![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আমরা যারা চাকুরী করি, অফিসে তাদের প্রায়ই কিছু কমন বিষয় থাকে । কিছু আনন্দের, কিছু মজার, কিছু বিরক্তির, কিছু রাগের, এমন আরও অনেক কিছু আছে যেগুলো আমার মতো চাকুরীজীবীদের প্রতিদিনের সঙ্গী । এমন কিছু বিষয় নিয়ে একটি ছবি ব্লগ
১ । যখন আপনি অফিসে লেট এসে চুপি চুপি চোরের মত ভেতরে ঢুকতে থাকেন আর বসের কাছে খান ধরা
২। শুক্রবার সারাদিন বাসায় আরাম করার পর শনিবারের অবস্থা
৩। যখন শোনেন যে আজকে বেতন দিবে
৪। যখন আপনার সহকর্মী বলে যে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে
৫। যখন শোনেন যে আজ অনেক কাজ আছে এবং অফিস ছুটি হতে দু এক ঘণ্টা লেট
৬। আর যাই হোক অফিসে অন্তত কানাঘুষা নয়
৭। দুপুরের খাবার খাওয়ার পর
৮। যখন অফিস ছুটি হতে আর মাত্র ১০ মিনিট বাকী আপনি কাজ গুছিয়ে নিচ্ছেন আর ঠিক তখনই সারাদিন পর এমন একটা হাসি নিয়ে আপনার কাজের খোঁজ নিতে বস এসে হাজির
৯। যখন বস আপনার কাজের প্রশংসা করেন
১০। অন্য একজনের কাজ যখন আপনার ঘাড়ে এসে পরে
১১। সবশেষে বস যত খারুস হোক থাকুক যতই স্ট্রেস
আপনার কর্মক্ষেত্রও হতে পারে এক আনন্দের জায়গা যদি সেখানে থাকে বন্ধুর মত আপন, ভালো মন মানসিকতা সম্পন্ন আর মজার কিছু মানুষ
একটা ফুলঝুরি টিপস । নিয়ম করে অবশ্যই দাত মাজবেন তা না হলে কিন্তু বুড়ো বয়সে দাতের অবস্থা এমন হয়ে যাবে
(ফটো ক্রেডিট ঃ গুগল চাচ্চু )
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: @অফিস আর ভাল্লাগে না (-- আমারও তাই
কিন্তু আমার যে বাসায় ও ভালো লাগেনা
@পোষ্টে মাইনাস-- আমিও দিয়ে দিলাম একটা মাইনাস এখন মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
ভুয়া মফিজ বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: ওহে ভুয়া ভাইয়া, পোস্টের একটা কথাও কিন্তু ভুয়া না
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন:
এই নিন ভাইয়া, একটা কোক খান
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বস ভাল হলে অফিস করে আরাম।
যেমন আমি , আপনি অফিসের ফাঁকে ব্লগিং করতে পারছি । হা.হা.হা........।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: @বস ভাল হলে অফিস করে আরাম।
যেমন আমি , আপনি অফিসের ফাঁকে ব্লগিং করতে পারছি । হা.হা.হা.......-- কে বলেছে বস ভালো সারাক্ষণ সি সি ক্যামেরার সামনে বসে থাকে
তবে আমি যা বা যাকে ভালোবাসবো তা থেকে আমাকে দূরে রাখবে সাধ্য কার
এবার বুঝুন তাহলে কত ভালোবাসি ব্লগকে যে চাকরী যাওয়ার ভয় না করে ফাঁকিবাজি করে ব্লগীং করছি
হা হা
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
নীল আকাশ বলেছেন: পড়ে মজা পেলাম। ৪ নাম্বারের ছবির মতো সহকর্মী পেলে একেবারে মন্দ হতো বা
অফিসে বেশ আরামেই আছেন বুঝা যাচ্ছে.....
