নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

উফ!নাফিয়া!!

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

নাফিয়া হয়তো সারা জীবনের জন্য আমার রক্তে মিশে গিয়েছে।তা নাহলে কেন বারবার ওকে নিয়ে এত স্বপ্ন দেখি?
আমাকে ২০ দিন পরপর ৪২ কিলোমিটার দুরে পাশের জেলায় ঔষধ আনতে যেতে হয়।তো,আমি সেখানে ঔষধ আনতে গিয়েছি আর সাথেসাথেই নাফিয়ার মেসেজ পাই।সে বলে,সে আমার জেলার পাশের জেলায় এবং সে খুব জরুরি দেখা করতে চায়।আমি ওকে রিপ্লাই দিয়ে লোকেশন আর দেখা করার সময় বলি।
আমরা দেখা করি একটা ফাস্টফুডের দোকানে।এখন যদিও সে হিজাব পরছে,স্বপ্নে ও আমার আগের নাফিয়া হয়েই এসেছিল।সিম্পল,স্বাভাবিক,ফিয়াবাবু নাফিয়া হয়ে।
আমরা সেখানে বসে কফি অর্ডার করি।

তারপর আমি ওর হাতটা ধরি।ধরা মাত্রই "নাফিয়া!!" করে একটা চিৎকার শুনি।পেছনে তাকিয়ে দেখি আমাদের দুজনের মা দাড়িয়ে আছে।

ওর মা ওকে নিয়ে চলে যায়,শেষ বিদায় টুকু জানানোর সুযোগটাও পাইনি।

এরপর আমার ম্যাও এর সাথে বাসে করে বাসায় ফিরি আর ঘুমটা ভেঙ্গে যায়।

আর এত চাপ মাথায় ধরে রাখতে পারছি না।কেন শুধু এই একজনই স্বপ্নে আসে?এত জ্বালা আর সহ্য হয়না।ঘুমটা ভেঙ্গে গেলেই একরাশ যন্ত্রণা আর না পাওয়ার কষ্ট আমাকে অত্যাচার শুরু করে।তখন না পারি কাউকে বলতে,না পারি সহ্য করতে।শুধু দুচোখ দিয়ে নিঃশব্দে জল পড়ে যায়,অবিরামভাবে.......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.