নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

শব্দদূষকদের রুখতে হবে

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

সেদিন বাসার পাশে সন্ধ্যায় শুরু হলো বিকট সাউন্ডবক্সের চিৎকার। বিয়ে হচ্ছে। হিন্দি গানের উৎপাতে ঘরে থাকা দায়। ভাবলাম বিয়ের মত ঘটনা যখন একটু সহ্য করি, একসময় তো থামবে। রাত ১০ টা পর্যন্ত অসহ্য শব্দাঘাতে জর্জরিত হয়ে থানায় ফোন করলাম।



হ্যালো...আবাসিক এলাকায় জোরে মাইক বাজালে কি আপনাদের কাছে কমপ্লেন করার কোনো সুযোগ আছে?



খুব নিরীহভাবে জানতে চাইলাম পুলিশের কাছে। বললো, অবশ্যই...আপনি ঠিকানা বলেন..আমরা ব্যবস্থা নিচ্ছি।



দিলাম ঠিকানা। অপেক্ষা করলাম ঘন্টাখানেক। বীভৎস গানের গর্জন চলছেই। খুঁজে নম্বর নিয়ে ফোন করলাম র‍্যাবকে। একই প্রশ্ন করলাম। কিন্তু এবার আমার অবাক হবার পালা।



আমাকে র‍্যাবের লোকটা জিজ্ঞেস করলো, অত নম্বর বাসা, অত নম্বর সড়ক, অমুক জায়গা?



বললাম, হ্যা হ্যা।



বললো, ইতোমধ্যে আমরা দশটা কমপ্লেন পেয়েছি। ওই বাড়িতে র‍্যাব গেছে ইতোমধ্যে।



ফোন রাখতে না রাখতে শুনলাম পাশের বাড়িতে গান থেমে কান্নাকাটির লাইভ মিউজিক। সামনে তিনটা র‍্যাবের গাড়ি। বিয়েবাড়ির লোকজন ছুটছে। চেচামেচি। বারান্দায় দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করলাম। আশেপাশের অসুস্থ্য মানুষদের তোয়াক্কা না করে, বাচ্চাদের পড়াশুনা নষ্ট করে এই ভয়ংকর শব্দদূষকদের পিটিয়ে পাছার চামড়া উঠিয়ে দেয়া উচিত।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি কি এমন ঘটনা ঘটেছে নাকি কল্পনা ভাই :-&

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

কৌশিক বলেছেন: সত্যি ঘটনা। একেবারে তিন কিরা।

২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: এটা কি আসলেই না কল্পনা ভাই ? কান্ডারী অথর্বের একি প্রশ্ন আমারো !!!

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

কৌশিক বলেছেন: ভাই পুলিশ এখনও কিছু ভালো কাম করে। সত্যি ঘটনা।

৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

জয় পুলিশ বাহিনী জয় হোক।

৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৫

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: র‌্যাব কে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ একটু সাহস করে প্রতিবাদ করতে শুরু করলেই অনেক কিছু ঠেকানো যায়।

৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১

বটের ফল বলেছেন: এইডা কি শুনাইলেন ভাই!!!!

প্রতিবাদীকন্ঠ০০৭ এর সাথে একমত পোষন করে গেলাম।

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭

ম্রিয়মাণ বলেছেন: ক্যাসেটের দোকানের সামনে বিশাল স্পীকার রেখে উচ্চস্বরে মাইক বাজানোও বন্ধ হওয়া দরকার।
আবার একজায়গায় সভা বা ওয়াজ মাহফিলের আয়োজন করে বিস্তৃত এলাকায় মাইক বসিয়ে মানুষকে বিরক্ত করাও অন্যায়।
যার শোনা দরকার সে সভাস্থলে গিয়েই শুনবে। মাইক বাজিয়ে শহরবাসীকে বিরক্ত করা কেন?
বিয়ে বা এরকম অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজিয়ে পাড়া পড়শীকে বিরক্ত করা তো এখন সাধারণ ঘটনা।

৭| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:-0

৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৩২

যাযাবর শফিক বলেছেন: আজকাল গাড়ীর হর্ণ এত কর্কশ আর তীব্র যে, মাঝেমধ্যে ঢিল মারতে ইচ্ছা করে।

৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

যীশূ বলেছেন: দারুন তো!!!! র‌্যাবের নাম্বার পামু কই?

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

কৌশিক বলেছেন: র‍্যাবের ওয়েবসাইট আছে, বিস্তারিত ফোন নম্বরও দেয়া আছে। ভালো কার্যকর।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

যীশূ বলেছেন: লিংক দাও

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

কৌশিক বলেছেন: গুগল করতেও কষ্ট লাগে? বিয়া করলে কি করবা?

এই নাও লিংক http://www.rab.gov.bd/contact_us.php

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.