নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩



লকডাউন এর সময়ে ফেসবুকে কিছু গ্রুপের দেখা পাই যেখানে এত এত মেম্বার যে একটিভ না থাকলে কেউ চিনেনা তাই ওইসকল গ্রুপে নিজের পরিচিতি করার ও তা ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত পোস্ট করা ও অন্যদের পোস্টে মন্তব্য করা :| দেখা গেলো আপনি এক দুই মাস ভীষণ একটিভ তবে যদি আবার কিছুদিন না থাকেন তবে সবাই আপনাকে ভুলে যাবে B:-) এই পরিচিতি বাড়ানোর চক্কর টা এমন কেউ কেউ মন্তব্য করতে গিয়ে দেখেও না যে পোস্টে কি বলা হল । লেখা না পড়েই একটা অপ্রাসঙ্গিক মন্তব্য ।

ব্লগ টা আসলে সেইরকম কিছু নয় । ব্লগে তারাই আসে যাদের লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে ও পড়ার পর মতামত আলোচনা সমালোচনা । এখানে অনেকদিন না থাকলেও আপনার লেখা ও মন্তব্য যাদের ভালো লাগে তারা কিন্তু আপনাকে ভুলবে না । ঠিক আপনার ব্লগে এসে খোঁজ নিবে নতুন কোন লেখা এলো কিনা কিংবা মনে মনে ভাববে আরে সে গেলো কই । তবে একটা দুঃখের বিষয় হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ না থাকার কারনে হঠাৎ যদি কাউকে অনেকদিন না দেখা যায় তখন মনে মনে তার ভাবনা ভাবা যায় শুধু, খোঁজ টা সাধারণত পাওয়া যায়না । তবে অনেক ব্লগারের সাথেই অনেকের যোগাযোগ আছে । এই বিষয়টি ভালো 8-|

ফেসবুকের ওইসব গ্রুপ হলে এতদিন পর আমার পোস্ট টা হত এমন ধাঁচের যে আমি অমুক, অমুক জায়গা থেকে আমাকে ভুলে যাননি তো =p~
কিন্তু আমার প্রিয় ব্লগ সবসময়ই আমার আপন পরিবেশ এবং এখানে অনেকদিন না লিখলেও বা একটিভ না থাকলেও আমার কাছে অপরিচিত মনে হয়না । লেখালিখি বিষয়টাই এমন । আপনি আপনার লেখা দিয়ে আপনার কথা দিয়ে খুব সহজে পারেন মানুষের মনে জায়গা করে নিতে পারেন ও বসবাস করতে পারেন মানুষের মনে 8-|

আমার ব্লগ জীবনের বয়স ২ বছর ৭ মাস । এর মধ্যে আমি যে কয়জন সহব্লগার পেয়েছি তারা সবাই আমার পছন্দের । তবে আমি কথার ফুলঝুরির যে কি অবস্থা তা বলতে পারছিনা :|
যাক, আজ আসলে অনেকদিন পর কিছু লেখা । মাঝে মাঝেই ব্যস্ততার কারনে ব্লগে অনুপস্থিত থাকা হয় আবার ফিরেও আসা হয় তবে এবার সময়টা একটু বেশী দীর্ঘ । তবে যত দীর্ঘই হোক যতদিন চিরতরে দূরে চলে যাওয়া হবেনা ততদিন ব্লগকেও ভোলা হবেনা আর আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে !:#P
শুভ সকাল সবাইকে 8-|

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেডিং দেখে ভড়কে গিয়েছিলাম। মনে ভয় ধরিয়ে দেয়ার মতো হেডিং। আশা করি ভালো আছেন।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: হুম, আসলেই ভয় ধরিয়ে দেয় এই টাইপ হেডিং । তবে ভাইয়া যে আমাকে ভুলেননি তা জেনে ভালো লাগলো 8-|
জী, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া । আপনিও ভালো আছেন আশা করি ।

২| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ব্লগে আসেন না কেন? এটা ভীষন অন্যায়।

২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগে আসার সময় হয়না সেটা বলবো না ভাইয়া তবে লেখালিখি করার সময় আসলে হয়ে উঠছেনা :(

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ৩জুনের পর ২৮ নভেম্বর!! ভেরি ব্যাড পারফরম্যান্স।
যাক অবশেষে এসেছেন এটাই আমাদের বড় পাওনা।
শুভেচ্ছা জানবেন।

২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: হ্যাঁ, ভাইয়া ভেরি ব্যাড :( তবে অনেকদিন পর হলেও আপনাদের দেখলে ভালো লাগে খুব 8-|

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: আপনাকেতো আমি ভুলেই গেছি :( পোস্ট দেখে মনে পড়লো আপনার কথা। এতো দেরি করে আসলে কি করে হবে?

যাহোক, অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগলো। নিশ্চয়ই ভালো আছেন?


শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: যাক, পোস্ট দেখেতো মনে পরেছে তাহলে একেবারে তো আর ভুলেননি 8-| সময় খুবই নিষ্ঠুর ভাইয়া :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.