নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্না

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

আজ ফেসবুক থেকে বেশ কয়েকদিন পর নাফিয়ার প্রোফাইলে গেলাম......।

OMG!!এটা কি দেখলাম আমি!

ওর প্রোপিকটা এতো সুন্দর এতো সুন্দর যে বলে বুঝাতে পারবো না।হাসিটাতে এমন একটা আকর্ষণ,এমন একটা মায়া,এমন একটা কোমলতা আছে যা শুধু উপলব্ধিই করা যায়;পৃথিবীর কোন ভাষায় প্রকাশ করা যায় না।

ছবিটার দিকে তাকিয়ে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।একটা মানুষের হাসি এতো কিউট,এতো সুন্দর হয় কেমন করে??

চোখের পানি আর আটকাতে পারলাম না,টুপ করে গড়িয়েই পড়লো।বুকটা ছারখার হয়ে গেল।এই হাসিটা আমি সারাজীবন আমার করে নিতে চেয়েছিলাম কিন্তু আজ সেটা অন্যকারো জন্য।

আমি জানি,নাফিয়া আমার এই ব্লগ কোনদিন পড়বে না,তবুও বলছি"আজও তোমায় ভালবাসি সেই প্রথম দিনের মতোই,প্রথম দিনের মতোই এত্তোগুলো মিস করি"।

একটা সুন্দর হাসি দেখে একটা কান্নার রাতের শুরু.........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.