নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

#নাফিয়া আবার আমার বাসায়!!!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩০

সত্যি সত্যি কখনো আসবে কি না জানি না,তবে স্বপ্নে সে আজ নিয়ে ২য় বার আমার বাসায় এল।

আমি প্রতিদিনের মত আজও বাসার সামনের দিকে (ভেতরে) সিড়িতে বসে আছি।আমাদের বাসার সামনের দেয়ল অর্ধেক ইটের আর অর্ধেক লোহার গ্রিল।তাই বাহিরে কে যাচ্ছে আসছে তা দেখা যায়,বাহির থেকেও ভেতরের মানুষগুলোকে দেখা যায়।

আমি আয়েশি ভঙ্গিতে বসে আছি আর ফিয়া আমার বাসার সামনে দিয়ে আমার প্রিয় পার্পেল কালারের জামাটা পরে হেঁটে যাচ্ছে।হঠাৎ সে আমাকে দেখে চিৎকার করে উঠল!আমি কিছু বুঝে উঠার আগেই বাসার দরজা ঠেলে ভেতরে ঢুকে আমার উপর ঝাপিয়ে পরে মারতে শুরু করল।আর চিৎকার করে বলতে লাগল "শয়তান,আমাকে ঢাকায় একা রেখে তুই এখানে পরে আছিস?জানিস তোকে আমি কত মিস করি?তোকে আমি কত ভালবাসি??তুই জানিস না।জানলে আমাকে রেখে পালিয়ে আসতে পারতি না।"

তারপর মারতে মারতে ক্লান্ত হয়ে ছোট বাচ্চার মত আমার বুকে পরে কাঁদতে লাগল আর আমি ওকে বুকের মাঝে শক্ত তরে চেপে ধরলাম।ও আমার কাধে মাথা রেখে কত কথা বলল!!কিন্তু কিছুই শুনতে পেলাম না।শুধু ওকে বুকে জড়িয়ে ওর হৃদস্পন্দন অনুভব করলাম,ওর চুলে হাত বুলিয়ে দিলাম,ওর শরীরের গন্ধটা প্রাণ ভরে নিলাম।

কিছু সময় পর বলল,"আমি যাই,আম্মু আমাকে খুঁজবে।আমাকে ভুলে যেও না।আর এবার পালালে তোমার আব্বুকে বলে দিব।"

যাওয়ার আগে আমাকে বড় একটা HUG আর ডান গালে ছোট্ট একটা হামি।বাসা থেকে বের হওয়ার সময় কানের কাছে ফিসফিস করে বলল "I love you my #Dracula <3 <3 <3 "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.