নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

গনজোয়ারের ডাকে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

আজকের যে সুবাতাস, মানে দেশের কলঙ্ক মোচনের দিন বা সুযোগ এসেছে, এটা শুধুমাত্র নতুনদের কারনেই সম্ভব হয়েছে। কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়, আজকের এই গন জোয়ার মুলত কাদের হওয়া দরকার ছিল? সবাই বলবেন, সবার । কিন্তু আমি বলব না, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের, কথাটা শুনে হাসছেন, তাহলে পরিষ্কার করে দি। রাজাকারদের সব অত‍্যাচার-নির্যাতন ১৯৭১ হয়েছিল। তাহলে প্রশ্ন হল, বেশিরভাগ মুক্তিযোদ্ধারা ( যারা বঁেচে আছেন) কেন আজ চুপ? এটা কি মানবিক হীন কাজ নয় কি? নাকি এটা রাজনৈতিক মারপ‍্যাচের কিছু। আমি ধীক্কার জানাই ঐ সকল মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযুদ্ধের নামে নিজের স্বর্থ চির্থাত করতে ব‍্যস্ত ছিল। তানা হলে সেই সব মুক্তিযোদ্ধারা আজ সুযোগ পেয়েও চুপ কেন? যেখানে আমরা নিজেদের জীবন বাজি রেখে আজকে ১৪দিন রাজপথে, সেখানে সেই সময়কার মুক্তিযোদ্ধারা বাসায় বউয়ের কাছে আরামের ঘুম ঘুমাচ্ছে। ধীক্কার জানাই,

এই ব্লকটি যদি কোন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান পড়েন (যারা এখনো আন্দোলনে একাত্ম হন নি) তাদের অনুরোধ করব, আপনারা চুপ করে না থেকে, এখনই আর একবার ঝাপিয়ে পড়ুন, নতুন মুক্তিকামি সন্তানদের সাথে।

আশাকরি সতি‍্যকারের মুক্তযোদ্ধারা চুপ করে থাকবে না।

সবাই মিলে সমোচ্চরিত বলবে, " রাজাকার মুক্ত বাংলা চাই "।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.