নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

হোম কোয়ারেন্টাইনে ফেসবুক তামাশা :|

১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫২




ফেসবুক আসলে একটা অদ্ভুত জিনিস । এর ভালোরও অনেক রকম আবার ফেসবুকে তামাশারও শেষ নেই । অন্যান্য সময়ে তো লেগেই থাকে তবে এখন হোম কোয়ারেন্টাইনে থেকে যেন এইসব তামাশা আরও বেড়ে গিয়েছে । এ ওইটা করে তাঁর দেখাদেখি আরেকজনও করে । এ ওরে চ্যালেঞ্জ দেয় আরও কত কি । যাক, এই সময়ে নিচের কিছু ফেসবুক তামাশা, যা চলছে :| যারা ফেসবুক ব্যাবহার করেন তাঁরা ভালো বুঝবেন :-B

(তামাশা নং ১) স্বামীর চুল কেটে দেওয়া ও ফেসবুকে পোষ্ট
রুবেলের ফোন বাজছে । স্ক্রিনে দেখলো জেসি ।
হ্যালো । কি অবস্থা ?
কইগো তুমি ? ওহ আচ্ছা, কই আর থাকবে বাসায়ই তো আছো :|
(অন্যান্য সময়ে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সবার আগেই যে কথাটা জিগ্যেস করা হতো এখন সেই কথাটাই অনর্থক )
হ্যাঁ মুভি দেখছিলাম ।
তুমি কি করছো ?
কিছু করছিনা । আমার মন খারাপ ।
কেন কি হয়েছে ?
তোমাকে বললাম এতো গোছগাছ করার দরকার নেই চল এবার বিয়েটা করেই ফেলি । না। কে শোনে কার কথা :( '
ও আচ্ছা এই জন্য মন খারাপ । অবশ্য হ্যাঁ তখন বিয়েটা করে ফেললে এই হোম কোয়ারেন্টাইনের সময়ে তোমাকে বেশী পাশে পেতাম । যাহ ভুল হয়ে গেলো ।
হুম। বেশীক্ষণ পাশে পেতাম না ছাই । বাসায় থেকে থেকে আমাকে জ্বালাতে । কিন্তু আমার মন খারাপ অন্য কারনে ।
কি হয়েছে বলোতো।
আমার অনেক বান্ধবী ও কাজিনরা যার যার বরের চুল কেটে দিচ্ছে ও ফেসবুকে ছবি দিচ্ছে ।
তো তাতে কি হয়েছে? এটা নিয়ে মন খারাপ করার কি হলো ?
তো ? মন খারাপ করবোনা ? আজকে একটা জামাই নেই বলে আমিও ওদের মত জামাইর চুল কেটে দিতে পারছিনা ফেসবুকেও দিতে পারছিনা :(
রুবেল - :|| :|
---------------------------
(তামাশা নং ২) - ডালগুনা কফি
মা, কফি খাবো (মলির ১১ বছরের বাচ্চা বলছে)
ঠিক আছে বাবা। সন্ধার দিকে বানিয়ে দিবো ।
না মা। সবসময় যে কফি বানাও সেটা না । আজকে ডালগুনা কফি খাবো ।
মলি বললো ডালগুনা কফি ? সেটা আবার কি ? ডাল দিয়ে আবার কফি বানায় নাকি ?
মাআআ তুমি দেখি কিচ্ছু জানো না । আমার বন্ধুর মা বানিয়েছে ডালগুনা কফি । এখন সবাই ওটাই বানাচ্ছে আর ফেসবুকে দিচ্ছে । ওর মা এর টা নাকি খুব ভালো হয়েছিলো । আমার মা বানায়নি তাই ও খুব ভাবও নিলো ।
ও আচ্ছা। তা আমাকে এখন কি করতে হবে?
কি করতে হবে আবার । ডালগুনা কফি বানাতে হবে ।
মলি - B:-) :-&
-------------------------------------------------
(তামাশা নং ৩)- বড়োলোকের বেটি গানের জ্যাকলিনের মত সাঁজ
কলিং বেল বাজছে । কি ব্যাপার এই সময়ে কে এলো আবার।
দরজা খুলে দেখলো রুমি দাড়িয়ে আছে। মলির খালাতো বোন।
কিরে রুমি তুই ? সব ঠিক আছে তো । বাসা থেকে বের হয়েছিস কেন ?
আপা বেশীক্ষণ বসবোনা একটা কাজে এসেছি ।
