![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের জন্য ট্রাকে ট্রাকে বালি দাঁড়িয়ে থাকে। আর আমি সামান্য পানির অভাবে স্নানঘরে অবরুদ্ধ ছিলাম পাক্কা ৩০ মিনিট। চিৎকার করেছি, হ্যাল্প মি, পানি দাও, জল দাও, আমি স্নান করবো। না দেখার ভান করে অনেকেই চলে গেছে। কারো মায়া হলো না। সেদিন কেউ আমার জন্য বিন্দু পরিমান হা-হুতাশ করেনি। নাকীকান্না করতে তো দেখলাম না কোন আম-বাম-উচীল-চুশীলের।
কেন? আমি কি মানুষ নই?
আমাদের কথা কোন মিডিয়ায় আসেনা, আমাদের নিয়ে কারো অনুভূতি নড়ে না।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি বা আমরা তথাকথিত মানুষের মধ্যে পড়িনা । তাই আমাদের জন্য কেউ নাকি কান্না করবে না ও কার অনূভূতিও নড়বে না।
ভাল লাগল আপনার কথাগুলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
আবু শাকিল বলেছেন: দারুন বলেছেন ত