![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগার-ফ্লগার কিছু নইরে ভাই। ব্লগার হওয়া অত সহজ কাজ না। কত রকম যুক্তি তর্ক দাড় করিয়ে বিভিন্ন তথ্যের লিঙ্ক দিয়ে বিশাল কিছু লেখা আমার দ্বারা কোনকালেই সম্ভব না। এখানে ঢু মারি মূলত অন্যদের লেখা পড়ে কিছু শেখার উদ্দেশ্যে। এছাড়া অন্য কিছু আমার মতো দুই টাকার মানুষের কাছে আশা করা নিতান্ত বোকামী ছাড়া অন্য কিছু নয়।
এই ব্লগে রেজিষ্ট্রেশন করার পরই নিজের ভিতর একজন ব্লগার ব্লগার ভাব জন্ম নিছে। নিজেকে খুব বড় কিছু মনে হচ্ছে। যেখানেই যাই সেখানেই একটা ব্লগার ব্লগার ভাব নিয়ে দাড়ায়ে থাকি। অনেক কিছু নিয়ে চিন্তায় ডুব মারি। মনে মনে ভাবতে থাকি, হায় ভগবান ব্লগার তো হয়েই গেলাম। কিন্তু ব্লগারের মান রক্ষা কি আমার দ্বারা হবে। নাকি আমি ব্লগার নামের কলঙ্ক হয়েই থেকে যাবো।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
নুরএমডিচৌধূরী বলেছেন: বহুত গেনের কথা কইলেন ভাই
আর কইচেন কি আপ্নে অতশত পারেন না
মানতে পারলাম না ভাই
প্লিজ