করি সব ভুলে যেতে,কত চেষ্টা করি উঠে দাড়াতে;কিন্তু পারি না।ভুলে থাকার মতো কোন উপায় জানা নেই,হাতটা ধরে উঠিয়ে দেয়ার মতো কোনো মানুষ নেই।জানি,তুমি ফিরে আসবেনা কখনোই।তোমার ফিরে আসার পথ চেয়ে বসে নেই আমি।
স্মৃতির পাতায় পাতায় আজো তুমিই আছো।তোমায় ভুলবার সাধ্য হয়নি।সাহস হয়নি তোমাকে মন থেকে মুছে ফেলার।তোমায় নিয়ে যত স্মৃতি তাই আমার সম্বল।শেষ সম্বলটুকু হারাতে চাইনা।
নাফিয়া,আজও তোমায় ভালোবাসি........।
©somewhere in net ltd.