![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা হলেও বাংলাদেশে কলঙ্ক মুক্ত হবে। দেশের হাজারো মানুষের রক্তের বিনিময়ে, মা-বোনদের বিনিময়ে যে স্বাধীনতা, তার যারা চর মীরজাফরগিরি করেছে, তাদের চরম বিচারে আজ দেশের মানুষ খুশি, দেশ আজ কলঙ্ক মুক্ত হতে চলেছে।
এবার শেষ দাবী এদের ফাঁসির সাথেসাথে তাদের সকল সম্পত্তি নিলাম করুক এবং তা যথাযথ মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরন করুক।
২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
ক্রান্তী সৌরভ বলেছেন: প্রেম তার প্রতিই সাজে,যার প্রেম নেবার মত মন আছে। যে লোক হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে,তার প্রতি প্রেম দেখানো আর মীরজাফরকে ভালবেসে বক্ষে নেয়া সমান নয় কি?
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৯
আহসানের ব্লগ বলেছেন: প্রেম তার প্রতিই সাজে,যার প্রেম নেবার মত মন আছে। যে লোক হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে,তার প্রতি প্রেম দেখানো আর মীরজাফরকে ভালবেসে বক্ষে নেয়া সমান নয় কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
চ্যাং বলেছেন: অদ্ভুত আাধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
অন্যায় আজ বিজয়ী। জুলুম আজ উচ্চকন্ঠিত। তবে নামবে। একদিন। নিশচয়ই।
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা ;
যাদের হৃদয়ে কোন প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া ।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাহাদের হৃদয় ।।
প্রিয় কবি জীবনান্দের কাব্য থেকে......