![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আনন্দ রে তুই কই গেলি বল
নিয়েছিস কি আড়ি ?
কতদিন তোর পাইনা দেখা
সেইযে কবে ছাড়লি আমার বাড়ি !
তুই নেই তাই বাগানের ফুল
বাতাসে খায়না দোলা
প্রিয় লাল আর নীল শাড়ীর সাজ
করে ফিরি অবহেলা !
তুই ছাড়া মুখে ফোটে না কথা
ব্যাথিত হৃদয়ে তোর ব্যাকুলতা
তুই যদি আর না ফিরিস তবে
হারাবে আমার চঞ্চলতা !
বৃষ্টিও আর লাগেনা ভাল
বেড়ানোর সাথে দ্বন্দ্ব
একঘরে হয়ে গেলাম আমি
হারিয়েছে জীবনের ছন্দ !
মন খারাপ আর কত লাগে ভাল
যা করি তাতে বিরক্ত
তোর ফিরবার আশায় আশায়
কাটে যে প্রতি মুহূর্ত !
আমার বেলা যাচ্ছে চলে
তুই ছাড়া অনাদরে
আনন্দ রে তুই আয় ফিরে আয়
আয়না আমার ঘরে !
০৫ ই মে, ২০১৮ সকাল ১০:২২
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার কথাগুলো সামনের দিনগুলো তে আমার লেখার জন্য অনেক বড় অনুপ্রেরণা ! বাস্ততার কারনে ইচ্ছা থাকলেও অনেক লেখা পড়া ও মন্তব্য করার সময় হয়ে উঠে না, তবে অবশ্যই চেষ্টা করব।
২| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।
০৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: আমার লেখা কে যখন আপনারা পছন্দ করেন আমি খুব অনুপ্রানিত হই! ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য এর জন্য !
৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
যে কবিতা পরে আরাম পাই সেটাই আমার কাছে ভালো কবিতা।
২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১১
কথার ফুলঝুরি! বলেছেন: সহজ সরল মানুষের সহজ সরল কবিতা
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
কাওসার চৌধুরী বলেছেন: জানিনা, কবিতার আনন্দ কোন নাম নাকি নিখাদ আনন্দের আহবান। এটা কবির ভাবনার বিষয়। তবে কবিতাটি মনযোগ দিয়ে পড়লাম। বেশ গোছানো, ধারাবাহিক। সুন্দর একটা সূর আছে তাতে। সবচেয়ে বড় কথা 'সহজপাঠ্য'। ইদানিং কবিতাগুলোর ভাষা বেশ কঠিন হয়ে উঠছে। এজন্য আমি বেশিরভাগ কবিতা পড়ে আনন্দ পাই না, বুঝি না বলে। তবে আপনার কবিতাটি ব্যতিক্রম। নিয়মিত এভাবে লেখে যান। লেখতে লেখতে একদিন সবাই ভাল লেখক হয়।
অনেক শুভ কামনা আপনার জন্য। আর ব্লগে নিয়মিত অন্য ভাল লেখাগুলোতে কমেন্ট করে মতামত দেন। এতে সেইফ হতে সহজ হবে।