নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

কোথায় গেল তোমার সেই ভালোবাসা???

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

আজ রাতের আকাশটা অনেক সুন্দর।হালকা সাদা সাদা মেঘের মাঝে একটা চাঁদ।ঝিরি ঝির ঠাণ্ডা বাতাস আর এক গভীর নিস্তব্ধতা।

ইশ!কতদিন তোমার সাথে চাঁদ দেখি না!পাশে তোমার দেহ ছিলে না,প্রযুক্তির বদৌলতে ফোনের অপর প্রান্তে ছিলে।কিন্তু ষষ্ঠ ইন্দ্রীয়ের অনুভূতিটা ছিল প্রবল।যেন আমার বুকে মাথা রেখে বলছ,"ভালোবাসি"।
আমায় বার বার বলতে,"ঐ আকাশের চাঁদটা এনে দেবে আমায়??"

আমি বলতাম,"মিছে আশ্বাস দিয়ে কি লাভ??"
তুমি হেসে বললে-"বোকা ছেলে!আমায় একটু তোমার বাহুডোরে নিয়ে নাও,তোমার হৃদস্পন্দনের শব্দটা একটু শুনতে দাও,আর কপালে দাাও ছোট্ট একটা ভালোবাসা পরশ।আমার চাঁদটা তো ওখানেই।"
"তুমি এমন কেন গো?" আমি বলি-"এতটা ভালোবাস আমায়?"

"ভালোবাসি,তোমায় ভালোবাসি।এই ধরণীতে যত ধূলিকণা আছে,মহাসাগরে যত জলকণা আছে তার চাইতেও অনেক বেশি ভালোবাসি।এ ভালোবাসা সত্য,অবিনশ্বর,ধ্রুব এবং পবিত্র।এতে নেই কোনো কালিমা,নেই কোনো দাগ।এ যেন তোমার আমানত,আমার কাছে রাখা শ্বেতশুভ্র এক টুকরো কাগজ।আমি যত্ন করে রেখে দিব।"

কোথায় গেল তোমার সেই ভালোবাসা????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.