![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচ্ছেদ সবসময়েই পীড়াদায়ক কিন্তু তার থেকেও বেশি কষ্ট দেয় এই বিচ্ছেদের অনিশ্চয়তা।
কিসের অনিশ্চয়তা?
বিচ্ছেদের পর থেকে প্রতি মুহুর্তে মনে হতে থাকে মানুষটা হয়ত আবার ফিরে আসবে।
আবার হয়ত সব স্বাভাবিক হয়ে দুটো হাত সেই উষ্ণতা ফিরে পাবে।
এই হয়ত একটা মেসেজ আসবে অথবা একটা মিসকল।
________________
কিছু মানুষ জীবনে আসে-ছন্দে সুর তোলে আবার চলে যায়।
কিন্তু বুকের ভিতর গুমড়ে চলা ব্যথাটা এটা ভেবে কষ্ট পেতে থাকে যে
হয়ত এটাই গল্পের শেষ নয়।
এটা শুধুই এই উপন্যাসের একটা কালো অধ্যায়।
এই অসহ্যকর অনিশ্চয়তা, এই নীরবতায় পলাতক মন প্রতি মুহূর্তে
দুমড়ে মুচড়ে যায় বারেবার
©somewhere in net ltd.