ভাল থাকুন আর শুভ কামনা রইল!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @৪ নাম্বারের ছবির মতো সহকর্মী পেলে একেবারে মন্দ হতো বা --- আচ্ছা, এই কথা । তাইনা ? বাসায় জানেতো
@অফিসে বেশ আরামেই আছেন বুঝা যাচ্ছে--- হা হা হা ! তা একটু আছি বৈকি ১১ নং টাই তার প্রমান
আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
হাবিব বলেছেন: এইযে দাড়ান , মজা দেখাচ্ছি .....। এখানে ফাঁকিবাজি শিখানো হচ্ছে, না......?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @এইযে দাড়ান , মজা দেখাচ্ছি .....। এখানে ফাঁকিবাজি শিখানো হচ্ছে, না......?-- এই যা, অফিসে কাজ বাদ দিয়ে ফাঁকিবাজি করতে গিয়ে স্যার এর কাছে ধরা পরে গেলাম দেখছি
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
কিরমানী লিটন বলেছেন: আহা- চাকুরী, হায় কামলা..।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @আহা- চাকুরী, হায় কামলা..।- হ্যাঁ ভাইয়া, ব্রেক আপ হলেও এত কষ্ট লাগেনা যতখানি কষ্ট লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যেতে
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, ১০ নং ছবিটা কিন্তু আমার। টপ সিক্রেট! কেউ যেন না জানে।
শুভকামনা প্রিয় বোনকে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ হা হা, ১০ নং ছবিটা কিন্তু আমার। টপ সিক্রেট! কেউ যেন না জানে। -- পদাতিক ভাইয়া, আপনি মনে হয় সত্যিই আমার ভাই আপনার বোনেরও যে একই অবস্থা ভাইয়া
তবে এটাও কিন্তু টপ সিক্রেট, ওকে
প্রিয় ভাইয়ার জন্যও ছোট বোনের পক্ষ থেকে ভালোবাসা, শুভকামনা ও ফুলঝুরি শুভেচ্ছা
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মিথী_মারজান বলেছেন: হাহাহা।
খুব মজা করে আসল ব্যাপারগুলোই কিন্তু তুলে ধরেছেন ফুলঝুরি।
ঠিক এমনটাই কিন্তু হতো যখন অফিস করতাম।
আর ভালো অফিস কলিগ পাওয়ার সত্যিই কোন তুলনা হয়না।
আমাদের অফিসটা ছিল শেষ থেকে দুই আর তিন নম্বর ছবির মত আনন্দের।
সেখানে আনরা কয়েকজন কলিগ ছিলাম প্রায় সমবয়সী।অফিসিয়াল সম্পর্ককে পাশ কাটিয়ে কখন যে বন্ধু হয়ে গিয়েছিলাম আমরা কে জানে!
জব ছেড়েছি ছয় বছর হয়ে গেছে তারপরও আমরা সেই সময়টাকে এবং একে অপরকে এখনো মিস্ করি।
খানিকটা নষ্টালজিক হয়ে গেলাম ফুলঝুরি।
ভালোবাসা রইল আপনার জন্য।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০
কথার ফুলঝুরি! বলেছেন:
@খুব মজা করে আসল ব্যাপারগুলোই কিন্তু তুলে ধরেছেন ফুলঝুরি।-- হা হা হা ! হ্যাঁ, মিথী_মারজান আপু, আমি নিজেও যে চাকুরীজীবী তাই অভিজ্ঞতা ত্থেকেই লেখা
@ঠিক এমনটাই কিন্তু হতো যখন অফিস করতাম।
আর ভালো অফিস কলিগ পাওয়ার সত্যিই কোন তুলনা হয়না।
আমাদের অফিসটা ছিল শেষ থেকে দুই আর তিন নম্বর ছবির মত আনন্দের।
