নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ভাবনা

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

"মৃত্যু" শব্দটা অনেক ভয়ংকর।কিন্তু আমরা কেউ কি কখনো ভেবেছি আমরা কবে মারা যাব?

না।আমরা আমাদের মৃত্যু নিয়া কখনোই ভাবি না।

আজ আমার স্কুলে গিয়েছিলাম,কতদিন পর সেটা জানি না।কিন্তু গিয়েছিলাম একটা জানাজায়।আমাদের স্কুল এর একটা ক্লাস সিক্স এর ছেলে গত ১.১.২০১৫ তারিখে মারা গেছে,ভারতে।আমি খবর পেয়েছি গতকাল রাতে যখন মাইকিং হয় তখন।দীর্ঘ সময় এলাকায় ছিলাম না তাই জানতাম না।ছেলেটার ক্যানসার হয়েছিল।বয়স আর কত হবে?১২-১৩ বছর?এর বেশি না।অথচ সে কি কখনো ভেবেছিল যে সে এই বয়সেই মারা যাবে?তার মা কি কখনো চিন্তা করেছিল যে তার আগেই তার নাড়িছেড়া সন্তান কবরে যাবে?

হয়তো না।

ছেলেটার বাবাও ক্যানসারে মারা গিয়েছেন,দেড় বছর আগে।

আমরা অনেক স্বার্থপর।আল্লাহ্‌ আমাদের এত সুযোগ-সুবিধা দেন,এত অনুগ্রহ করেন তার কি কখনো আমরা শুকরিয়া জানাই?দৈনিক কি ৫ ওয়াক্ত নামাজ পড়ি?সৎ পথে চলি?কখনো কি আমরা মৃত্যুর কথা ভাবি?ভেবেছি কি আমাদের মৃত্যুর পড়ে কি হবে?কবরে কি হবে?আমরা মুনকার-নাকির এর প্রশ্নের জবাব দিতে পারব কি না?আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাওয়ার সময় টুকু পাব কি না?

আমাদের সামনে আল্লাহ্‌,ডানে জান্নাত,বামে জাহান্নাম আর পিছনে মৃত্যু।কখন আজরাইল(আঃ) এসে জান কবজ করে ফেলবেন টা আমারা কেউ জানি না,মৃত্যু নিয়ে আমরা ভাবি না।

তাই বলছি,আমাদের হয়তো এখনো সময় আছে।আমরা আল্লাহ্‌র কাছে ক্ষমা চেয়ে নিই,আল্লাহ্‌ কে ডাকি,একটু সংযত ও সৎ হয়ে চলি।পরে মৃত্যু এসে গেলে আর কিছুই করার থাকবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

সুপ্ত আহমেদ বলেছেন: সরকার কোটি কোটি টাকা রাজ পথে নষ্ঠ করছে বাট একটা ভালো বক্ষব্যধি হসপিটাল বা ভালো ক্যান্সার নিরাময়ক হসপিটাল গড়তে পারলো না বাঙ্গালির ব্যার্থতা তো এখানেই :(

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

"কষ্টের নীল রং" বলেছেন: এখানে সরকারের ব্যর্থতার কথা বলা হয়নি,নিজেদের কথা বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.