![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
আমার ছোট একটি সুখের নীড়,
আজ অসুখে বাসা বাধতে চায়,
শত কষ্টের মাঝেও সে খুবই শান্ত ছিল,
আজ কেন যে, এত অশান্ত হতে চায়।
হাসি খুশিতে ভরা সংসার,
নারগিসের সু-বাতাস বহিত আমার গায়,
কোন চাওয়া পাওয়া বা না-পাওয়া দাবী ছিল না,
ছিল একচিলতে হাসি,
আর সংসার ছিল বড়ই মায়াময়।।
সারা দিন হাড় ভাংগা খাটুনি খেটে
যখনই ফিরে আসতাম আমার সেই সুখের নীড়ে,
ছোট দুটি ছেলে আমাকে জড়িযে ধরে আদর করতো
বাবা অফিস থেকে এসেছো ফিরে?
সুধুই ইচ্ছা করে আবার ফিরে যেতে ,
আমার ফেলে আসা সেই অতিতের কাছে,
সে যে ছিল, কতই স্নেহের, কতই মধুর
বোঝাতে পারবে কি কেউ, সেখানে কি আছে।
কাঁচা হাতের রান্না করা ভাত তরকারী
লবন না দেয়া, তাতেও এত সাধ ছিল কেন?
পেট পুড়ে খেয়েছি, হাসিতে হাসিতে,
অমৃত সম যেন।
একটা দমকা বাতাস আমাকে খুবই কষ্ট দিচ্ছে
যানি না সে কখন কি ঘটিয়ে ফেলে,
আমার ছোট কুড়ে ঘরে না জনি কোন
অশান্তির ছায়া ফেলে।
আমি হারতে চাই না, এই জগত সংসারে
আমি আমার ছোট্ট সুখের নীড়ে
যেন না ধরে কোন অসুখে
শান্তি আসুক ফিরে।।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: সত্যি সুখের নীড়ে-অসুখ, বড়ই কঠিন। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: সুখের নীড়ে-অসুখ।
++++