![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
তোমাকে ছুঁয়ে দেখেছিলাম সেই কবে
তারপর আর পাইনি পরশপাথরের স্পর্শ
আর দেখা মেলেনি চাঁদের
আর ছুয়ে দেখিনি আলো ও !
সেই কবে চাঁদ ছড়িয়েছিল আলো
দেখা দিয়েছিল পূর্ণিমা !
এখন অমাবস্যাই আমার সঙ্গী
ছুটি নিয়েছে জোনাকিরা ও !
তোমাকে আবার একটুখানি ছুয়ে দেখবার আশায়
পাড়ি দিতে পারি সাত সমুদ্র
কোন ভাঙা তরী ভাসিয়ে
সব উথাল পাতাল ঢেউকে মারিয়ে
হব উন্মাতাল !
শুধু তোমার একটু স্পর্শ পাবার আশায়
শুধু আবার একটু ছুয়ে দেখতে চাই তোমায়
চাই একটু স্পর্শ
হাত বাড়ালেই যেন ছুতে পারি তোমায়
চাই এতো কাছে !
চাই হৃদয়ের স্পর্শও
চাই ভালোবাসার সুখের অনুভূতি
দূরত্ব যে তোমাকে নিয়েছে কেড়ে
কত দূরে তুমি, কত দূরে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @অনেক সুন্দর প্রিয় কবি-- ভালো লাগলো জেনে
@শুভেচ্ছা জানবেন-- আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা, শুভ্র বিকেল ভাইয়া ।
আপনার নাম দেখে মনে পড়লো, বহুদিন বিকেল দেখিনা ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতার পোস্টে আমি মন্তব্য করি না। আজ এক বন্ধুর বিয়ে হল, সেটা জানাতে কমেন্ট করলুম।
পোস্টে মাইনাস -----
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার পোস্টে আমি মন্তব্য করি না। আজ এক বন্ধুর বিয়ে হল, সেটা জানাতে কমেন্ট করলুম। -- যাক, বন্ধুর বিয়ের উসিলায় তাও আপনাকে পাওয়া গেল পোস্টে
আপনার বন্ধুকে আজকের দিনে বিয়ে করার জন্য ধন্যবাদ
পোস্টে মাইনাস ------- আমিও দিলাম মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মোঃ হোসাইন খাঁন বলেছেন: বাহ! কবিতায় মুগ্ধ । জম্পস হইছে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ! কবিতায় মুগ্ধ । জম্পস হইছে -- হিহি খুশী ও অনুপ্রানিত হলাম জেনে
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার নামের সাথে কবিতারঝুরি মিল আছে। বেশ চমতকার কথার মালা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার নামের সাথে কবিতারঝুরি মিল আছে-- হাহা ! তাই নাকি ভাইয়া
@বেশ চমতকার কথার মালা--- আমার কবিতার কথামালা ভাইয়ার কাছে ভালো লেগেছে জেনে খুশী হলাম সাথে অনুপ্রাণিত
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আউট অব সাইট আউট অব মাইন্ড- এটা তার ক্ষেত্রে ঘটে গেছে।
কবিতা দারুণ হয়েছে।
এই গানটা শুনুন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: @আউট অব সাইট আউট অব মাইন্ড- এটা তার ক্ষেত্রে ঘটে গেছে।--- হাহা ! আর আমি আউট অফ ওয়ার্ল্ড
@কবিতা দারুণ হয়েছে-- জেনে খুব ভালো লাগলো ভাইয়া । আপনাদের ভালোলাগাই যে আমার জন্য অনুপ্রেরণা ।
@এই গানটা শুনুন।-- শুনলাম হুম, অনেক দূরে
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কাব্য কথার ফুলঝুরি।
স্পর্শের মুগ্ধতায় আমিও মুগ্ধ । ++
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ছোটোবোনকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: @স্পর্শের মুগ্ধতায় আমিও মুগ্ধ । ++ -- ওয়াও ভাইয়া, প্লাস
ভাইয়ার কাছে কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম তবে যেদিন আমার লেখা গল্পে ভাইয়ার কাছে থেকে প্লাস পাব সেদিন হবো ডাবল খুশী
ভাইয়ার জন্যও ভালোবাসা ও শুভেচ্ছা ছোট বোনের পক্ষ থেকে ।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।