সেখানে আনরা কয়েকজন কলিগ ছিলাম প্রায় সমবয়সী।অফিসিয়াল সম্পর্ককে পাশ কাটিয়ে কখন যে বন্ধু হয়ে গিয়েছিলাম আমরা কে জানে!--- আমারও যে সেম, আপু,। আমার কলিগগুলোও অনেক অনেক ভালো আর আমার অফিসও অনেক আনন্দের শুধুমাত্র আমার কলিগদের জন্য আমার দুইটা ছোটবোনের মত, বন্ধুর মত কলিগ আছে । অনেক ভালোবাসে আমাকে, আমি না গেলে মিস ইউ, লাভ ইউ আরও কত কি লিখে চিরকুট লিখে রাখে, মন খারাপ থাকলে কিভাবে ভালো করবে আমাকে হাসাবে সেই ফন্দি করে, আমরা লাঞ্চ শেয়ার করি, এমন আরও অনেক কিছু এই দুইজন সহ আরও কিছু কলিগদের নিয়ে আমার কর্মক্ষেত্র অনেক আনন্দের
@জব ছেড়েছি ছয় বছর হয়ে গেছে তারপরও আমরা সেই সময়টাকে এবং একে অপরকে এখনো মিস্ করি।
খানিকটা নষ্টালজিক হয়ে গেলাম ফুলঝুরি--- আপনার অফিসের গল্প জেনে আমারও অনেক ভালো লাগলো আপু
আপনার জন্য ও রইলো ভালোবাসা ও ফুলঝুরি শুভেচ্ছা আপু
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার মতো লোকের জন্য এই পোস্ট। ভালো লাগলো কথার ফুলঝুরি!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @আমার মতো লোকের জন্য এই পোস্ট-- হা হা ! আপনার আর আমার মত যারা
@ভালো লাগলো কথার ফুলঝুরি!!-- খুশী হলাম জেনে ভাইয়া
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: ছবিগুলো দারুণ মিলিয়েছেন। যথার্থ।
+।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @ছবিগুলো দারুণ মিলিয়েছেন। যথার্থ। --- তাই বুঝি, সুমন ভাইয়া নিজেও চাকরি করিতো তাই বিষয়গুলো সব মাথাতেই ছিল
প্লাস পেয়ে বেজায় খুশী
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: পুরো একটা অফিসের ঘটে যাওয়া ঘটনাবলী তুলে ধরেছেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: @পুরো একটা অফিসের ঘটে যাওয়া ঘটনাবলী তুলে ধরেছেন--- হ্যাঁ, ভাইয়া , আমার নিজের অফিস কে মাথায় রেখেই লিখেছি আরও কিছু বিষয় মাথায় ছিল কিন্তু অনেক বড় হয়ে যায় পোস্ট তাই আর অ্যাড করিনি
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৬
হাবিব বলেছেন: ব্রেক আপ হলেও এত কষ্ট লাগেনা যতখানি কষ্ট লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যেতে ..........কি সাঙ্গাতিক মেয়েরে বাবা...............!!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @ ব্রেক আপ হলেও এত কষ্ট লাগেনা যতখানি কষ্ট লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যেতে ..........কি সাঙ্গাতিক মেয়েরে বাবা...............!!!! --- বাহ বাহ আমাদের হাবিব স্যার তো দেখছি অনেক চালাক আমাকে ফাঁকিবাজি করতেও ধরে ফেলেছে আবার এখন দেখছি এটাও বুঝে ফেলেছে যে আমি একটা সাঙ্ঘাতিক মেয়ে
তবে কথা কিন্তু সত্যি ভাইয়া, আসলেই আমি সাঙ্ঘাতিক
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্রেক আপ হলেও এত কষ্ট লাগেনা যতখানি কষ্ট লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যেতে ..........কি সাঙ্গাতিক মেয়েরে বাবা...............!!!!
