![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
সকাল বেলা বের হয়ে দেখি
বাইরে তুমুল বৃষ্টি
দেখা নেই কোন রিকশার
যতদূর যায় দৃষ্টি !
সময় তখন নয়টা ত্রিশ
অফিস যেতে হচ্ছে লেট
এই বৃষ্টি তে বাইরে বের হয়ে
আমি হয়ে গেলাম পুরোই গবেট !
বেচারি আমি কি আর করি
একটু থামি একটু আগাই
সময়মত অফিস যেতে
আল্লাহ এর কাছে শুধু একটা রিকশার আকুতি জানাই।
সময় যখন নয়টা চল্লিশ
আমি তখন অর্ধেক ভেজা
তুমুল বৃষ্টির এই সময়ে
রিকশা পাওয়া কি এতোই সোজা ?
অবশেষে মিলল দেখা
একটি খালি রিকশার
সত্তর এর ভাড়া চায় একশো
হায়রে কি ডিমান্ড তার !
কি আর করার, সময়মত
যেতে হবে অফিস তাই
আমিও যে খুশী মনে
অধিক ভাড়াতেই রিকশা কে স্বাগত জানাই !
অবশেষে পৌঁছলাম অফিস
সার্থক আমার বৃষ্টি দিন
এই বৃষ্টিতে অফিস যাত্রীর কাছে
রিকশা যেন সোনার হরিন !
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১১
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপু
২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭
জোকস বলেছেন: রিকশা গুলান দিয়া দিলাম, টেনশন ফ্রি
কবিতা ভাল হইছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: "কবিতা ভাল হইছে" খুশী হলাম এবং অনুপ্রানিত
"রিকশা গুলান দিয়া দিলাম, টেনশন ফ্রি" ধন্যবাদ ভাইয়া, তবে একটা রিকশা ছাড়া বাকিগুলার তো চালক নেই, ওই একটা যদি না যেতে চায়
৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ম্যান?
ছড়া দারুন হয়েছে!
আপনি আমার দল আসুন!
ছ্যাঁকা খাওয়া কবিতা না লিখে মজার মজার ছড়া লিখুন।
একটু ওয়েট করুন।
আপনাকে রেডিমেট ছড়া দিচ্ছি
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫
কথার ফুলঝুরি! বলেছেন: "ছড়া দারুন হয়েছে" খুশী হলাম
"আপনি আমার দল আসুন" হাহা! মন্দ হয়না কারন আপনি যখন কারও পোস্ট এ এইটা (
) দেন, আমার খুবই মজা লাগে
"ছ্যাঁকা খাওয়া কবিতা না লিখে মজার মজার ছড়া লিখুন" যখন যে মুড থাকে আর কি ছ্যাঁকার রেশ কেটে গেলে তখন আর ছ্যাঁকা খাওয়া কবিতা লিখবনা
হাহা!
"একটু ওয়েট করুন।
আপনাকে রেডিমেট ছড়া দিচ্ছি" আপনি ও ওয়েট করুন, দু একদিন পর আপনাকে ছ্যাঁকা খাওয়া কবিতা দিচ্ছি
৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখককে নিয়ে নাকি কেউ ছড়া লিখে না???
ও ডিয়ার
নেভার ফেয়ার
হিরো ইজ হিয়ার
ওরে কথা ফুলঝুরি
করো সবার মন চুরি!
জানি তুমি ভাল পুরি
তবু কেন ধরো ছুরি?
রোজার এই দিনে ভাই
মারপিট ভাল নয়,
থাকো তুমি একা একা
গেলুম আমি গুডবাই.....
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: ওরে ও নিজাম ভাই
দিয়েছেন কি ছড়া
কথার ফুলঝুরি সব ভুলে যে
খুশীতে আত্মহারা
অনেক অনেক ধন্যবাদ ভাই
আপনার ভালোবাসার জন্য
আপনার লেখা ছড়া পেয়ে
কথার ফুলঝুরি ধন্য
৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কবিতা বুঝি না!
কবিদের সাথে আমার বিদ্রোহ!!