গল্পে আমার বোন খুব দ্রুত উন্নতি করবে বলে আমি ডিটারমাইন্ড। তবে আমি আশাবাদী আমার বোন আমাকে একটি সারপ্রাইজ দেবে। ♥♥♥♥♥
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা স্নেহের বোনকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
কথার ফুলঝুরি! বলেছেন: আমিতো গল্প লেখার হাল ছেড়েই দিয়েছিলাম ভাইয়া কিন্তু আপনাদের উৎসাহ বরাবরই আমাকে প্রেরণা যোগায় ।
@গল্পে আমার বোন খুব দ্রুত উন্নতি করবে বলে আমি ডিটারমাইন্ড। তবে আমি আশাবাদী আমার বোন আমাকে একটি সারপ্রাইজ দেবে। ♥♥♥♥♥ -- আপনার উৎসাহকে পাশে নিয়ে চেষ্টা চালিয়ে যাবো ভাইয়া । জানিনা কতদূর পারবো তবে চেষ্টা করবো অবশ্যই ভাইয়ার কাছে থেকে গল্পে প্লাস পেতে
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সনেট কবি বলেছেন: কবিতায় মুগ্ধ ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় মুগ্ধ-- তাই বুঝি প্রিয় সনেট কবি আপনার মুগ্ধতা আমার জন্য অনেক বেশী অনুপ্রেরণা !
ধন্যবাদ ও শুভকামনা প্রিয় কবির জন্য ।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা +
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: ভালোলাগা +--- ওয়াও, প্লাস ধন্যবাদ তারেক ফাহিম ভাইয়া ।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: বেশ।
আজ আমি একটা কবিতা লিখব।
সারাদিন ভেবে কবিতার নাম ঠিক করলাম- আমার স্কাচ্ এর বোতল টা কই ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
কথার ফুলঝুরি! বলেছেন: @আজ আমি একটা কবিতা লিখব-- আপনি কবিতাও খুব ভালো লিখেন ভাইয়া, সত্যি বলছি । দু একবার আমার পোস্ট এর মন্তব্যে আপনার লেখা কয়েকটা লাইন পেয়েছিলাম, খুব সুন্দর ।
@সারাদিন ভেবে কবিতার নাম ঠিক করলাম- আমার স্কাচ্ এর বোতল টা কই ?--- হাহা আপনার লেখা পড়ে তো আপনাকে ভালো রোম্যান্টিক বলেই মনে হয় কিন্তু কবিতার নাম এমন কাট খোট্টা কেন
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো হয়েছে-- কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো সুমন ভাইয়া । আপনাদের ভালোলাগাই যে আমার লেখার অনুপ্রেরণা ।
ধন্যবাদ ও শুভকামনা ভাইয়ার জন্য ।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩
সূর্যালোক । বলেছেন: অনেক ভাল লিখেন । আমি ব্লগে আসলাম । নতুন ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: @অনেক ভাল লিখেন -- জ্বী, ধন্যবাদ
@আমি ব্লগে আসলাম । নতুন-- সামুতে স্বাগতম আপনাকে ভাপু । আমিও খুব বেশী পুরনো নই। একদিন সময় করে যাবো আপনার ব্লগ বাড়ী, আপনার লেখা পড়তে।
শুভকামনা রইলো আপনার জন্য ।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: একটু ছুঁইব বলে
কত পথ আমি হেঁটে এসেছি
তোমার গায়ের গন্ধে
তারপর আমি ফিরে গিয়েছি
ভালবাসার দ্বন্দ্বে!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: @একটু ছুঁইব বলে
কত পথ আমি হেঁটে এসেছি
তোমার গায়ের গন্ধে
তারপর আমি ফিরে গিয়েছি
ভালবাসার দ্বন্দ্বে!-- হাহা ভালোবাসায় কোন দ্বন্দ্ব থাকতে নেই তবে দন্ড থাকলে মন্দ নয়
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
মন্তব্যে কথার ফুলঝুরি ছড়াতে চাইনে। শুধু বলি, কবিতার শেষের লাইনটির সাথে মিলিয়ে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর দেয়া জগন্ময় মিত্রের " তুমি আজ কতো দূরে .." গানটিই উপযুক্ত মন্তব্যের জন্যে ।
স্পর্শের লাগি কেন এতো হাহাকার ?
