![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ভয়ানক এক অন্ধকার ছড়িয়েছে আমার পৃথিবীজুড়ে
করেছে গ্রাস সমস্ত আলোর স্বত্ব
খুন হয়েছে সব আনন্দ আর খুশী
অনুভূতিরাও নিয়েছে মেনে বন্দীত্ব ।
পুড়েছে স্বপ্ন আর আশা
পাথর হয়েছে ভালোবাসা ।
আমার পৃথিবী এখন অন্ধকারের রাজত্ব
দাসী আমি, হারিয়েছি সর্বস্ব
হয়েছি পাপী, হয়েছি নিঃস্ব ।
আমি নির্বাক আমি নিশ্চুপ
আমি পরাজিত এই প্রাণে
অন্ধকারের দাসত্ব নিয়েছি মেনে !
শুনতে কি পাও
এক বেদনাকাতর ক্ষত বিক্ষত হৃদয়ের হাহাকার
এক পরাজিত সৈনিকের চিৎকার
আলো চাই অনেক আলো
এত আলো যে চোখ ঝলসে যাবে ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার কি বিয়ে হয়ে গিয়েছে????--- হা হা হা ! না হয়নি
আর হবে বলেও মনে হয়না
কারন সবাই আমাকে এত বেশী ভালোবাসে যে তাদের ধারনা আমার বিয়ে হয়ে গেলে আমি তাদেরকে ভুলে যাবো আর তা ভেবে তারা স্যাড হয়
তবে বিষয়টি একদমই সত্যি যদি আমার বিশেষ কবির সাথে আমার বিয়ে হয়
@পোস্টে মাইনাচ-- এতদিন পর একটা পোস্ট দিলাম কই প্লাস দিবে, তা না মাইনাস
(আমার নিজু ভাই এর জন্য কিন্তু কবি পাত্রী খোঁজা জারি আছে এখনও )
২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
সনেট কবি বলেছেন: যদি পাই তবে আপনাকে না হয় একটু দিয়ে যাব।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: @যদি পাই তবে আপনাকে না হয় একটু দিয়ে যাব--- হা হা ! আপনিতো আলো ছড়িয়েই যাচ্ছেন কবি আমাদের মাঝে, ইসলামের আলো । আর সেই আলো হলে দুনিয়াতে কারও অন্য কোন আলোর দরকার নেই । দোয়া করবেন আমি যেন ইসলামের আলোয় আলোকিত হতে পারি ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কই থেকে মাঝেমধ্যে আবিষ্কার হোন!
ভাল আছেন তো?
আপনার শুনতে কি পাও এ এসে আমি হারিয়ে গেছিলাম শুনতে কি পাও এ গান আমার, ওওওওও এ গান আমার..
এর মধ্যে।
কবিতায় প্লাস+++
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১
কথার ফুলঝুরি! বলেছেন: @কই থেকে মাঝেমধ্যে আবিষ্কার হোন!
ভাল আছেন তো? -- হাহা ! মাঝে মধ্যে শামুকের মত খোলসের ভেতর ঢুকে থাকা ভালো তাতে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে
@আপনার শুনতে কি পাও এ এসে আমি হারিয়ে গেছিলাম শুনতে কি পাও এ গান আমার, ওওওওও এ গান আমার..
এর মধ্যে। -- হুম সুন্দর গান ।
@কবিতায় প্লাস+++-- ধন্যবাদ তাজুল ভাইয়া ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: আলো আসবেই।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
কথার ফুলঝুরি! বলেছেন: @আলো আসবেই-- ইনশাআল্লাহ
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
পদাতিক চৌধুরি বলেছেন: আমি তো তো সত্যিই নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে ভাবছিলাম যে আমার বোনটির অন্য কিছু হয়ে গেল কি না। তবে হয়ে গেলে বেশ ভালোই হয় । হা হা হা।
বাপরে বাপ!! এ কবিতা তো অন্য কথা বলছে । এসব অন্ধকরের দাসত্ব মানে তো বোঝাচ্ছে জীবনের মোড় তাহলে অন্য দিকে বাঁক নিয়েছে ? আমি বরং বলব ওসব দাসত্ব তাসত্য নয় এখন থেকে শুরু হলো আলোকের রাজত্ব ........