কি কাজ যে এই লকডাউন এর সময়েও তোর বাইরে বের হতে হলো ?
ঐযে আপা গত পহেলা বৈশাখে তুমি একটা শাড়ি কিনেছিলে সাদা কাতানে লাল পাড় দেওয়া । ওই শাড়িটা লাগবে আমার আর গলার একটা সেট ।
হ্যাঁ লাগবে তো নিবি কিন্তু এবার তো পহেলা বৈশাখ বাইরে যাওয়া যাচ্ছেনা ওইটা নিয়ে কি করবি তুই এখন ?
আমার বান্ধবী চ্যালেঞ্জ দিয়েছে বড়লোকের বেটি গানের জ্যাকলিনের মত করে সাজার জন্য। ও ওর চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছে । একদম জ্যাকলিন ও ফেল আপা ।
যাক আপা এসব কথা পরে ফোনে বলবো । এখন শাড়ি আর গলার সেট টা দাও । আমি চলে যাই তাড়াতাড়ি । রাস্তায় আবার আর্মি ধরলে বিপদ।
মলি - B:-) :|
---------------------------------
(তামাশা নং ৪) - ভালো ভালো খাবার রান্না করে ফেসবুকে পোষ্ট
হ্যাঁলো আম্মা কেমন আছেন ? শরীর টা ভালো ?
হ্যাঁ বৌমা আছে কোনোরকম । তা তোমরা ঠিকঠাক আছতো? বাসায় বাজার সদাই আছে তো নাকি শেষ হয়ে গিয়েছে ? আমার ছেলেটাকে ভালো মন্দ খেতে দিচ্ছ তো ?
হ্যাঁ মা কোন চিন্তা করবেন না । বাসায় বাজার ও আছে আর আমরা ভালো মন্দ সবই খাচ্ছি ।
কই ফেসবুকে তো কোন ছবি টবি দেখছিনা তোমার রান্না করা খাবারের । ও বাড়ীর বউ দেখছি প্রতিদিনই এটা ওটা রান্না করে আবার কি সুন্দর ছবিও দিচ্ছে । তা তোমার তো ওমন কিছু দেখছিনা তাই ভাবলাম তোমরা কি খাচ্ছ না খাচ্ছ ।
:|
------------------------------------
(তামাশা নং ৫)- হোম কোয়ারেন্টাইন শেষ হলে কার সাথে কি করবে
অনেকদিন পর বান্ধবী কে ফোন দেওয়া
কিরে কেমন আছিস দোস্ত ?
এইতো দোস্ত আছি কোন রকম ।
কি করছিলি?
তেমন কিছুনা ফেসবুকিং এই আরকি ।
ওহ । রিমির সাথে কথা হল কাল ।
আমি ফোন দিয়েছিলাম আজ । রিসিভ করেনি ।
ওহ। মনে হয় বিজি ছিল । পরে ব্যাক করবে ।
নারে দোস্ত । ও ইচ্ছে করে ধরেনি ফোন । রাগ করেছে আমার সাথে ।
কেন রে কি হলো তোদের ?
গতকাল ফেসবুকে পোষ্ট দিয়েছিলাম কোয়ারেন্টাইন শেষ হলে কার সাথে আগে দেখা করবো, কার সাথে ব্রেকফাস্ট কার সাথে লাঞ্ছ এসব । ওখানে ওর নাম কেন দেইনি তাই ।
ওহ তা এতে রাগ করার কি আছে ?
ও বলছে আমি নাকি চিটিং করেছি । ও আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম নাকি আসার কথা ছিল সবার আগে কার সাথে দেখা করতে যাবো তাতে । আর ওর নাম দেইনি বলে ও নাকি অন্যদের কাছে ছোট হয়ে গিয়েছে ।
=p~ :|
------------------------------
ঘটনা গুলো কাল্পনিক তবে তামাশা গুলো কিন্তু সত্যি :P

(এটা একটা ফান পোষ্ট । ফান হিসেবেই নিবেন প্লিজ। কাউকে ছোট করা বা জাজমেন্টাল টাইপ লেখা না । এই মুহূর্তে সবাই অনেক মানসিক সংকটে সময় পার করছি । কেউ যদি নামাজ রোজা কোরআন ও অন্যান্য কাজের পাশাপাশি এসব করে মানসিক ভাবে ভালো থাকে স্ট্রেস ফ্রি থাকতে চায় তাতে দোষের কিছুনা । কোন না কোন ভাবে সারভাইভ তো করতে হবে । সেক্ষেত্রে একেকজনের তরীকা একেক রকম )

