নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

নাফিয়া is getting married!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬


সত্যি!নাফিয়ার বিয়ে হচ্ছে!বিশ্বাস
করতে পারছি না!বিশ্বাস হবেই বা কেমন করে?
স্বপ্ন কি কখনো সত্যি হয়??
আজও সে স্বপ্নে এসেছিল,স্বপ্নেই
চলে গিয়েছে।বাস্তবে কখনো একটা মিসকাল/
sms পর্যন্ত দেয় না।এটাই স্বাভাবিক।
যখন সাইন্সল্যাবে কোচিং করতাম তখন প্রায়শই
ওকে বলতাম "চল,আজ ক্লাস bunk করে নিউ
মার্কেটে গিয়ে ফুচকা খাই।"।সবসময় উত্তর দিত
"আম্মু জানতে পারলে আমার খবর আছে।
তবে কোথাও এডমিট হয়ে নিই,তারপর তোমার
সাথে ফুচকা খেতে যাব।"
বাস্তবে আর যাওয়া হয়ে ওঠেনি,তাই স্বপ্নেই
গেলাম।
আমি নিউ মার্কেট যাচ্ছি হোমিওপ্যাথি ঔষধ
কিনতে।৩নম্বর গেট দিয়ে ঢুকতে যাব সেসময়
আমার ফোন বেজে উঠল!নাফিয়া কল দিয়েছে!
রিসিভ না করে থাকতে পারলাম না।ও
আমাকে জিগ্যেস করল আমি কোথায়।বললাম নিউ
মার্কেট ৩ নম্বর গেটের ভেতরে।ও বলল "আমি ৩
নম্বর গেটের বাহিরে।আমার সাথে দেখা কর।"
আমি যেই মেয়ের সাথে দেখা করার সুযোগ
খুঁজি সেই আমাকে ফোন
করে দেখা করতে বলছে!এটা তো পাগলেও মিস
করবে না।
যাই হোক,ওকে নিয়ে গেলাম ফুচকা খেতে।
কি কারণে ও এখানে এসেছে তা জিগ্যেস
করলে ও বলে,"আমার বিয়ে ১ মাস পর।তাই বিয়ের
জন্য কার্ড পছন্দ করতে এসেছিলাম।
ছেলে আর্মিতে চাকরি করে।"
আমার আর কিছু বলার শক্তি ছিল না।ফুচকাটুকু শেষ
করতেই পারলাম না।এমন কথা শোনার পর
কি গলা দিয়ে আর খাবার নামে??
ও অনেকক্ষণ বকবক করল,আমি চুপ করে শুনেই গেলাম।
কিন্তু কি বলল তার কিছুই কান দিয়ে ঢুকে নি।
ফাস্টফুডের দোকান
থেকে বেরিয়ে আমি ওকে রিক্সায়
তুলে দিয়ে নিজে হাঁটতে শুরু করলাম।এমন সময়
জোহরের আজান শুরু হল আর আমার দুচোখ
দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পরল।
ঘুমটা ভেঙ্গে গেল।ফজরের আজান হচ্ছে।কিন্তু
চোখের সেই দুফোঁটা অশ্রু এখনো শুকিয়ে যায়নি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২০

শাহরীয়ার সুজন বলেছেন: আহারে আহারে! ঘটনা শুনে আমিও খুউব কষ্ট পাইলাম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

"কষ্টের নীল রং" বলেছেন: :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.