শুভ কামনা ও ভালোবাসা রইলো।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ আমি তো সত্যিই নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে ভাবছিলাম যে আমার বোনটির অন্য কিছু হয়ে গেল কি না। তবে হয়ে গেলে বেশ ভালোই হয় । হা হা হা।
--- হা হা ! সেই অন্যকিছু হলে সবার আগে আমার ভাইটিকে খবর দিব তবে তার আশায় না থাকাই ভালো
@বাপরে বাপ!! এ কবিতা তো অন্য কথা বলছে । এসব অন্ধকরের দাসত্ব মানে তো বোঝাচ্ছে জীবনের মোড় তাহলে অন্য দিকে বাঁক নিয়েছে ? আমি বরং বলব ওসব দাসত্ব তাসত্য নয় এখন থেকে শুরু হলো আলোকের রাজত্ব ........-- জীবন চলার পথ কখন যে কোনদিকে বাক নেয় তা বোঝা মুশকিল, ভাইয়া । তবে যখন যেভাবে যেদিকেই বাক নিক গন্তব্য ওই একটাই, পরকাল । তাই এত ভাবাভাবি বাদ দিয়ে সেই চিন্তা করাই ভালো ।
@শুভ কামনা ও ভালোবাসা রইলো।-- প্রিয় ভাইয়াটির জন্যও শুভকামনা ।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বোনডি@ অন্ধকারে হাবুডুবু খাইতাছে আর আমি নিজু ভাইয়ের মতো কি না কি ভাবতেছি।
বাই দা রাস্তা, আলোর আগমনে সব অন্ধকার পালিয়ে যাক। জয় আসুক। - এই কামনা।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: @বোনডি@ অন্ধকারে হাবুডুবু খাইতাছে আর আমি নিজু ভাইয়ের মতো কি না কি ভাবতেছি।-- হা হা হা ! সব দেখি আমাকে নিয়ে একই কথা ভেবেছে তবে ওইরকম কিছু না । মাঝে মাঝে কোন কিছুই ভাল্লাগেনা, তাই আর কি ডুব মেরেছিলাম
@বাই দা রাস্তা, আলোর আগমনে সব অন্ধকার পালিয়ে যাক। জয় আসুক। - এই কামনা।-- এই মুহূর্তে খুব প্রিয় এই গানটি মনে পড়লো, ভাইডি, "আলো আলো আমি কখনো খুজে পাবো না । চাঁদের আলো তুমি কখনো আমার হবেনা "
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
মাহমুদুর রহমান বলেছেন: কষ্ট পেতে পেতে মানুষের হৃদয় একসময় পাথরে রুপান্তরিত হয়,তখন কোন কষ্টই আর কষ্ট মনে হয় না।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কষ্ট পেতে পেতে মানুষের হৃদয় একসময় পাথরে রুপান্তরিত হয়,তখন কোন কষ্টই আর কষ্ট মনে হয় না।-- হা হা হা ! তাই বুঝি । কষ্টের কথা বাদ দিলাম, তবে মানুষের জীবনে বিভিন্ন সময়ে অনেক ধরনের পরিস্থিতি আসে তখন ধৈর্য নিয়ে তা ফেস করতে হয় । বিপদ বলেন আর কষ্ট বলেন ধৈর্য ধরলে আর আল্লাহ কে ডাকলে তিনি সব ঠিক করে দেন ।
আমার কেন জানি, কারও প্রেম ঘটিত কোন কষ্টের কথা শুনলে হাসি পায়
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১
এস এম ইসমাঈল বলেছেন: ফিরে আসুক আলো।মুছে যাক বন্দীত্ব। শুরু হোক নতুন আলোকিত দিনের, হে কবি। বিয়ের কথা শুনলাম? বিয়ে করলেই কিনতু খেলা শেষ। কাজেই সাবধান.
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: @ফিরে আসুক আলো।মুছে যাক বন্দীত্ব। শুরু হোক নতুন আলোকিত দিনের, হে কবি-- আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ইসমাঈল ভাইয়া ।
@বিয়ের কথা শুনলাম? বিয়ে করলেই কিনতু খেলা শেষ। কাজেই সাবধান.--- ঈশ, মাত্র ১৩ টা দিন ব্লগে আসিনি তাতেই সব ভেবেছে আমি খতম দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হবে আর না খেলেও তাই
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
হাবিব বলেছেন:
কারন সবাই আমাকে এত বেশী ভালোবাসে যে তাদের ধারনা আমার বিয়ে হয়ে গেলে আমি তাদেরকে ভুলে যাবো আর তা ভেবে তারা স্যাড হয় ( তবে বিষয়টি একদমই সত্যি যদি আমার বিশেষ কবির সাথে আমার বিয়ে হয়
হাহাহা...................
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @ সবাই আমাকে এত বেশী ভালোবাসে যে তাদের ধারনা আমার বিয়ে হয়ে গেলে আমি তাদেরকে ভুলে যাবো আর তা ভেবে তারা স্যাড হয় ( তবে বিষয়টি একদমই সত্যি যদি আমার বিশেষ কবির সাথে আমার বিয়ে হয়
হাহাহা..................--- হা হা হা ! কথা কিন্তু একদম সত্যি, হাবিব স্যার
আমার আসে পাশের মানুষজন চিনে এক পাগলী কে
১০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০
এস এম ইসমাঈল বলেছেন: অর্গল মুক্ত হোক ছন্দ তোমার হে কবি
রঙের বাঁধন ভেঙ্গে জীবন্ত হোক সব ছবি।।
হে নতুন দিনের দার্শনিক তোমার কাছেই করলাম অর্পন
তোমার চিন্তা আর মননেই হোক আলোকিত নব জীবনের উদ্বোধন।।
হে সমাজ পতি! নেতা তুমি সম্মানিত, কল্যাণ আসুক হাত ধরে তোমার
ফিরে আসুক কাকবন্ধ্যা এ সমাজে সুখ শান্তির জোয়ার।।
রাজনীতির ওগো মহান কাণ্ডারী!