(অন্ধকারে খোঁজো আলো থাকতে যদি চাও ভালো - আজকে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । বিষয়টি একদিক দিয়ে চিন্তার তবে অন্যদিক দিয়ে ভাবলে যত বেশী রোগী শনাক্ত করে তাঁদেরকে আইসোলেশনে রাখা যাবে ততই অন্যদের নিরাপদ রাখা যাবে । রোগী কম শনাক্ত হয়ে ঘুরে বেরিয়ে অন্যদের আক্রান্ত করার চাইতে তাঁরা শনাক্ত হয়ে চিকিৎসা নিয়ে অন্যদের নিরাপদ রাখাটা বেটার না ? দোয়া করি আক্রান্তরা সব শনাক্ত হোক, শনাক্তরা সুস্থ হোক, মৃত্যুর হার কম হোক এবং ধীরে ধীরে শনাক্তের সংখ্যা শুন্য হোক । আল্লাহ্‌ ভরসা )

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৫

শাহিন-৯৯ বলেছেন:



অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তবে এখন বাধ্যতামূলক অলস তাই হালকা শয়তানে ভর করছে। বাসায় বসে করুক তবুও যেন চুরুটের নেশায় রাস্তায় না যায়।

এখন একটু হাসি তামাশা না করলে জীবন বোরিং ফিল আসবে, মানুষিক সমস্যা হবে।

আমার টাইম লাইনে এগুলো তেমন আসে না তবে বহু ফ্যান দেখছি। চলুক, কিছু সময় তো কাটছে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: @অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তবে এখন বাধ্যতামূলক অলস তাই হালকা শয়তানে ভর করছে। বাসায় বসে করুক তবুও যেন চুরুটের নেশায় রাস্তায় না যায়-- হা হা এটা ভালো বলেছেন । বাসায় বসে যা খুশী কর ভাই তবুও বাইরে যাসনে ।

@এখন একটু হাসি তামাশা না করলে জীবন বোরিং ফিল আসবে, মানুষিক সমস্যা হবে-- হ্যাঁ, ফান দরকার আছে এ সময়ে । যে যেভাবে পারছে ঠিক থাকার চেষ্টা করছে । তবে ফান এর পাশাপাশি সময়গুলো কে কাজে লাগানোও উচিত ।

@আমার টাইম লাইনে এগুলো তেমন আসে না তবে বহু ফ্যান দেখছি-- মেয়েরাই এসব বেশী করে তবে আমি একদমই পছন্দ করিনা ।

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: ফেসবুকে তামাশা ছাড়া কিছু হয় না।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! ভাইয়ার মন্তব্যে যেন ক্ষোভ দেখতে পাচ্ছি =p~ ফেসবুক না থাকলে বুঝতামই না ভাইয়া আমাদের দেশে কত ধরনের গর্দভ বসবাস করে ।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


ফেসবুক হচ্ছে বানরের মিলনমেলা

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা । ফেসবুকের বানরগুলো ইদানীং একটু বেশী লাফাচ্ছে । বাইরে গিয়ে লাফাতে পারছেনা তাই বাসায় বসে বসে লাফাচ্ছে =p~

৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

মেটালক্সাইড বলেছেন: সস্তার তিন অবস্থার নাম ফেসবুক =p~ B:-) X(

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: কই সস্তা ? ফেসবুক চালাতে একটা স্মার্টফোন কিংবা কম্পিউটার লাগে আর লাগে ইন্টারনেট =p~ তবে ফোন অথবা কম্পিউটার কিংবা ইন্টারনেট সবই এখন সস্তায় পাওয়া যাচ্ছে |-)

৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

আখেনাটেন বলেছেন:


চাঁদগাজী বলেছেন: ফেসবুক হচ্ছে বানরের মিলনমেলা!!! :P =p~ :-P মন্দ বলেন নাই ওয়াইজম্যান।

আমার ফেসবুক কয়েকবছর লগডাউনে ছিল। কিছুদিন আগে কোয়ারেন্টাইন থেকে ফিরে ফেসবুকের এক বহুলচর্চিত গ্রুপে (এক বন্ধুর পরামর্শে, ফেসবুকের ভ্রমণ গ্রুপ ও কিছু প্রফেশনাল গ্রুপ বাদে অন্য হাংকি০পাংকি গ্রুপ নিয়ে আমার ধারণা ছিল না) একটি গরু গম্ভীর লেখা দিলাম (গ্রুপের নিয়ম মেনেই)। এডমিন মহাশয় প্রতিউত্তরে জানালেন লেখার মান আপ-টু-গ্রুপ গ্রেডে পড়ে না। তাই... :((

