![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ এখন উন্নত হচ্ছে। উন্নত হতে যে সব কাজ দরকার,তার সবই হচ্ছে। ডিজিটাল দেশ তৈরি করার কথা পূর্বেই ঘোষনা দেয়া হয়েছে। সেটা চলমান। এক কথায় উন্নত হতে যে যে কার্যক্রম দরকার তার কোনই কমতি নেই।
তাহলে কমতি কিসের? সহসা প্রশ্নটা করলে হকচকিয়ে যেতে পারেন। কিছু মানুষ বলছে উন্নতি হচ্ছে/চলমান। কিছু মানুষ বলছে দেশ রসাতলে যাচ্ছে।
-কেমন রসাতলে?
-খুন,গুম, ধ্বংস, মৃত্যু ইত্যাদি।
-এটা কি দেশের প্রধান যিনি তিনি করছেন বা করাচ্ছেন?
-জানি না।
-তাহলে কে করছে বা করাচ্ছে?
-যেহেতু দেশ প্রধান বা সরকারের এটা দায়িত্ব,কে বা কারা এইরকম কাজ করছে।
-কিছু মানুষ সমাজে বাস করে।তাদের মধ্যে কিছু মানুষ সমাজের হিতকর কাজ করে, কিছু মানুষ সেই হিতকর মানুষদের মন্দাচরন করতেই থাকে। তাই বলে কি সমাজের উন্নতি বা উন্নতি যারা করে,তাদের কোন ক্ষতি হয়। একদম নয়। সবাই কখনও একসাথে উন্নতির কথা চিন্তাও করবে না, তা কামনাও করবে না।
এতক্ষন যা নিয়ে আলোচনা, তা আমাদের দেশের বর্তমান প্রক্ষাপট নিয়ে নিজস্ব মতামত তুলে ধরা। দেশ যেখানে উন্নতির নতুন ছোঁয়ায় মাতোয়ারা। সেখানে সেই সমাজের মত কিছু দুষ্ট্যচক্র সবসময়ই সমালোচনার ঝুরি নিয়ে বসে আসে। যতই ভাল কিছু করুক না কেন। আপ্রান চেষ্টা থাকে, কোন দোষ যদি বের করা যায়। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল, হয়তো বা সফলতার মুখ দেখে না। তবুও এসি রুমে বসে এই ঘাম না ঝরানো পরিশ্রম করাটা তাদের পেশাগত অভ্যাসে পরিনত হয়েছে। তাদের চোখের বিষ হয়েছে দেশকে উন্নত করার এই সরকার।
=> সমুদ্র জয়, ছিটমহলের সমস্যা দূরীকরন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষাক্ষেত্রে সেশন জটের অবসান,দুর্নিতী মুক্ত সমাজ, পদ্মা সেতুর কাজ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল প্রক্রিয়াকরন, রাস্তা-ঘাট নির্মান ও পুননির্মান, দেশদ্রোহীদের বিচারকরন, খাদ্য ফসল উৎপাদনে ব্যাপক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় করনে বিশেষ অর্জন, বস্ত্রখাতে যুগান্তকারী উন্নতি, আইন-শ্রিঙ্খলার উন্নতি সাধন, চুরি-ডাকাতি বন্ধ, সন্ত্রাস মুক্ত সমাজ ইত্যাদি।
যা বলে শেষ করবার নয়। তবুও এই উন্নতি নাকি কারও কারও একদম চোখেই পরছে না। হায়রে মানুষ, চোখ থাকিতে অন্ধ। চোখে ছানি অপারেশন করে দেখলেই হল।
©ভাবুন জ্ঞানী জন।
©somewhere in net ltd.