![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল
প্রিয় মানুষটাকে দেখতে ছুটে যাওয়া হতো তারই ব্যালকনির নিচে।
হাতে বেসুরো গলায় গিটার কিংবা সস্তা গোলাপ।
অনেকদিন পর প্রিয় মানুষকে দেখার পর যে মুখে ভর করতো একরাশ আলোর ঝলকানি বা প্রানোচ্ছলতা।
প্রিয়জনের সাথে সময় কাটত ফুটপাথে হাত ধরে, পার্কের বাদামের খোসাতে।দিনভর ঘুরাঘুরি শেষেও দরজায় বিদায়পর্ব চলতো অনেকটা সময় ধরে-
আরো একটু সময় ধরে।
ভার্চুয়াল লাইফ এসে সবকিছু যেন ছিনিয়ে নিলো আর ধরিয়ে দিলো নতুন খেলনা।
আজো দেখা হয়,কথা হয় প্রতিবেলায় বা মুহুর্তে কিন্তু মোবাইলে।আজ দেখা হলে আলোর ঝলকানি ঠিকই থাকে-কিন্তু
ক্যামেরার ফ্লাশের!
আজো সময় কাটে কিন্তু ক্যাফেতে।আজ আর বিদায় পর্ব চলেনা কারন
facebook আর whatsapp এর কারনে
বিদায় বলতে কোন কিছু আর অবশিষ্ট নেই!
©somewhere in net ltd.