কয়েকদিন পরে ছ্যাবলামী টাইপ এক চুটকি গল্প লিখলাম। বিনা বাক্য ব্যয়ে প্রকাশ। এবং ওমা, সেকি হৈচৈ, রৈরৈ। :(

এরপর বুঝিলুম চাঁদগাজী'র বহুল প্রচারিত কথার অর্থ...। এই এডমিনগুলারে দ্যাখবার মঞ্চায়। :P

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা ঠিক বলেছেন । ফেসবুকে ওইসব ছ্যাবলামীই চলে বেশী । আর শো অফ |-)

গুরুগম্ভীর আর জ্ঞানী লোকদের জন্য ফেসবুক নয় । ভালো লেখা ওখানে কেউ পড়েই না । আসলে তাঁর মর্মই বুঝেনা । তবে মাঝে মাঝে ফান পাওয়া যায় ওই ফেসবুকেই ।

আমার অনেকগুলো গ্রুপ আর পেজ অ্যাড করা ছিল । বিভিন্ন সময়ে দু একটা কিছু ভালো লাগলে অ্যাড করেছিলাম । এই ফ্রি টাইমে সব আনলাইক করেছি । শুধু শুধু ইউজলেস জিনিস দিয়ে জঙ্গল হয়ে যায় নিউজফিড ।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে বোনকে দেখলাম।
তবে যথারীতি বাক্যের ফুলঝুরিতে তবে এবার তামাশার রঙ্গরসে।

ঘটনা কাল্পনিক তবে এমন আজব পাবলিকের জন্যই ফেসবুক। ওখানে রান্নাবান্না খাওয়া-দাওয়া পড়া মাথা বাচ্চার কেচ্ছা এগুলো সঠিক হলেও বাকিগুলো ফেকবুকের জন্য বিখ্যাত। সর্বোপরি সুন্দরী নারীদের বিভিন্ন অকেশনে বা পার-পার্বণে সম্ভব হলে দিনে প্রতি ঘন্টায় একেকটি বাহারি পোশাকের প্রদর্শন ফেসবুকের অন্যতম বিনোদন।
শুভকামনা প্রিয় বোনকে।


১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২১

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া আপনাকেই খুজছিলাম মনে মনে :-B

নিচের গল্পটি লিখেছি । পড়ে জানাবেন কি হল

https://www.somewhereinblog.net/blog/kotharfuljhuri/30295354

@ সর্বোপরি সুন্দরী নারীদের বিভিন্ন অকেশনে বা পার-পার্বণে সম্ভব হলে দিনে প্রতি ঘন্টায় একেকটি বাহারি পোশাকের প্রদর্শন ফেসবুকের অন্যতম বিনোদন।--- এটা একদম ঠিক বলেছেন ভাইয়া =p~ অনলাইনে পোশাক কেনার জন্য পেইজে লাইক দেওয়া কিন্তু কি যে করে লাইভে গিয়ে দেখলেই হাসি পায় । তবে এখন লাইভের আপুরাও ফেসবুক থেকে কোয়ারেন্টাইনে আছে তাই একটু শান্তি :| আসলেই আজব পাবলিক থাকে বেশী ফেসবুকে ।

৭| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

ডার্ক ম্যান বলেছেন: ফেসবুকে কম থাকি তাই তামাশার দেখার সৌভাগ্য কম হয়

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: কম থাকাই ভালো । অযথা সময় নষ্ট হয় বেশী থাকলে । আর ইদানীং তো যাবেনই না ফেসবুকে । করোনা ভাইরাস নিয়ে গুজব, এই ভিডিও ওই ছবি আর এসব তামাশা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন :| আমিতো করোনা রিলেটেড সব পেজ বাদ দিয়েছি আর কিছু নিউজ পেজ । তারপর থেকে কিছুটা মানসিক শান্তিতে আছি ।

তবে এইসব তামাশা মেয়েরা করে বেশী তাই আপনার দেখার সৌভাগ্য এমনিতেও কম =p~

৮| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: চাঁদগাজী বলেছেনঃ

ফেসবুক হচ্ছে বানরের মিলনমেলা


এইটা এক্কেরে হাছা কতা B-)) তয় এই পোস্ট ও "বিয়াফুক বিনুদুন" =p~ =p~

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: @চাঁদগাজী বলেছেনঃ

ফেসবুক হচ্ছে বানরের মিলনমেলা
-- তিনি বরাবরই মজার মানুষ B-)

