![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়মন্দিরে পা রেখেছো তুমি কোন জলছাপের আড়ালে
হৃদয়ে আলোড়ন তুলেছো তুমি কোন নূপুরের ঝংকারে।।
পায়ে আলতা ,আটপৌরে শাড়ি কিংবা কঙ্কণের রিনিঝিনিতে
তুমি এলে নিটোল পায়ে, মৃদুময়ে- সর্বনাশের পুরাণ রচিতে।।
---------------------------------
চোখেতে তার নির্লিপ্ততা - ভ্রূ তে তার কামনা।
অক্ষিগোলকেতে বিষবাষ্প, কাজলে তার জাহান্নামের মুর্ছনা।
----------------------------------------
হৃদয়মন্দিরের বিরানভূমিতে বসিয়েছ রাজত্বের হুংকার
চাহনির রুদ্রচ্ছটায়,অহমির প্রাচীরে তাই-হারিয়ে মাতম করেছি শতবার।
বিদ্রোহ আর চুমুর মন্ত্রমুগ্ধতায় আমি লীন হতে চাই
তোমার শাড়ির কুঁচিতে আমি শেষের কবিতা হতে চাই
-------------------------------------------------
চুড়ির লাল শব্দেতে বাঁধি স্বপ্নের বুনন
পাড়ভাঙা সবুজের কুচিতে বাঁধি নস্টালজিয়ার গল্পকথন!
আঁচলে আঁচলে খুনসুটির কবিতা আর অম্লমধুর রূপকথা
দূরদ্বীপবাসিনী তুমি-এ অণুকাব্য নয় যে আমার লেখা!
------------------------------------------
দ্বিনেত্রলোচনে করি অর্ঘ্য নিবেদন,
মন্ত্রমুগ্ধতায় ঘটলে ঘটুক সর্বনাশের কারন।
মায়াবনবিহারিনী কিংবা সঞ্জীবনসঞ্চারিণী,
ঐ দৃষ্টিছটায় ছাড়খাড় আর খাক হয়ে-
আমি হয়ে যাই সন্ন্যাসী আর তুমি হও ঘাতকিনী।
------------------------------------------
অনেকদিন তোমাকে নিয়ে দুটো কথা লেখা হয় না।
মুহুর্মুহু শোরগোল তুলতে থাকা মেসেঞ্জারের টুংটাং শব্দে
আধো ঘুমটা অনেকদিন আর ভেঙ্গে যায় না!
বিখ্যাত কবিতার লাইনগুলো স্বরচিত আখ্যা দিয়ে
অনেকদিন আর মিথ্যে কথা বলা হয় না।
মিথ্যে রুপের প্রশংসায় কিংবা বুদ্ধিদীপ্ত কথার স্রোতে
অনেকদিন তোমাকে আর বোকা বানানো হয় না।
অনেকটা রাত তোমাকে দুটো শব্দ লেখা হয় না।
-----------------------------------------
কি অদ্ভুত তাই না!
তোমার মত জ্বলজ্যান্ত এক বিড়ম্বনাটা আমাকে আর কখনোই বিড়ম্বিত করবে না!
পুরো একটা জীবন কেটে যাবে অথচ তোমাকে আমার আর পাওয়া হবে না!
__________________________
শুনছো "আমার তুমি"
চলো না, এমন একটা প্রেম করি, যেখানে শুধু প্রেমই থাকবে, অন্য কিছু নয়।
__________________________
তোমার সাথে দুদিনের উষ্ণ-মিষ্টতার খেলা
তাতেই আমার জমেছে হাজার সন্ধ্যে বেলা।
©somewhere in net ltd.