![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কষ্ট ভালো লাগে
আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ এটা আমার প্রথম পোস্ট। অন্যরকম একটি ঈদ কাটালাম। নেই কাছে কোন প্রিয়জন। নেই কোন আনন্দ। শুধু হাহা কার আর বেঁচে থাকার চেষ্টা। করিনি এবার শপিং কোন। সেলাই করেছি পুরাতন কিছু জামা। আর যে সকল ফর্মাল ড্রেস আগে অনুষ্ঠানে পড়তাম এবার তাই দিয়ে চালিয়েছি। নতুন কিছু নেই। পৃথিবীতে কি একটা শুরু হল। ভাবতেই পারি নি আমরা কেউ যে এমন হবে। তবে একটি কথা আমি বলতে চাই। সেটা হল কিছু দিন আগে ভাইরাস সারা পৃথিবীর অনেক দেশে আক্রমণ করেছিলো। মনে আছে? তারপর এই করোনা আসলো। আমরা প্রায় কয়েক বছর পর পর কোন না কোন সমস্যা দেখি পৃথিবীতে। এমন একটি বছরও দেখেছি যখন অনেক ভূমিকম্প হয়েছিলো। মাঝে মাঝে এমন কোন না কোন সমস্যা পৃথিবীতে হয়ে থাকে। যাই হোক মানবজাতি ভালো থাকুক। সেই কামনা করি।
এবার ঈদের দিন কোথাও ঘুরতে যাই নি। আর জানেন তো যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ আমরা ঘরে থাকতে পারি কোন সমস্যা হয় না। আমাদের সবার এই বছরটা খুব খারাপ হচ্ছে। সবাই সাবধানে থাকবেন আর আমরা যদি আমাদের নিজ নিজ জেলায় সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে হয়ত এক জেলা থেকে অন্য জেলা করোনা সংক্রমণ হবে না।
সবাই ভালো থাকবেন। আজ আমার প্রথম পোস্ট সাহস করে লিখলাম। ভুল ত্রুতি ক্ষমা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি ভালোবাসা রইল
২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৩
কাজী প্রিতম বলেছেন: দুনিয়ার সবকিছুই তো পরীক্ষা নিচ্ছেন সৃষ্টিকর্তা। আর করোনা মানুষের ভুলের কারনে মহামারী হয়েছে। মেডিকেল সমস্যা আমি বলব। কিছুদিন আগে অ্যাপেল আর হুয়াওয়ে নিয়ে একটি যুদ্ধ চলছিল। এই জন্যে করোনা একটি কৌশল চায়নিজদের। এটা আমি মনে করি।
২| ২৯ শে মে, ২০২০ রাত ১:৪৭
কল্পদ্রুম বলেছেন: লেখাতে ভুল ত্রুটি কিছু হয়নি।মাফ করবারও কিছু নেই।ভালো থাকবেন।আর উপরের প্রশ্নের উত্তর ভেবে চিনতে দিবেন।
২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩১
কাজী প্রিতম বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:১৩
নেওয়াজ আলি বলেছেন: আপনাকে স্বাগতম বগ্লে।
২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৪
কাজী প্রিতম বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে স্বাগতম,
এখানে ভূল বা সাহসের বিষয় না,
আপনার নিজ মাতৃভাষায় মনের কথা বলবেন ,
..................................................................
যেমন একজন ক্রিকেটার খেলার মাঠে কি করে ?
নিজের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে চায় ।
২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৪
কাজী প্রিতম বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
করোনায় বিশ্বের কেউ ভালো নেই।
২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৪
কাজী প্রিতম বলেছেন: জি, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০২০ রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
করোনা কি মেডিক্যাল সমস্যা, নাকি বান্দাকে পরীক্ষা করা হচ্ছে?