![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুলের সেই বিখ্যাত কবিতা, "ভোর হল, দোর খোল; খুকু মনি ওঠরে"।
কবি বর্তমানে বেঁচে থাকলে হয়তো নতুন শব্দযোগ হত। কবি যেহেতু বেঁচে নেই, তাই তার অসম্পন্ন কাজ আমি না হয় করলাম। পুরো দৃষ্টতা দেখানো আর কি।
ধর্মের কালো চাদরে কতদিন ঢাকা থাকবে বাঙালী। তাদের কি মানুষিক জাগ্রত হবে না। তাদের দৃঢ় মন, জেগে উঠে বলবে কবে, আমি বাঙিলী, আমি মানুষ। ধর্ম আমার পথ চলার রাস্তা, মনুষ্যত্ব আমার মানুষ হিসেবে পরিচয়। মানুষকে ভালবাসা, তার জন্য নিজেকে বিলিয়ে দেয়া, এই হোক আজকের প্রতিজ্ঞা।
"ভোর হল দোর খোল, বাঙালী জাগোরে"।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৪৩
ক্রান্তী সৌরভ বলেছেন: ভুল হয়েছিল, এডিট করে দিয়েছি।
২| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫২
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ লেখককে
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:১০
মঞ্জু রানী সরকার বলেছেন:
কুসুম কুমারির সেই বিখ্যাত কবিতা, "ভোর হল, দোর খোল; খুকু মনি ওঠরে- নিজের অজ্ঞতা মেনে নিয়েই জানতে চাই কতিাটি কি তাঁর লেখা?