আপু তুমি একটা
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: @আপু তুমি একটা --- হা হা ! আমি একটা কি ভাইয়া
জীবনে আর কিছু পাই আর না পাই সকালবেলা আরাম করে ঘুম চাই ই চাই
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
পদ্মপুকুর বলেছেন: দুই তিন সাত নম্বরটা জোস হইছে। অফিস আসলেই ভাল্লাগে না আর। তবে, মাঝে মধ্যে যখন হলিডেতে আমার বস ফোন দিয়ে বসে। এ রকম অবস্থায় গিলবার্ট ভাইয়ের যে অবস্থা হয়...দুই তিন সাত নম্বরটা জোস হইছে। অফিস আসলেই ভাল্লাগে না আর। তবে, মাঝে মধ্যে যখন হলিডেতে আমার বস ফোন দিয়ে বসে। এ রকম অবস্থায় গিলবার্ট ভাইয়ের যে অবস্থা হয়...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: @দুই তিন সাত নম্বরটা জোস হইছে-- হাহা ! দুই তিন আর সাত, এগুলো আমার নিজের অবস্থা
@তবে, মাঝে মধ্যে যখন হলিডেতে আমার বস ফোন দিয়ে বসে। এ রকম অবস্থায় গিলবার্ট ভাইয়ের যে অবস্থা হয়.-- এই বিষয়টি অ্যাড করা উচিত ছিল পোষ্টে। আরও কিছু বিষয় ছিল মাথায় তবে অনেক বড় হয়ে যায় লেখা তাই স্কিপ করেছি বাট ভালো হয়েছে আপনি একটা অ্যাড করে দিয়েছেন আমার বসও যে একই কাজ করে ভাইয়া
তখন মোবাইল হাতুড়ী দিয়ে না, স্বয়ং বসের মাথায়ই একটা বাড়ি দিয়ে মন চায়
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: ওহে নানী-
আপনি ,তুমি কোন অফিসে চারকি কুরুন ! ছবিগুলো দেখে হাসি পেলো না, তবে জোড় করে একটু হাসার চেষ্টার করলাম!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনি ,তুমি কোন অফিসে চারকি কুরুন-- ইহা, টূপ সিরকেট
@ছবিগুলো দেখে হাসি পেলো না, তবে জোড় করে একটু হাসার চেষ্টার করলাম!
-- খুব বেশী না হাসাই ভালো, তা না হলে মুখে মশা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
নজসু বলেছেন:
মনটা একটু খারাপ ছিলো।
আপনার ব্লগে এসে অনেকটা ভালো হয়ে গেলো।
নিচের দাঁতে পোকা খাওয়া ইমোটা দেখতে চাঁদের মতো।
আমি তো আমাদের মদন ভাই ভেবেছিলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: @মনটা একটু খারাপ ছিলো।
আপনার ব্লগে এসে অনেকটা ভালো হয়ে গেলো।---- আমারও মনটা কিঞ্চিৎ খারাপ ছিল কিন্তু ব্লগে এসে ও আমার ছোট্ট ভাইটির মন্তব্য পড়ে আমারও মনটা কিঞ্চিৎ ভালো হয়ে গেল
@নিচের দাঁতে পোকা খাওয়া ইমোটা দেখতে চাঁদের মতো।
আমি তো আমাদের মদন ভাই ভেবেছিলাম। --- ও মোর খোদা ভাইজান বলে কি
আমার মদন চাদকে নিয়ে দুষ্টুমি
যাক, ছোট্ট ভাই বলে কিছু মনে করলাম না
হা হা
আমার মদন চাঁদ বলে কথা, তাহার দাঁত ঝকঝকে চকচকে মুক্তোর মতো ৯৯ বছর বয়সেও তাহার দাঁত এমন হবেনা । তবে আমার দাঁত হলে হতে পারে
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: পচা
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
কথার ফুলঝুরি! বলেছেন:
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
সেইরাম পোস্ট!
আসলেই অবস্থা কাহিল.......
অফিসে বসে ফাঁকিবাজি করার জন্যে এমন একটা অফিস চাই ----
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: @সেইরাম পোস্ট!