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: "আমি কবিতা বুঝি না, কবিদের সাথে আমার বিদ্রোহ" ভাইয়ার মনে হয় প্রেম কিংবা ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা নেই থাকলে বুঝতেন নাকি একটু বেশিই খাইছেন ছ্যাঁকা তাই কবিদের দেখতে পারেন না
তবে সবাই প্রেম আর ছ্যাঁকা খাওয়া কবি হয়ে গেলে আপনার লেখার মত মজার মজার ছড়া পাবো কই, তাই ভাইয়া যে লাইন এ আছেন ওই লাইন এই থাকেন
৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ও ফুলঝুরি
দেখতে কি তুমি পরী??
প্রোপিক এত চেন্জ কেন হে??
মেজাজ আজ পুরো হট
জবাব চাই চট পট,
আমি ছ্যাঁকা খেয়েছি, তা বলেছে কে??
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন:
ব্যস্ত ছিলাম তাইতো প্রতিউত্তর দিতে পারিনি ঝট পট
নিজাম ভাই, এবার বলেন মেজাজ কেন হয়েছিল হট
কথার ফুলঝুরি নয়তো পরী
পিকচার পছন্দ হয়না তাই
বার বার তা চেঞ্জ করি
কবিতা পছন্দ করেন না তাই
ভেবেছি আপনি খেয়েছেন ছ্যাঁকা
অবশেষে আমিও পেলাম
আপনার দেওয়া Angry emo (
) এর দেখা
৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক কি মন্তব্য পেয়ে ভয় পেলে?
নাকি ঘাবড়িয়ে গেল???
নো ভয়! নো ডর!
আমি নই কারো পর??
ছাতার প্রোপিকটা ভালই!!!
ওটা রেখে দিতে পার ভাই!
ভয় আর দেখাবোনা
থাক তুমি, আমি যাই...
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন:
লেখক কভু পায়না ভয়
সামু এর ভাইয়ে রা যদি পাশে রয়
নিজাম ভাই, কথার ফুলঝুরি জানে
যতই আপনি Angry emo ( (
(
( )
দেন না কেন, মেজাজ দেখিয়ে
সেই emo এর পেছনে থাকে ভালোবাসা লুকিয়ে
৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০৪
কাওসার চৌধুরী বলেছেন: বৃষ্টির দিনের চমৎকার একটি ছড়া। তবে আপনার হয়রানির খবর পড়ে মনটা খারাপ হলো। যাক, একটা সময় ঠিকই দামী গাড়ী হবে, বাড়ি হবে,............ @@
বিঃদ্রঃ একজন ব্যাচেলর ব্লগার এত্তো এত্তো কমেন্ট করলেন কেন, বুঝলাম না!! তাও আবার ছড়া লেখে!!! মানুষ আবুল তাবুল ছড়া লেখে তিনটি কারণে--
পয়লা কারণ, কঠিনতম স্যাকা খেলে!
দ্বিতীয় কারণ, পাগল হলে!!
আর তৃতীয়ত, কাউকে মন থেকে চেয়ে না পেয়ে!!!
আমার তো মনে হয় তৃতীয় কারণটি সবচেয়ে যুক্তিযুক্ত। উনার জন্য সমবেদনা রইলো।
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: আপনি কোথায় ছিলেন কাউসার ভাই ? আপনার মন্তব্য না পেয়ে তো লেখিকা তো ভাবছিল আপনি রাগ করলেন নাকি
হাহা! নিজাম ভাই কে নিয়ে এসব কি বলছেন উনার মেজাজ হট হতে দিয়েন না তাহলে আমাদের বারোটা ছেড়ে তেরোটা বাজতে পারে
আর ছ্যাঁকা খাওয়ার কথা তো বইলেন ই না
৯| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০৭
কাওসার চৌধুরী বলেছেন:
যতই আপনি Angry emo ( (
(
( )
দেন না কেন, মেজাজ দেখিয়ে
সেই emo এর পেছনে থাকে ভালোবাসা লুকিয়ে
অবজেকশন ইওর অনার!!!
