![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
এক বিড়ালছানা নিচ্ছে আদর
তোমার পাশে বসে
আবার আমায় করতে দুখী
বাঁকা ঠোঁটে হাসে
বিড়ালছানার সাহস কত
তোমার আদর চায়
পাগলী তোমার রাগছে খুব
যাচ্ছে পুড়ে হিংসায়
এখন আমি দূরে তাই
আমার কবির দিকে মনোযোগ ?
দিন ফুরোলে আমিই রানী
আর দিচ্ছিনা কোন সুযোগ
বিড়ালছানা বিড়ালছানা
বলছি তোমায় শোন
কবি কিন্তু শুধুই আমার
আর কারও যে সুযোগ নেই কোন
আমার কিন্তু লাগছেনা ভালো
হচ্ছে ভীষণ রাগ
বিড়ালছানা আমার আদরের
নিচ্ছে কেন ভাগ ?
তোমায় আমি দিলাম বলে
আর কিছু না পাই
ভাগ দিবনা একটুকুও আমি
তোমার আদরের সবটুকুই আমার চাই
বি ঃ দ্র ঃ ইহা একটি প্রথম পাতা বহির্ভূত লেখা । বিশেষ কারনবশত লেখাটি প্রথম পাতায় প্রকাশ করা গেলনা
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতাটা প্রথম পাতায় না দিয়ে জাতিকে (ব্লগারদের) মারুন করলেন। -- হা হা ! আসলে লেখাটি প্রথম পাতায় দিলে আমার আবার ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তাই দেইনি
@তো এত হিংসা থাকা ভালনা। (-- আমার মদন চাঁদ বলে কথা, হিংসা তো হবেই
তাই বলে একটি বিড়ালছানাকেও হিংসা
হয়তোবা একটু বেশীই কিন্তু কিছু করার নেই আমি এমনই
লাইক এর জন্য ধন্যবাদ ভাইয়া । কাল আপনাদের ব্লগ ডের ছবি দেখে অনেক ভালো লেগেছে ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
হাবিব বলেছেন: হরতালের কারনে পাবলিক পরীক্ষা না হলে শিক্ষা মন্ত্রনালয় বলে " বিশেষ কারনে পরীক্ষা হবে না"
আপনিও তেমন বললেন। আসলে আমরা অনেকেই বুঝি আসল ঘটনা.....
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: @হরতালের কারনে পাবলিক পরীক্ষা না হলে শিক্ষা মন্ত্রনালয় বলে " বিশেষ কারনে পরীক্ষা হবে না"
আপনিও তেমন বললেন। আসলে আমরা অনেকেই বুঝি আসল ঘটনা...-- হা হা হা ! হাসালেন ভাইয়া আপনারা বুঝেন কোন সমস্যা নেই, সে না বুঝলেই হলো
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
হাবিব বলেছেন:
যার জন্য বলেছেন সে না বুঝলে কি সমাধান হবে?
আমাদের প্রিয় বোনটিকে তো হিংসায় ফেলে রাখতে পারিনা, তাইনা?
এ ব্যাপারে অবশ্যই তিন সদস্য বিশিষ্ট নিরপেক্ষ কমিটি গঠন করার দাবি জানাচ্ছি.....
তিনজন না পাওয়া গেলে ১ সদস্য বিশিষ্ট কমিটি হবে....
আমি একাই.......
আর হ্যাঁ, কবিতাতে কিন্তু আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমারও হিংসা লাগে খুব...
কিন্তু কেন হিংসা লাগে সেইটা বলবো না...
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
কথার ফুলঝুরি! বলেছেন: @যার জন্য বলেছেন সে না বুঝলে কি সমাধান হবে?
আমাদের প্রিয় বোনটিকে তো হিংসায় ফেলে রাখতে পারিনা, তাইনা?-- হুম তাওতো ঠিক
@এ ব্যাপারে অবশ্যই তিন সদস্য বিশিষ্ট নিরপেক্ষ কমিটি গঠন করার দাবি জানাচ্ছি.....
তিনজন না পাওয়া গেলে ১ সদস্য বিশিষ্ট কমিটি হবে....
আমি একাই....... --- হা হা ! এ ধরনের কমিটি গঠন করা হলে শুধু যে আপনি না ভাইয়া আরও অনেক সদস্য এসে হাজির হবে
@আর হ্যাঁ, কবিতাতে কিন্তু আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমারও হিংসা লাগে খুব...
কিন্তু কেন হিংসা লাগে সেইটা বলবো না... -- বাহ তাই বুঝি ভাইয়া ? ভালোবাসি তাই হিংসা লাগে
সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
হাবিব বলেছেন:
এ ধরনের কমিটি গঠন করা হলে শুধু যে আপনি না ভাইয়া আরও অনেক সদস্য এসে হাজির হবে .......
তাহলে কমিটি নির্বাচনের জন্য আপনাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে হবে........
সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে
আসলেই.......
ভালোবাসা এমনই হয়......।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: @তাহলে কমিটি নির্বাচনের জন্য আপনাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে হবে......-- না থাক দরকার নেই । নির্বাচন মানেই মারামারি আমি মারামারি চাইনা শান্তি চাই
@সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে
আসলেই.......
ভালোবাসা এমনই হয়..-- হা ভাইয়া, ভালোবাসা এমনই আর আমিও এমনই
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম পাতায় দেন বা না দেন, আমরা তো পড়বোই
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @১ম পাতায় দেন বা না দেন, আমরা তো পড়বোই -- হা হা ! তোমরা পড়লে সমস্যা নেই শুধু আমি তার কাছে ধরা না পড়লেই হল
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
আহা
আমাকে নিয়ে কেউ আজো হিংসা করল না ।
এ দুঃখ নিয়ে ই ছেড়ে যেতে হবে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: @আহা
আমাকে নিয়ে কেউ আজো হিংসা করল না ।
এ দুঃখ নিয়ে ই ছেড়ে যেতে হবে । -- ভাইয়া, সবুরে মেওয়া ফলে
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় না দেওয়ার কারনে চোখে পড়েনি তবে বেশ ভালই হয়েছে।
আগামী দিনে আরো ভালো হবে ....
শুভকামনা ও ভালোবাসা রইলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রথম পাতায় না দেওয়ার কারনে চোখে পড়েনি তবে বেশ ভালই হয়েছে।-- কোন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা
@আগামী দিনে আরো ভালো হবে ....-- ইনশাআল্লাহ্ ! চেষ্টা করবো ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০
স্রাঞ্জি সে বলেছেন:

কবিতাটা প্রথম পাতায় না দিয়ে জাতিকে (ব্লগারদের) মারুন করলেন।
তো এত হিংসা থাকা ভালনা।