![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পয়লা বৈশাখের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ বললেন আইজিপি----- এখানে ক্লিক করে পড়ুন
আইজিপি স্যারকে ধন্যবাদ, আমরা ইচ্ছা করলেই এমন একটু-আধটু দুষ্টামি করতেই পারি। কেন করব না বলেন। স্যার তো তাই বলেন। তার দৃষ্টিতে যদি এটা দুষ্টামি হয়, তাহলে তা করতে বলা,আর করার জন্য উৎসাহ করা একই। তাই আমরা করব।
আইজিপি স্যার বেয়াদপি নিবেন না, আপনার আইনের লোক, ইচ্ছা করলেই আমার মত আমজনতাকে ধরে নিয়ে ক্রোশ ফায়ার করে দিতে পারেন, তাই ভয় লাগছে। তবুও চামরার মুখের মানুষ তো, না বলে পারি না। এই ছোট্ট দুষ্টামিটা যদি কোনদিন আপনার মেয়ে/বউয়ের সাথে কেউ করে, কি বলবেন?
দুষ্টামি বলে ব্যাখ্যা দিবেন তো?
আর কতকাল এমন ভাবে আইনের রক্ষক হয়ে, ভুল ব্যাখ্যা দিবেন। একদিন চাকুরি থাকবে না। সেদিন কিন্তু কেউ রক্ষা করবে না।
=> ক্ষমা চেয়ে নিচ্ছি আইজিপি স্যার। অনেক বাজে কথা বলে ফেললাম বলে।
©ভাবুন জ্ঞানী জন।
©somewhere in net ltd.