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! কাউসার ভাই, আমি নিজাম ভাই এর Angry emo ( (
(
( ) এর পেছনে ব্লগারদের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি
এখন অন্য সবাই কে কি দেখে তা তো জানিনা
তবে হা অন্য সবাই ও একে অপরকে ভালোবাসে তবে তাদের প্রকাশভঙ্গী টা অন্যরকম, কেউ কেউ অনেক সাপোর্ট, পরামর্শ, উৎসাহ আর দিক নির্দেশনা দিয়ে ও ভালোবাসা প্রকাশ করে
১০| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৩
কাওসার চৌধুরী বলেছেন: Click This Link
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! বাহ! আপনি তো গল্প ও লেখেন দারুন। এই প্রথম আপনার লেখা গল্প পড়লাম। এক কথায় চমৎকার।
মোনার মত আমিও মাঝে মাঝে রিকশা ওয়ালাদের সাথে টুকটাক কথা বলি মাঝে মাঝে
১১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৫
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
ছড়া আমিও লেখতে পারি।
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: রোজার দিনে খাবারের কথা আর বইলেন না ভাই
পান্তা ইলিশ অনেক প্রিয়
আজ ইফতারির পর তা খেতে চাই
পান্তা ইলিশ আর পুঁটি নিয়ে
লিখেছেন কি দারুন ছড়া
ছড়ায় ছড়ায় ভরে যাক আমাদের সামু পাড়া
১২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
বন্ধু তোমার সব লেখা
এত কেন বড় হে?
মাঠ ফাঁকা রেখো না
গোল দিয়ে দেব যে!!
বন্ধু তোমার সব লেখা
এত কেন বড় হে?
মাঠ ফাঁকা রেখো না
গোল দিয়ে দেব যে!!
ওরে ব্যাটা রাগিস না
প্রথম পাতায় দেখে যা
সনেট কবি লিখেছে কি
সব লোকে পড়ে তা
৯৪ ওজন নিয়ে
সাজো তুমি হিরো হে?
কত এলো হাতি ঘোড়া,
মোর কাছে জিরো যে।
বুঝি বুঝি সব বুঝি
ব্লগে তোর পাগলামি
মোর পদে ভাগ চাস
হতে চাস তুই আমি??
রাজনীতির ম্যাওপ্যাও
কেন তুমি করো হে??
লাভ নেই, নেই লাভ
ওসব আমি জানি যে?? (ঐ ঘাটের জল অনেক আগেই খেয়েছি)
যে যা বলে, বলে যাক
থামিস না ভাই তুই(লেখালেখি চলুক)
ব্লগে তার সাথি হোক
কানা, খোঁড়া জবা জুঁই...
ভালো থাক, সুখে থাক
দোয়া করি আমি হে,
কোনদিন দেখা হলে
বলিস না তুমি কে???
আমি নাকি গানা ছাড়া
কোন কিছু পারি না!
পাজি গাজী বলে কেন
আমি তাহা জানি না?
মোর কথা বলি আমি
নিজে ফাটাই হাঁড়ি
(আমার সাথে) টক্কর দেবার মত লোক
নেই ব্লগ বাড়ী।।
তা কি তুমি জান ম্যান??
আমার দোলনা নিয়ে বারেবারে
টানাটানি করো ক্যান?
আমি এখন ছড়াকার
দেশ থেকে বহু ফার
তুমি হে কোন ছার?
কিনবো নতুন কার?)!
চাও যদি দোলনা
আমাকে হে বলনা?
লজ্জাবতী না হয়ে
আমার সাথে চল না
কার সাথে তোর ভাব
আমি কি তা জানি না?
হাটে যদি হাঁড়ি ভাঙি
দেখতে সে রানী না।
কত এল রাজা গোজা
হাতি ঘোড়া গেল তল
গাজীর সাথে ভাব করে,
মাপতে চাও মোর জল??
ভুল তুমি করো না
ব্লগে প্রেম করো না।
বলি আমি শোন ভাই
সাবধানে মার নাই.....
সংগৃহিত
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: কি দারুন লাইন গুলো
অনেক মজা পেলাম পড়ে
অফিসে বসে আর একটু হলেই
দিয়েছিলাম হেসে জোরে
১৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৯
কাওসার চৌধুরী বলেছেন: সরি, আপনার ব্লগে ভুলে আসা হয়নি তাই কবিতাটি পড়া হয়নি।
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: আসছেন তো অবশেষে, তাই লেখিকা খুশী
১৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি শ্যাষ হইয়া গেছি রেএএএ!!
মান সম্মান সব শ্যাষ!!!
ওরে ব্যাটা কাউ??
কপিটাও ঠিকমত করতে পারিস না???
