নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

"টিভি রিমোট নিয়ে যুদ্ধ" নেপথ্যে হিন্দি সিরিয়াল

২০ শে মে, ২০১৮ সকাল ১১:০১



টিভি দেখা নিয়ে ভাই বোনদের মধ্যে মিষ্টি ঝগড়াঝাঁটি হবেনা এমনটা খুব কম ই দেখা যায়। টিভি দেখা নিয়ে আমার নিজের ছোট বোনের সাথে যে ঝগড়াঝাঁটি সেটিকে ছন্দে ছন্দে বললে অনেকটা এরকম :P :>

অফিস শেষে বাসায় গিয়ে
যেই না বসি দেখতে টিভি
অমনি এসে হাজির হয়
ছোট বোনের অগ্নি ছবি !

আমি বলি বাংলা
ছোট বলে হিন্দি
এই যুদ্ধের ময়দানেতে
হয়না তো ভাই সন্ধি !

স্টার প্লাস, জী টিভি
আরও আছে চ্যানেল সনি
উদ্ভট যত চরিত্রগুলোর
উদ্ভট যত কাহিনী !

হিন্দি সিরিয়াল মানেই হবে
কুটনামী আর ষড়যন্ত্র
ভেবে পাইনা সিরিয়াল গুলো
কি এমন পরিয়েছে মন্ত্র !

কি আর করার বেচারি আমার
ছোট বলে কথা
আমিও আর রিমোট যুদ্ধ
করিনা অযথা !

ভালোবাসা সে তো নাকি
সবার চেয়ে দামী
ছোটবোনকে ভালোবেসে তাই
হার মেনে নেই আমি !

ফটো-গুগল

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৫

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কবিতা।
কবি উনার ছোট বোনকে ভীষণ ভালবাসেন এটা তার প্রমাণ। এছাড়া তিনি হিন্দি কুটনামি চ্যানেলও পছন্দ করেন না। এই দুটি বিষয় বিশ্লেষণ করে বলতে পারি কবির মানবিক গুণাবলী অত্যন্ত প্রখর। পাশাপাশি বিবেক সদা জাগ্রত।।

জয় হোক এমন সুন্দর মানসিকতার। B-)

বিঃদ্রঃ মাত্র দুইটা রোযায় কবি অনেকটা স্লীম হয়ে গেছেন। B-) B-)

২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: "কবি উনার ছোট বোনকে ভীষণ ভালবাসেন এটা তার প্রমাণ" হুম ভালোবাসি, তাইতো হার মেনে নেই :P
"এছাড়া তিনি হিন্দি কুটনামি চ্যানেলও পছন্দ করেন না" আসলেই করিনা তবে ছোট বোনের সাথে দেখতে দেখতে দু একটা সিরিয়াল দেখা হয় এই যা :P :#)
"মাত্র দুইটা রোযায় কবি অনেকটা স্লীম হয়ে গেছেন" হাহা! তা তো একটু হয়েছি বৈকি ;)
ধন্যবাদ পাঠক কে সুন্দর মন্তব্য এর জন্য।

২| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:১১

পবন সরকার বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্য এর জন্য। আপনাদের ভালোলাগা ই আমার অনুপ্রেরনা।

৩| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

কাইকর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।শব্দচয়ন মন কেড়েছে।ভাল লাগলো পড়ে। আশা করি আরো কবিতা পাবো আপনার কাছ থেকে।ব্লগার হিসেবে আমি একেবারেই নতুন। একজন ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: "খুব সুন্দর লিখেছেন।শব্দচয়ন মন কেড়েছে।ভাল লাগলো পড়ে" খুশী হলাম জেনে এবং অনুপ্রানিত।
"আশা করি আরো কবিতা পাবো আপনার কাছ থেকে" অবশ্যই চেষ্টা করবো ।
"ব্লগার হিসেবে আমি একেবারেই নতুন। একজন ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন" মন্তব্য এর প্রতিউত্তর করার আগে আপনার ব্লগ ঘুরে আসলাম। আপনার মত আমিও নতুন, তবে লেখার চেয়ে পড়তে বেশী ভালবাসি, আর লিখি শখে, সেটি কারও ভালো লাগলে অনুপ্রানিত হই। আপনার লেখাগুলো ভালো লেগেছে। নতুন হলেও লেখার মান ভালো। স্বাগতম এবং শুভকামনা আপনার জন্য।

৪| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: কথার ফুলঝুরি নামটি সার্থক।
"ছন্দময় কবিতায়
সুখময় ধন্দ,
ভালোবাসার জয়ে
হিন্দী হোক বন্ধ"

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: "কথার ফুলঝুরি নামটি সার্থক" জী শুধু নামে নয়, কর্মে আমার পরিচয় :P
ছন্দে ছন্দে দারুন সুন্দর মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ আপু।

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: এটা তো আমাদের ঘরের কাহিনি লিখলেন।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! হুম অনেক ঘরের কাহিনী। "কাহানি ঘার ঘার কি" :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.