নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

"মা" এর জন্য ভালোবাসা !

১৩ ই মে, ২০১৮ সকাল ১০:১৫

আজকে নাকি মা দিবস তাই
মা কে দেবার মত নেই কোন উপহার
ভাবলাম তাই প্রিয় মা কে আমার
দেই একটি কবিতা ভালোবাসার !

পৃথিবীর আলো দেখিয়েছ তুমি
নিয়েছ কতই যাতনা
তুমি যদি ভালোবাসা না দিতে মা
এ পৃথিবীতেই আমার আসা হতোনা !

শুনিনি তোমার কত কথা
করেছি তোমায় কত জ্বালাতন
তবুও কত ভালোবেসে মা
করেছ তোমার সন্তান কে লালন !

নিজে না খেয়ে খাইয়েছ আমায়
দিয়েছ কত সাদ-আহ্লাদ বিসর্জন
কত কথার চাবুক মনে লাগিয়ে মা
করেছো আমার স্বপ্ন পূরণ !

কত নির্ঘুম রাত কাটিয়েছ তুমি
দিতে আমায় শিক্ষার দান
যে যত ভালোবাসুক আমায়
তুমিই তো মা সবচেয়ে মহান !

তোমার মনে কত দিয়েছি ব্যথা
সবই রেখেছ হৃদয়ে জমা
তোমার অবুঝ সন্তান আমি
করে দিও মা ভালোবেসে ক্ষমা !

করবো তোমার ভালোবাসা বর্ণনা
কই আমার সেই সাধ্য
এ পৃথিবীর যত শব্দ ভাণ্ডার
তারাও তো হবে দুর্বোধ্য !

ভালোবাসা দিয়ে করেছ পূর্ণ
কখনো দাওনি যাতনা
সৃষ্টিকর্তার দুয়ারে দাড়িয়ে
তোমার দীর্ঘায়ু করি প্রার্থনা !

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সকাল ১০:৫০

কাওসার চৌধুরী বলেছেন:
মা দিবসের চমৎকার একটি কবিতা। পৃথিবীর সব মা সুখে থাকুন, ভাল থাকুন। মা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর মনে হয়। প্রতিটা দিনই হোক মা দিবস। মায়ের প্রতি পৃথিবীর সব সন্তান যাতে আরে যত্নবান হয়, এই কামনা করি আজ।

পাশাপাশি, কবির মায়ের প্রতি গভীর শ্রদ্ধা রইলো। আশা করবো কবির সন্তানরাও তাদের মায়ের প্রতি আরো যত্নবান হবেন!! B-)

১৩ ই মে, ২০১৮ সকাল ১১:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কিছু কথা বলার জন্য।
"আশা করবো কবির সন্তানরাও তাদের মায়ের প্রতি আরো যত্নবান হবেন" এই অংশটুকু একটু অন্যরকম ভালো লাগল। হাহা :P

২| ১৩ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: মেয়েরা তো মায়ের জাতি। তাই এডান্স তো দেওয়াই যায়!! হোক তা বিশ বছর কার্যকর, তাতে কী!!! :P

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :D

৩| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই খুশী হলাম জেনে, সাথে অনুপ্রানিত।
ধন্যবাদ কবিতা পাঠ এবং মন্তব্য এর জন্য।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:০২

কাওসার চৌধুরী বলেছেন: কবিতার লিঙ্কটি ব্লগের যে লেখাগুলো বেশি পঠিত হয়, কমেন্ট বেশী হয় সেসব কমেন্ট বক্সে দিন। এতে অনেকে কবিতাটি পড়বে। কমেন্ট করবে। আর ভাল মানের লেখাগুলোতে নিয়মিত কমেন্ট করুন। এতে পরিচিতি বাড়তে। সেইফ হতে সহজ হবে।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল! কেমন আছেন ?
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কিছু ফলপ্রসূ পরামর্শ দেওয়ার জন্য।
তবে অন্য কারো লেখার কমেন্ট বক্স এ নিজের লেখার লিঙ্ক দেওয়া বিষয় টি একটু কেমন হয়ে গেলনা ? :||
তবে যে লেখাগুলো আমার ভালো লাগে সেগুলো পড়ি, আসলেই পড়ি, এবং কমেন্ট করি। যেটি আপনি ই বলেছিলেন :P :D আবার ও ধন্যবাদ তার জন্য।

৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১১

কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল। ব্লগে যারা ভাল লেখেন, উনাদেরকে লেখার লিঙ্ক পাঠালে মাইন্ড করবেন না। এতে খুশি হবেন। আমার প্রতিটি লেখার কমেন্ট বক্সে লিঙ্ক পাঠাবেন। কারণ, আমার লেখায় যারা কমেন্ট করেন, বেশিরভাগই আগে অন্য কমেন্টগুলো পড়েন। এতে আপনার পরিচিতি বাড়বে। উনারা কমেন্ট করে আপনাকে উৎসাহ ও পরামর্শ দেবে। একজন নতুন লেখকের জন্য এগুলো খুব উপকারে আসে।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২২

কথার ফুলঝুরি! বলেছেন: অন্য কারো কথা জানিনা, তবে আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন আপনার লেখায় অবশ্যই দিব লিঙ্ক :`>

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০১

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ অনেক ভাইয়া !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.