জনম দুঃখিনী বাংলা মায়ের নও কি সন্তান তুমি?
মাকে আর কত দেবে কষ্ট?
এবার ফিরে এসো তুমি।।
অফুরন্ত শক্তির আধার, হে প্রাণ চঞ্চল তারুন্য
সর্বনেশে নেশার আঁধারে হারিয়ে যেও নাকো তুমি,
তোমার দিকেই তাকিয়ে আছে বিশ্ব, আর প্রিয় জন্মভূমি
পরের কথা না হয় ভেবো পরে, আগে বাঁচো তুমি।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ কি চমৎকার ! মন্তব্ব্যে দারুন কবিতা
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: যেখানেই যেমন থাকেন, ভালো থাকেন
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: @যেখানেই যেমন থাকেন, ভালো থাকেন-- ছোট ভাইটির জন্য অনেক ভালোবাসা এত মনে কর বলেইতো তোমাদের ছেড়ে থাকতে পারিনা
তবে কেউ যেন ছেড়ে না যায় একেবারে, এই কামনা । ভালোবাসা, ভালোলাগা ও পছন্দের মানুষগুলোকে ছেড়ে থাকা অনেক কষ্টের
১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
হয়ত তোমারই জন্য বলেছেন: কথার ফুলঝুরি! ভিইয়্যু ছাতা মাথায় দিয়ে আর কতদিন থাকবেন ,সামনে নির্বাচন দেশ এখন গরম নির্বাচন নিয়ে একটু কথার ফুলঝুরি ফোটান তো দেখি ৷
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরি! ভিইয়্যু ছাতা মাথায় দিয়ে আর কতদিন থাকবেন -- হাহা ! যতদিন বৃষ্টি পরবে ততদিন থাকবো বৃষ্টি আমার অনেক পছন্দ
@সামনে নির্বাচন দেশ এখন গরম নির্বাচন নিয়ে একটু কথার ফুলঝুরি ফোটান তো দেখি-- চাইলেই তো আর কথার ফুলঝুরি ফোটানো যায়না ভাইয়া । তার জন্য যে মন ভালো থাকা চাই তবে নির্বাচনের সময় সবার কথা একটু বেশী ফুটে বৈকি, কিন্তু আমার সেই সম্ভাবনা একেবারেই নেই । কারন এসব আমার ভালোই লাগেনা
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসম্ভব সুন্দর একটি পোষ্ট। কেমন আছেন আপুনি?
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ফারিহা আপু ।
@কেমন আছেন আপুনি?[/sb --- আলহামদুলিল্লাহ ভালো আছি আপু । আশা করি আমার ছোট আপুটিও ভালো আছে !
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
নীল আকাশ বলেছেন: কি ব্যাপার, কোন কথা বার্তা ছাড়া এত বড় বিরহের কবিতা? তাও আবার বিরহের ডোবা না পুস্কুনিতে ডুবিয়ে এনেছেন? এত বিরহ নিয়ে রাতে ঘুম হয় ঠিক মত?
বিয়ে হলে খবর দিবেন, আমি কিন্তু কলা গাছের চারা অর্ডার দিয়ে রেখেছি।
শুভ কামনা রইল!
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কি ব্যাপার, কোন কথা বার্তা ছাড়া এত বড় বিরহের কবিতা? তাও আবার বিরহের ডোবা না পুস্কুনিতে ডুবিয়ে এনেছেন? এত বিরহ নিয়ে রাতে ঘুম হয় ঠিক মত? -- হাহা ! বিরহ ছাড়া কবি ও কবিতা কোনটাই তো হয়না
বিরহের পুস্কুনি না ভাইয়া, এক সাগর পরিমান বিরহ ।
@বিয়ে হলে খবর দিবেন, আমি কিন্তু কলা গাছের চারা অর্ডার দিয়ে রেখেছি
--- হাহা ! শেষ পর্যন্ত এখানেও বিয়ে এখন তো ভাবছি গাছের উপর পা ঝুলিয়ে না বসে সেই গাছ কেটে ভেলা বানিয়ে নিরুদ্দেশ হয়ে যাবো ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার কি বিয়ে হয়ে গিয়েছে????
পোস্টে মাইনাচ