নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ডট ওআরজি সেবা

১০ ই মে, ২০১৫ বিকাল ৩:০১


এত আনন্দ কই রাখি। বাংলাদেশ যে ডিজিটাল তার আবারও প্রমান রেখেছে। সর্বমোট ২৬ টি ওয়েব পোর্টাল ফ্রি দেখতে পারবেন। সমস্ত কাজ করতে পারবেন। এই সুবিধা আজকে (১০-০৫-২০১৫) রোজ রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। প্রথম অবস্থায় রবি এই সুবিধা দিচ্ছে। শুধুমাত্র রবি অপারেটর দিয়ে এই কাজ করতে পারবেন।
আনন্দ আর ধরে রাখতে পারছি না। আমি রাজনীতি করতাম না কিন্তু আওয়ামিলীগ দলকে এই জন্য অবশ্যই ধন্যবাদ দিব। তোমাদের জন্য এই সুযোগ-সুবিধার দ্বার উন্মোচিত হয়েছে। পেয়েছি নতুন কিছু। ধন্যবাদ দিলেই হয় না, তার থেকেও বেশি কিছু প্রাপ্য।
যে যাই বলুক না কেন, তোমরা দেশের জন্য কাজ করো, সেই কামনা রইল।

সমস্ত বন্ধরা আপাতত রবি সিম মোবাইলে প্রবেশ করান আর গুগল প্লে দিয়ে Internet. org দিয়ে ডাউনলোড করুন। আর মেতে উঠুন আজব ফ্রী এর দুনিয়াতে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৩:১৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: কিছু বিতর্ক আছে, তবুই বাংলাদেশের কনটেক্সএ অবশ্যই বড় উদ্যোগ...........তবে ফ্রি ফেসবুকটাকে সবার আগে প্রমোট না করে, সরকারী সেবা আর উইকিকে প্রমোট করা উচিত।

১০ ই মে, ২০১৫ রাত ৯:১৩

ক্রান্তী সৌরভ বলেছেন: উইকিকে করা হয়েছে তো। ভাই এটা ভুলে গেলে চলবে কি, এটা ফেসবুকের নিজস্ব ব্যবস্থা, আর তাদের সাইট দিতে বারন করছেন। আপনি তো আজিব লোক।

২| ১১ ই মে, ২০১৫ ভোর ৪:১৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: ভালো করে কমেন্ট না পড়েই কমেন্টের উত্তর করেছেন.........আমি বলেছিলাম "ফেসবুকটাকে সবার আগে প্রমোট না করে, সরকারী সেবা আর উইকিকে প্রমোট করা" আমি সিরিয়ালের কথা বলেছিলাম.........আর ব্যাবহারের কথা বলেছিলাম।

এই ফ্রি ইন্টারনেট ইউজাররাতো ৯৯%ই ফেসবুকের ব্যাবহার করবে........কিন্তু উচিত ছিলো উল্টোটা, সরকারী বা সেবা আর শিক্ষামূলক জিনিষটা যাতে পাবলিক সবার আগে পায় সেটার দিকে জোর দেয়া.......

১১ ই মে, ২০১৫ দুপুর ১২:১৫

ক্রান্তী সৌরভ বলেছেন: আপনি সফটওয়ারটি ব্যাবহার করে তারপর কথাটা বলা উচিত ছিল। ফেসবুক ১ম প্রমোট করা হয় নি। এখানে যে লিষ্ট সেটা আমার দেখা সর্বাধিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.