নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া নাকি অতীতকাতরতা

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৭

মানুষ বিশেষত বাংগালী একটা নস্টালজিক প্রাণী। বর্তমানে যাই থাকুক না কেনো-আগে কি সুন্দর দিন কাটাইতাম-এই প্রবণতা কম বেশি সবার মধ্যেই খুব বেশিই কাজ করে।
কলেজে থাকাকালীন "স্কুল লাইফ ভাল ছিল",
জবে ঢুকে " ছাত্রজীবন কত ভাল ছিল",
দ্বিতীয় প্রেম করলে প্রথম প্রেমের চাপা বিরহে ভোগা,
বিয়ে করে 'বিয়ে করে ফেসে গেলাম" টাইপ বোধি লাভ করা, আওয়ামীলীগ থাকলে আগের টার্মের বিএনপি আর বি এন পি থাকলে আগের টার্মের আওয়ামীলীগ কত ভালো ছিল-এই বিতর্কে চায়ের কাপে ঝড় তুলা।
এই ধরনের অতীতকাতরতা কে মনোবিজ্ঞানীরা নস্টালজিয়া বল্লেও আমার কাছে স্রেফ মনে হয় যে এটা কনফিউসন ছাড়া আসলে কিছুই না।তারা কনফিউসড যে তারা আসলে কি চায়!!
কটা ছোট বাচ্চার কনফিউসন ডিল করা কিন্তু মহা দুরুহ ব্যাপার।সে যে আসলে কি চায়, তা সেটা না সে নিজে জানে আর না সেটা বুঝাতে পারে। ফলাফল অবিরত অরণ্যে রোদন।

একটা সময় আমাদের অভিযোগ ছিল আমাদের কাছে টেকনলজি নাই,
যোগাযোগের জন্য চিঠি বা ল্যান্ডফোন ছাড়া আর কিছু নাই,
নতুন বন্ধু বানানোর জন্য ফেবু এর মত কোন মাধ্যম নাই,
অন্য সংস্কৃতিকে জানার কোন উপায় নাই,
পাশ্চাত্যের সভ্যতাময়তা নাই ইত্যাদি ইত্যাদি।
ভালো কথা।কালের বিবর্তনে আর আমাদের আগ্রহে একে একে সব এলো।এখন আমাদের অভিযোগের সুর বদলে গেছে।
এখন আমাদের অভিযোগ-"কেনো আছে!"
মোবাইল কি দরকার-চিঠির যুগ কত ভালো ছিল।
এত চ্যানেল কি দরকার,বিটিভি ভালো ছিল।
পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির কি দরকার,নিজেরা পরিপুর্ন ছিলাম।
ফেবু বন্ধুর কি দরকার, ওল্ড ইজ গোল্ড ছিল।
এখনকার রিলেশন,অনুভূতি দূষিত।আহা!তখন কি প্রেম ছিল!
আমি এটা কম্পেয়ার করছি না যে আগের অপ্রতুলতা ভাল ছিল নাকি এখনকার প্রাচুর্যতা। কিন্তু এখনকার নস্টালজিয়া যেন অনেকটাই Mass Hysteria হয়ে গেছে!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.