@তয় এই পোস্ট ও "বিয়াফুক বিনুদুন"-- বিনোদনের রাজ্য নিয়ে পোষ্ট । বিনোদন তো থাকবেই =p~

৯| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: লিংকটি আসেনি। পারলে আরেকবার চেক করুন।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: একদিন ছুটি হবে

লিংক অ্যাড করা ভুলে গিয়েছিলাম । এখন ঠিক আছে ।

১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

আরোগ্য বলেছেন: যাক ফেসবুক না চালালেও লেটেস্ট আপডেট ও ট্রেন্ডগুলো জানা হয়ে গেল। ধন্যবাদ করোনায় ভরা ব্লগে কিছুটা বিনোদন দেয়ার জন্য।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @যাক ফেসবুক না চালালেও লেটেস্ট আপডেট ও ট্রেন্ডগুলো জানা হয়ে গেল।--- তা অবশ্য ঠিক বলেছেন । তবে এ ছাড়াও আরও অনেক ট্রেন্ড চলছে । সব তো আর বলা সম্ভব না ।

@ধন্যবাদ করোনায় ভরা ব্লগে কিছুটা বিনোদন দেয়ার জন্য-- হুম, ব্লগেও মাঝে মাঝে বিনোদনের দরকার আছে । আর যেখানে এখন জীবনটাই করোনাময় সেখানে একটু বিনোদন না হলেই নয় ।

১১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: বিনোদন , গুজব , ভাইরাল সব চলে ফেসবুকে

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: হুম। ঠিক কথা । আমরা ফেসবুকের মিসইউজ টাই বেশী করছি এখন ।

১২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ফেসবুক খুলি নাই কখনো। মনে হয় ভালোই হয়েছে তাতে। হার্বার্ডে মার্কের একটা স্পীচ আছে। শুইনেন ভালো লাগবে।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি ফেসবুক খুলি নাই কখনো। মনে হয় ভালোই হয়েছে তাতে-- খুলতে পারো । ফেসবুক ভালো ও উপকারী কিন্তু আমরা এটাকে ভালোর চাইতে ফালতু কাজে বেশী ব্যাবহার করি । দোষ ফেসবুকের নয় দোষ এর ব্যাবহারকারী দের ।

স্পীচ টা শুনেছি আগে । ভালো লেগেছে ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৯

মুক্তা নীল বলেছেন:
কথার ফুলঝুরি ,
এই করোনা কালে ঝুড়ি ঝুড়ি তামাশা কিন্তু মন্দ লাগেনি।

আজ বাংলাদেশ সর্বোচ্চ শনাক্ত হয়েছে খারাপের মধ্যে
অন্তত একটা ভালো খবর এটা। ভালো থাকুন ।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: হ্যাঁ, যেখানেই যাই সেখানেই করোনা করোনা । আর থাকাটাই তো স্বাভাবিক । এরই মধ্যে একটু বিনোদনের চেষ্টা । তা না হলে তো পাগলপ্রায় হয়ে যাবো ।

@আজ বাংলাদেশ সর্বোচ্চ শনাক্ত হয়েছে খারাপের মধ্যে
অন্তত একটা ভালো খবর এটা
--- প্রথমে মন খারাপ এর টেনশন বেড়েছিল এই খবরে । পরে ভাবলাম এটারও পজিটিভ দিক আছে। যত দ্রুত আক্রান্তরা শনাক্ত হয়ে চিকিৎসা নিবে আইসোলেশনে যাবে ততই অন্যরা নিরাপদ থাকবে। দোয়া করি খুব দ্রুত যেন সংখ্যা শুন্য হয় ।
ভালো থাকবেন ।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফেইসবুক মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য একটি কার্যকরী হাতিয়ার।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: কেউ একজন বলেছিল, ফেসবুকের টাইমলাইন হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব আর ইনবক্স হচ্ছে চরিত্র । আমি কথাটির সাথে পুরোপুরি একমত ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



অনেকদিন পর ব্লগে আসলেন। ভালো লাগলো দেখে। ফেইসবুক হলো সাধারন মানুষের মতামত প্রকাশের উপযুক্ত এবং সহজ মাধ্যম। এখানে শিক্ষা, রুচিবোধ এবং সেলফ সেন্সরশীপ গুরুত্বপূর্ণ নয়। এজন্য যার যেমন ইচ্ছে লিখে। কোটি কোটি মানুষ এগুলোকে বিনোদন হিসাবে নেয়। তবে অনেক উচ্চশিক্ষিত মানুষকেও এসব পোস্ট লিখতে, শেয়ার করতে দেখা যায়।

