![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো বা সবসময় সবার সত্যকে সহজে মেনে নেবার মত সাহস থাকে না। মানুষিকতা হল একটা বড় ব্যাপার। যা কারও জন্মলগ্ন থেকে পাওয়া, আবার কারও তা পরিবেশগত বা সংস্কৃতির ছোয়ায় পরিবর্তন হয়।
তবে তা যেভাবেই হোক না কেন, পরিবর্তন হওয়া আবশ্যক। যদি না হয়, তাহলে সেটাকে বলব বড় ভুল কিছু। মানুষ মাত্রে পরিবর্তনশীল, সাথে তার মনটা।
আমার আপন জন এরা; এদের কি ভুল হতে পারে। ঠিক এটা যদি একপেশে ভাবনা হয়, তবে বলব, সেটা কিঞ্ঝিৎ পরিপান সুখের মধ্যে বিঘ্ন ঘটাবেই। তবে এটাকে কেউকেউ গ্রহন করবে সেটা বলা যায় না।
আমি নিজে ভারতীয় স্টার জলসা নামক চ্যানেলে দেখার ঘোর বিরোধী ছিলাম। কিছুদিন নিজের অজান্তে দেখতে শুরু করলাম। কোন এক বইতে পড়েছিলাম, যা পাও তাই পড়/দেখ। পড়ারর/দেখার মাঝে কোন দোষ নেই। তবে অবশ্যই রাজ হাঁসের মত দুধটা গ্রহন করতে হবে, পানিটাকে পরিত্যাগ করে। সেই কথা মনে করেই দেখলাম। কিছুদিন দেখে এটা স্পষ্ট বুঝলাম, যা ওরা দেখাচ্ছে, তা আমাদের পরিবারে, সমাজে হচ্ছে। দেখবেন নিজের সংসারে যদি বাইরের লোক, তা বিবাহিত বোন, মামি,মামা, পিসি ইত্যাদি থাকে। তাহলে অশান্তির বীজ বুনতে সময় লাগবে নাকি। কেউকেউ এটা পড়ে আমাকে ডজন খানিক গালি দিতে শুরু করে দিছেন। ভাই যা বললাম তা সত্য।
তাই তাদের কিছুটা দুরে রাখলে নিজের পরিবার নিয়া বাকা জীবনটা সুখে কাটাতে পারবেন।
ভাবুন জ্ঞানী জন
©somewhere in net ltd.