আসলেই অবস্থা কাহিল-- হা হা ! আসলেই ভাইয়া
@অফিসে বসে ফাঁকিবাজি করার জন্যে এমন একটা অফিস চাই ---- -- আমার অফিসে যখন বস থাকেনা তখন আমার অফিস অনেকটা এমনই
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
ডার্ক ম্যান বলেছেন: অফিসের অভিজ্ঞতা খুব বাজে। বছর তিনেক আগে ছোট একটা পোস্টে চাকরি পেয়ে জয়েন দিয়েছিলাম। কিন্তু একদিনের বেশী সে চাকরি করতে পারি নি। তারপর থেকেও আর কোথাও চাকরি করি নাই
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: @অফিসের অভিজ্ঞতা খুব বাজে। বছর তিনেক আগে ছোট একটা পোস্টে চাকরি পেয়ে জয়েন দিয়েছিলাম। কিন্তু একদিনের বেশী সে চাকরি করতে পারি নি। তারপর থেকেও আর কোথাও চাকরি করি নাই -- কি অভিজ্ঞতা হয়েছিল যদিও জানিনা, কিন্তু ভালো হয়েছে ভাইয়া, চাকরী করা অনেক কষ্টের । তবে পরিবেশ পরিস্থিতি ভালো হলে সব কষ্ট অনেকটা দুরও হয়ে যায় ।
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
ল বলেছেন: হা হা
হাসতে হাসতে শেষ
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা ! হ্যাঁ ভাইয়া, মাঝে মাঝে মন টন বিধ্বস্ত লাগলে একটু মজা করি, কিছুটা জোর করে হলেও হা হা হা
এই পোস্ট টা আমি আমার অফিসের সবাইকে দেখিয়েছি, কেউ জানেনা যে আমি ব্লগে লিখি, পোস্ট টি দেখে বলছিল যে এই কাজ নাকি আমি ছাড়া আর কেউ করতেই পারেনা
২২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
মাহবুবুর রহমান টুনু বলেছেন: মিলে গেলো নিজের সাথে! আর পারি না, না পেরেও আর পারা হয়ে উঠে না! ওরকমই চলে যায়! এই যে মন্তব্য করছি এও কিন্তু অফিসের পিসি থেকেই। কখন যে আইটি থেকে ফোন আসে!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: @মিলে গেলো নিজের সাথে--- হা হা ! জী টুনু ভাইয়া, আমরা যারা চাকরী করি তাদে্র সবারই একই অবস্থা
@আর পারি না, না পেরেও আর পারা হয়ে উঠে না! ওরকমই চলে যায়!-- একদম ঠিক বলেছেন ভাইয়া । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার সময় মনে হয় চাকরী ছেড়ে দেই
@এই যে মন্তব্য করছি এও কিন্তু অফিসের পিসি থেকেই। কখন যে আইটি থেকে ফোন আসে!!! -- হা হা ! আমারও সেম, বস এর চোখ সি সি ক্যামেরায় থাকে তারপরেও ব্লগে আসতেই হবে
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: এমন হাহা হিহি পোস্ট আমার জোশ লাগে, তাই পোস্টে লাইক।
গুগল তো মামা, চাচা হলো কবে থেকে? যাহ খেলব না!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @এমন হাহা হিহি পোস্ট আমার জোশ লাগে, তাই পোস্টে লাইক- হাহা ! আমারও মজা লাগে আপু তবে আমি এ ধরনের পোস্ট লিখতে পারিনা কিন্তু এই পোস্ট টি মনে খুবই আনন্দ নিয়ে লিখেছি আর হেসেছি
@গুগল তো মামা, চাচা হলো কবে থেকে? যাহ খেলব না! -- সবারতো মামা তাই আমার চাচা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
মোস্তফা সোহেল বলেছেন: অফিস আর ভাল্লাগে না
পোষ্টে মাইনাস।