ব্লগে আমি মহাবীর
তা কি তুমি জান ম্যান?
আমার দোলনা নিয়ে
টানাটানি করো ক্যান?
কোট টাই পরে তুমি
যত সাজো হিরো!
সব কিছু জানি আমি
আসলে তুমি জিরো!!!!
গানা চলবে???
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: আমার প্রিয় নিজাম আর কাউসার চৌধুরী ভাই
দোলনা নিয়ে টানা টানি করতে তো নাই
নিজাম ভাই, কাউসার ভাইকে বলছেন কেন জিরো
আপনি এবং কাউসার ভাই দুইজন ই তো হিরো
১৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
"কোট টাই পরে তুমি
যত সাজো হিরো!
সব কিছু জানি আমি
আসলে তুমি জিরো!!!! "
পেন্সিল স্কেচ যতই আঁকো
বয়সটা ঠিক বুঝি,
শেষ বয়সের ভীমরতি আর
বুড়ো একটা পাঁজি।।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: "পেন্সিল স্কেচ যতই আঁকো
বয়সটা ঠিক বুঝি,
শেষ বয়সের ভীমরতি আর
বুড়ো একটা পাঁজি "
হাহাহা!
মজা পেলাম কাউসার ভাই, আপনার লেখা ছন্দে
কথার ফুলঝুরির ব্লগ হোক পূর্ণ আপনাদের ছন্দ দন্দে
১৬| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: কোন অফিসে চারকি করেন ??
২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: Temon Valokichu too kopale jutlona vaia akta chotokhato private company
১৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:২৩
কাওসার চৌধুরী বলেছেন: আজ কয়েকবার ব্লগে আসলাম, নতুন লেখা পাই কী না দেখতে। যাতে গত কালকের মতো মিস না হয়।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: নতুন লেখার সাথে দেখা হবে শনিবার
১৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ লিখক??
আপনার নতুন পোস্ট কই??
মায়াবন বিহারিণীহরিণীগহন স্বপন সঞ্চারিণীকেন তারে ধরিবারে করি পণঅকারণমায়াবন বিহারিণী
২৫ শে মে, ২০১৮ ভোর ৪:১০
কথার ফুলঝুরি! বলেছেন: Mondol Vai' Apnar jonno kobita antesi' Saturday te wait
১৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: জানেন আপনাকে আমি সিনিয়ার ব্লগার ভাবতাম
বুঝতে পারি নাই, আপনি নতুন! কারণ আপনি অন্যদের লেখায় ভালো মন্তব্য করতে পারেন।
কাব্য নিয়ে একটা কথাই বলি, আপনি অসাধারণ ছড়াকার হতে পারবেন। কিছু লিখেই দাওয়াত দিবেন, এসে পড়বো।
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:০২
কথার ফুলঝুরি! বলেছেন: Onek Dhonnobad vaia utshaho deoar jonno
Sathe thakben sobsomoy asha Kori
২০| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও লেখক???
আমার আর কাওসার ভাইয়ের ক্যাচাল দেখলে তো সবাই পালাবে??
পুরাতন কোন লেখা রিপোস্ট করতে পারেন।
বি. দ্রঃ ১২নাম্বার কমেন্টের ছড়াগুলো কার লেখা??
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: Haha! Ajke r na' Nijam Vai kalke post dibo' kobita
onekdin deina
apnar too abar kobita valo lagena
12 no a kausar Vai er collected cchora
২১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: নিজাম ভাই ঠিক বলেছেন
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: Haha! But oi kachaler jonnoi kotogulo mojar mojar cchorar srishti Porte darun lage
২২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসারের খবর আছে,
আমার ছড়া দিয়ে হিরোগিরি দেখাচ্ছে কেন???
তার নামে কপিরাইট আইনে মামলা হবে...
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:২২
কথার ফুলঝুরি! বলেছেন: Haha! Mejaj hot koiren na vai uni too likhe diyechen je collected
sudhu nam prokash koren ni kintu apnar cchorar line e bole diyeche je apni Nijam vai
২৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, তাই না?
২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: জি ভাইয়া, বাস্তব অভিজ্ঞতা
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬
বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টির যন্ত্রণাকে খুব মায়া লাগিয়ে প্রকাশ করলেন।
কবিতা ভাল লাগলো।