নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার জানালা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

নারীজাতির প্রতি আমার আকর্ষন সেই ছোটবেলা থেকে।
যেদিন থেকে এই আকর্ষন আবিষ্কার করেছি সেদিন থেকে রোমান্টিক জনরা এর ছবি ভালবেসেছি।
অবশ্য এই রোমান্টিকসিজম এর প্রতি আকর্ষনের পালে কোন নারী সে অর্থে দোলা দিতে পারেনি যতটা দিয়েছে Roman holiday, Pretty Woman, My Sassy Girl কিংবা Titanic।

আমি তখন বুঝতে শিখলাম যে হ্যা ভালবাসা এমন ও হয়। এভাবেও কারন ছাড়া ভালবাসা জায়-এভাবেও নিজেকে উজাড় করা যায়। কিন্তু ভালবাসা কি শুধু দিবে আর নিবে-মিলাবে মিলিবে-এমন ই হয়? না পাওয়াটা কি ভালবাসা হতে পারে না?
অপেক্ষা কি ভালবাসা হতে পারে না? আমি জানতাম পারে না কিন্তু আমার ভুল ধারনা ভেঙ্গে পড়ে যখন আমি দেখলাম Before Midnight, Before Sunrise, Before Sunset. ভালবাসার এক ভিন্ন আবেদনে সেদিন উদ্ভাসিত হয়েছিলাম আর অনুভূতি হয়েছিল পরিপুর্ন।

এরপর অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে। নারী আমাকে বুঝতে শিখিয়েছে-নারী মানেই সেখানে ব্যথা-বেদনা-না পাওয়ার আহাজারি। আর তখনি আমি আমার এই না পাওয়াকে আরো অপুর্ন করে তুলেছি The Fault In Our Stars, Me Before You, P.S. I Love You, The Notebook, Il mare, Windstruck কিংবা A Star Is Born মাধ্যমে।

কিন্তু এভাবে ত জীবন চলে না। জীবনে সুখ দরকার-দরকার উচ্ছ্বাস-না পাবার জটীলতা থেকে মুক্তি। আমি ভেবেছি এক্ষেত্রে এক রমনীই হয়ত আমাকে আলো দেখাতে পারবে। এই মিথ্যে কথার শহর আর জঞ্জাল থেকে সে আমাকে দেবে একটা শীতল পরশ। পাওয়া হয়ে ওঠেনি আর। সংগ পেলেও শীতলতা পাইনি।
কিন্তু এই অনুভূতি থেকে আমাকে বঞ্চিত করেনি When Harry Met Sally, My Best Friend's Wedding,Bridget Jones's Diary, Notting Hill ,50 First Dates কিংবা The Proposal.

ভালবাসাকে আমি সবসময়েই ভেবে এসেছি Most Diversified Human Emotion জেটা হয়তবা এই রক্তমাংসের শরীর থেকে অনুভব করা এক জনমে সম্ভব না। সেলুলয়েডের Dilan, 96 বা Premam আমাকে সেই অনুভব খরা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে। কিন্তু এখনো অনেক দেখার বাকি।
তাই ভাল কোন সাজেশন থাকলে জানাবেন নিশ্চই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.