নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক জীব হতে সাধু সাবধান!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০

মানুষ সামাজিক জীব, রাজনৈতিক জীব নয়।



কিন্তু কিছু মানুষ নিজেদেরকে রাজনৈতিক জীব মনে করে। সম্পর্ক বলতে একমাত্র রাজনৈতিক সম্পর্ককেই বোঝে। পরিবারে, সমাজে যত বিশৃঙ্খলা এদের কারনেই হয়ে থাকে। এরা সব জায়গায় নাক উঁচু করে সার্থের গন্ধ খোঁজে। পরিবার, সমাজ এদের কাছে কিছু না।



এই রাজনৈতিক জীবরা আবার সমাজের, দেশের সম্মানিত ব্যক্তি। দূর থেকে এদের বেশ-ভূষা, চাল-চলন দেখে মনে শ্রদ্ধা জাগে। শ্রদ্ধার সাথে আরেকটু কাছে এগিয়ে গেলে আপনি এদের বাগ্মীতায় সম্মোহিত হয়ে যাবেন। সম্মোহিত অবস্থায় তাদের আরো নিকটে গেলে এরা আপনার সামনে মূলা ধরবে। আপনি সেই মূলা ধরার জন্য আপনার বাবা-মা, ভাই-বন্ধু, নীতিজ্ঞান ত্যাগ করে তাদের পেছনে দৌড়ানো শুরু করবেন।



মূলা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে প্রাণপনে দৌড়ানোর পর যখন হাঁপিয়ে উঠবেন, ভাববেন "আর কত দূর?" ততক্ষনে অনেক দেরি হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আসলে ওনাদের হাতে কখনোই কোনো মূলা ছিল না। সম্মোহিত অবস্থায় ঐটা ছিল আপনার ভ্রম। কিন্তু এই দৌড়ানো আর হাঁপানোর মধ্যে তাদের সার্থ উদ্ধার হয়ে গেছে। তবুও আপনি এদের কাছে যাবেন মূলার একটুখানি অংশ পাওয়ার আশায়। তখন তারা আপনাকে দরজা দেখিয়ে বলবে "যাও বাপু, অন্য জায়গায় দেখ"!!



এই রাজনৈতিক জীবরা ভেঙে দিচ্ছে অগণিত পারিবারিক, সামাজিক সম্পর্ক, তৈরি করছে বিবাদ। হাজারো সৎ, নিষ্ঠাবান, স্বপ্নবাজ তরুনদের মিথ্যা আশ্বাস দিয়ে গড়ে নিচ্ছে নিজেদের সার্থ উদ্ধারের পথ। সন্তানকে পিতা-মাতার বিরুদ্ধে, বন্ধুকে বন্ধুর বিরুদ্ধে দাড় করিয়ে দিতে এদের বিবেকে একটুও বাধেনা।



নিজের আদর্শ, নীতির উপরে আস্থা রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন। একমাত্র তিনিই আছেন, যিনি প্রতিশ্রুতি পূরন করেন। রাজনৈতিক জীবদের পরিহার করুন, নিজের সামাজিক ও পারিবারিক সম্পর্ক সুন্দর রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.