![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আই লাভ ইউ"। একটু মুচকি হেঁসে কাঁপাকাঁপা কন্ঠে ছেলেটি বলল মেয়েটিকে।মেয়েটি এরকম কথা শুনে পুরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। গলাটা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাজার সমুদ্র পানি পেলে গলাটা তৃপ্তি পেত। কি বলবে এমন কথার উত্তরে, ঠিক বুঝে উঠতে পারছে না। এই বয়সের এমনই দোষ। কত ছেলে বলে, কখন মনের অজান্তে ভুল পথে চলে যাই। চিন্তার আকাশ মাথায় ভেঙে পরে। ছেলেটি নাছোর বান্দা,তাই কিছু একটা উত্তর না দিলে সে ছারবে বলে মনে হচ্ছে না। অনেক দিন ছেলেটি পথ আগলে কথাটি বলেছে। চেষ্টা করেছে মনমতো উত্তর শুনার যন্য। কিছু না কিছু বলে এরিয়ে গিয়েছি। হয়তো আজকেও পারা যেত কিন্তু সে আজ খুব নাছোর বান্দা। যা হয় কপালে, উত্তর আজ শুনতেই হবে, এমন পন করেই পথ আগলানো।
কিছুটা দ্বিধা দ্বন্দ্বে উত্তর দিলাম, "হ্যাঁ"। কথাটা ছেলেটা শুনে আল্হাদে আটখানা হয়ে পরল। মনে হচ্ছে স্বর্গ রাজ্যটা জয় করে ফেলেছে, বিশাল হাঁসি দিয়ে, হাফছারার মত বিশাল নিশ্বাস দিয়ে, চোখ দুটি বড়বড় করে, একটু রোমান্টিক হাঁসি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। একটু যেতেই পিছন ফিরে তাকান। একটু হাঁসি।
বাড়ি ফিরে আসলাম। পড়ার টেবিলে ঝুকে বসে ভাবছি, কাজটা কি ঠিক হল। অনেক প্রশ্নের মাঝে হ্যাঁ উত্তরটা বারবার চলে আসে। মনে হচ্ছে ঠিক করেছি।
♥♥ চলমানঃ পরের পোষ্টে ♥♥
০৮ ই মে, ২০১৫ সকাল ৮:২৯
ক্রান্তী সৌরভ বলেছেন: ধন্যবা সবসময় থাকবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।