নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা জয় জয় বাঙালি

০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বাংলাদেশের যত বীর বাঙালি, আদিবাসী ও পাহাড়ি জনগণ

জয় বাংলার জয় কন্ঠে ধর, না হলে বিপদ হবে সংক্রমণ।

কে বল মানিবে মূর্খের জ্ঞানদান

টাকা-আনা-পাইকে যে বলে সমান?

আমরা মানি না মূর্খের জ্ঞানদান

একক দশক আর শতক কি সমান?

পূর্ণ কর মন ইতিহাস জ্ঞানে, শত শহীদের কথা বাজে কানে

উচ্চ কন্ঠে সকলে বলি, জয় বাংলার জয় জয় বাঙালি।



নারী বা পুরুষ, লম্বা বা খাটো, মোটা বা চিকন যত দেশবাসী

সকলের জন্যই ঋতু বদল হয় সকলে আমরা জ্ঞান পিপাসী।

কে বল মানিবে মূর্খের জ্ঞানদান

যে বলে ছাত্র ও শিক্ষক সমান।

আমরা মানি না মূর্খের জ্ঞানদান

যে বলে ঘোষক আর সভাপতি সমান।

পূর্ণ কর মন ইতিহাস জ্ঞানে, শত শহীদের কথা বাজে কানে

উচ্চ কন্ঠে সকলে বলি, জয় বাংলার জয় জয় বাঙালি।



ধর্ম যার যার রাষ্ট্রের তো সবার, আকাশ, বাতাস, পানি ও মাটি

সকলের স্বার্থে, সকলের চেষ্টায়, পরিবেশ রাখবো পরিপাটি।

কে বল মানিবে মূর্খের জ্ঞানদান

যে বলে সাগর-খাল-নদী সমান।

আমরা মানি না মূর্খের জ্ঞানদান

টিলা পাহাড় পর্বত কি সমান?

পূর্ণ কর মন ইতিহাস জ্ঞানে, শত শহীদের কথা বাজে কানে

উচ্চ কন্ঠে সকলে বলি, জয় বাংলার জয় জয় বাঙালি।



বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতির পিতা তিনি হিমালয় সমান

কর্মঘন জীবন হেতু কাল অন্তরেও মূর্তমান।

কে বল মানিবে মূর্খের জ্ঞানদান

যে বলে শূন্যতা ও পূর্ণতা সমান।

আমরা মানি না মূর্খের জ্ঞানদান

অনুসারী, অনুগামী, নেতা কি সমান?

পূর্ণ কর মন ইতিহাস জ্ঞানে, শত শহীদের কথা বাজে কানে

উচ্চ কন্ঠে সকলে বলি, জয় বাংলার জয় জয় বাঙালি।



আবদুল হান্নান শেখ

(বীর মুক্তিযোদ্ধা ও সদস্য অর্থ,চট্রগ্রাম বন্দর কতৃপক্ষ)






(লেখাটি এই বছরের জানুয়ারি মাসে চট্রগ্রাম থেকে প্রকাশিত জাতীয় মাসিক ম্যাগাজিন "একুশে পত্রিকা" তে ছাপানো হয়েছে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.