যে যাবার, সে-ই তো যাবার .................
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার শেষের লাইনটির সাথে মিলিয়ে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর দেয়া জগন্ময় মিত্রের " তুমি আজ কতো দূরে .." গানটিই উপযুক্ত মন্তব্যের জন্যে । --- দূরত্ব সুন্দর না হলেও গানটি খুব সুন্দর ।
@স্পর্শের লাগি কেন এতো হাহাকার ?-- আর কিছু তো নয়, পরশপাথরের স্পর্শ বলে কথা, হাহাকার তো হবেই ।
@যে যাবার, সে-ই তো যাবার .................-- কিন্তু যেতে নাহি দিতে চাই । চলে গেলেই কি যাওয়া হয় ? হৃদয় মাঝে তো থেকেই যায়, নীরবে ।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকবার মন্তব্যে ফিরে এলাম শুধু বরকত উল্লাহ ভাইয়ের জন্য। তাঁর এ ক্ষুদ্র ইন্সট্যান্ট পোয়েমটির সাবলীলতা, গভীরতা, বাঙ্ময়তা ও করুণতা আমার মন স্পর্শ করেছে।
একটু ছুঁইব বলে
কত পথ আমি হেঁটে এসেছি
তোমার গায়ের গন্ধে
তারপর আমি ফিরে গিয়েছি
ভালবাসার দ্বন্দ্বে!
বি এম বরকত উল্লাহ সামহোয়্যারইন ব্লগের গর্ব, এবং আমি তাঁর ছড়ার একজন একনিষ্ঠ ভক্ত ও অনুসারী।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: @তাঁর এ ক্ষুদ্র ইন্সট্যান্ট পোয়েমটির সাবলীলতা, গভীরতা, বাঙ্ময়তা ও করুণতা আমার মন স্পর্শ করেছে। -- আমার কাছেও অনেক ভালো লেগেছে।
@বি এম বরকত উল্লাহ সামহোয়্যারইন ব্লগের গর্ব, এবং আমি তাঁর ছড়ার একজন একনিষ্ঠ ভক্ত ও অনুসারী।-- ঠিক বলেছেন ভাইয়া। ছড়াতে তিনি অনন্য ।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?"..... কবি নির্মলেন্দু গুণ
আপু, কবিটা খুব ভাল লেগেছে; শুভ রাত্রি ৷
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতাটি আমার অনেক অনেক পছন্দের ভাইয়া । অনেক ভালো লাগে আমার কাছে প্রতিটি লাইন। একদম যেন আমার মনের কথা । ধন্যবাদ ভাইয়া, প্রিয় কবিতাটি মন্তব্বে দেওয়ার জন্য।
আমি বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন শুধু বলুক আমি আছি, আমি থাকবো ।
আমার লেখা ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রাণিত হলাম প্রিয় কাওসার ভাইয়া ।
আপনাকে আজকের রাতের জন্য শুভরাত্রি (আপনি আমাকে গতকাল রাতে মন্তব্য করেছিলেন আর আমি আজ রাতে প্রতিউত্তর করলাম)
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: আমার একটা পাখি আছে/ যা দেই সে খায়/ কিছুতেই মরে না পাখি/ জলে মারা যায় ...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @আমার একটা পাখি আছে/ যা দেই সে খায়/ কিছুতেই মরে না পাখি/ জলে মারা যায় ... -- খাঁচায় পাখি পোষা আমার কাছে একদম ভালো লাগেনা ভাইয়া । পাখিরা উড়বে, ওদের কেন আমরা খাঁচায় বন্দী করে রাখবো শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য । খাঁচার ভেতরে একটি পাখি উড়তে না পেরে ওইটুকু একটি জায়গার মধ্যে ছটফট করছে দেখলেই কেমন লাগে বুকের ভিতর । যারা পাখি পোষে তাদেরকে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে করে "আপনাকেও যদি ওমন একটি খাঁচার ভেতরে পোষা হয় তাহলে কেমন লাগবে আপনার"
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
সামিয়া বলেছেন: কখনো কখনো ছুয়ে দেখা দূর সে আছে এটুকুই বিরাট শান্তনা।
ভালোলাগা + +