ভালো থাকুন।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া কেমন আছেন ? আপনাকে খুজেছি মনে মনে । পোস্টে যে পেয়ে যাবো আপনাকে ভাবিনি । খুব ভালো লাগলো ।

ফেসবুক আসলে সবার জন্য উন্মুক্ত । এখানে সব ধরনের শ্রেণীর মানুষ থাকে । আর বিনোদনের বিশাল এক জায়গা ফেসবুক। সবাই যার যার ব্যক্তিত্ব ও রুচি অনুযায়ী কাজ কর্ম করে বিনোদন নেয় বিনোদন দেয় । তবে শুধু যে বিনোদন তা না অনেক ভালো কিছুও আছে । তবে হোম কোয়ারেন্টাইনের এই সময়ে বিনোদন একটু বেশীই হচ্ছে । আর না করেও উপায় নেই। মানসিক ভাবে তো ভালো থাকতে হবে তাই বিনোদন দরকার আছে ।

১৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!





ভাগ্য ভালো যে আমার ফেবু আমি কখনও খুলিনে। তাই ঐ সব দেখা হয়না, ফেবুতে কি হয় যেটুকু জানি তা জানি ব্লগ আর মিডিয়া থেকে।
বলেছেন , এই সংকটকালে স্ট্রেস কমাচ্ছেন মানুষ। তাই কি? মনে হয়না! এসব ফেসবুকাররা বছরের পর বছর ধরেই করে আসছেন। এবার না হয় বিষয়বস্তুর ধরন পাল্টেছে আমূল, এই যা।

যাগ গে, একদম শেষের ব্রাকেটবন্দি অংশটুকু ভালো লাগলো।

ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন স্ট্রেসমুক্ত।
আগাম নববর্ষের শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাগ্য ভালো যে আমার ফেবু আমি কখনও খুলিনে। তাই ঐ সব দেখা হয়না, ফেবুতে কি হয় যেটুকু জানি তা জানি ব্লগ আর মিডিয়া থেকে--- ফেসবুক থাকলেও সমস্যা কিছু নেই । আপনি আপনার রুচি অনুযায়ী ব্যাবহার করবেন। একটাই সুবিধা যে অনেকের সাথে যোগাযোগ না থাকলেও ফেসবুকের কল্যাণে অন্তত তাঁদের অবস্থা সম্পর্কে জানা যায় ।। আবার অনেক সময় প্রয়োজন হলে চট করে পাওয়াও যায় । আর সব জায়গায়ই মিশ্র মানুষজন থাকবে । যেমন ব্লগেও আছে। আমাদের কাজ হচ্ছে এড়িয়ে চলা ।

@ এই সংকটকালে স্ট্রেস কমাচ্ছেন মানুষ। তাই কি? মনে হয়না! এসব ফেসবুকাররা বছরের পর বছর ধরেই করে আসছেন। এবার না হয় বিষয়বস্তুর ধরন পাল্টেছে আমূল, এই যা।
--- একেক মানুষ একেক ভাবে স্ট্রেস কমায় । কেউ নামাজ ও কোরআন পড়ে শান্তি পায়, কেউ বই পড়ে, কেউ রান্না করে, কেউ ব্লগে লিখে ও পড়ে, আবার অনেকেই এইসব তামাশা করে। তবে বিরক্ত লাগে মাঝে মাঝে । আসলে যার যার ব্যক্তিত্ব যেমন সে তেমনই আচরণ করবে তা ফেসবুক হোক ব্লগ হোক আর বাস্তব জীবন হোক ।

@যাগ গে, একদম শেষের ব্রাকেটবন্দি অংশটুকু ভালো লাগলো।--- ধন্যবাদ ভাইয়া । অনেকেই কমেন্ট করেছেন কিন্তু এই
বিষয়টি নিয়ে কেউ কিছু বলেননি। সবকিছুরই পজিটিভ একটা দিক থাকে । কিন্তু আমরা সেটা বুঝিনা বা বোঝার চেষ্টাই করিনা। কিন্তু পজিটিভ দিকটা ভাবলে ভালো থাকা সহজ হয়।

ভালো থাকবেন ভাইয়া পরিবারের সবাইকে নিয়ে আর দোয়া করবেন অবশ্যই ।
আপনাকেও শুভ নববর্ষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.