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ কখনো কখনো ছুয়ে দেখা দূর সে আছে এটুকুই বিরাট শান্তনা। -- আপু দেখি আমার মনের কথা বললেন । শুধু যে সান্ত্বনা না আপু, সে আছে, সে আমার আছে এই অনুভূতি টুকু যেন পৃথিবীর সব থেকে বড় সুখের অনুভূতি ।
@ভালোলাগা + +-- ধন্যবাদ সামিয়া আপু
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
আমার প্রিয় কবিতা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: @ এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
আমার প্রিয় কবিতা।-- কবিতাটি আমারও অনেক পছন্দের, ভাইয়া ।
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ সুন্দর।+-- ওয়াও ! প্লাস ধন্যবাদ ভাইয়া প্লাস জানিয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য ।
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
রাকু হাসান বলেছেন: হ সব টা তো ঠিকই ছিলো ,ভাল লাগেতেছিলো কিন্তু শেষ দুই লাইনে সব শেষ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ হ সব টা তো ঠিকই ছিলো ,ভাল লাগেতেছিলো কিন্তু শেষ দুই লাইনে সব শেষ
-- হাহা ! ওই দুই লাইন এর জন্যইতো এতো কথা
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা ভালো হয়েছে++++ -- তাই নাকি নাতী
সাথে আবার প্লাস
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
নীল আকাশ বলেছেন: আপনার কবিতা পড়ে আমারো লিখতে ইচ্ছে করছে -
ভালোবাসার মানুষ সে নয়,
যাকে তুমি চেনো দীর্ঘ সময় ধরে
কিংবা ……………
যে তোমার জীবনে প্রথম এসেছিলো?
অথবা……………
যে তোমার খেয়াল রেখেছিল সবচেয়ে বেশি।
ভালোবাসার মানুষ হল সে,
যে তোমায় ছেড়ে কখনো যাবে না,
যে এসেছিলো, সুখে কিংবা দু:খে
আছে এবং থাকবে, সারাজীবন
ভালোবেসে তোমারই আশে পাশে ।
সুন্দর একটা কবিতার জন্য সুন্দর একটা অভিনন্দন। শুভ কামনা রইল ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: যাক, আমার কবিতা পড়ার পর লেখা,আপনার ইনস্ট্যান্ট কবিতা খারাপ হয়নি ভাইয়া ।
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া ।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: শুধু ভালবাসা পেলেই হয় না, ম্পর্শ আর সান্নিধ্য না পেলে মনকে বোঝানো বড় কঠিন।
কবিতা ভাল লেগেছে।
সময় পেলে লেখাটি দেখে আসবেন confidence
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা ভাল লেগেছে-- জেনে ভালো লাগলো মোস্তফা সোহেল ভাইয়া
আপনার লেখায় আমাকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো ভাইয়ার জন্য
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার প্রতি আমি দুর্বল। ভালো লাগেনি, এমন কবিতা খুব কম পড়েছি।
মুগ্ধতা ++
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার প্রতি আমি দুর্বল-- আমিও যে, জুনায়েদ ভাইয়া ।
@মুগ্ধতা ++ --- আপনার মুগ্ধতা সাথে প্লাস আমার জন্য অনুপ্রেরনা
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
লায়নহার্ট বলেছেন: {আধুনিক কবিরা কবিতায় ছন্দ মিল পছন্দ করেন না বোধহয়! গতানুগতিক এবং সুন্দর একটি কবিতা}
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: @আধুনিক কবিরা কবিতায় ছন্দ মিল পছন্দ করেন না বোধহয়-- অন্যদের কথা জানিনা তবে আমার কাছে ছন্দমিল ভালো লাগে । আমার আগের কবিতা গুলোতে ছন্দমিল আছে ।
@গতানুগতিক এবং সুন্দর একটি কবিতা- কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো লায়নহার্ট ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।