নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

না বুঝে কুরআন পড়া; কোনো সওয়াব পাওয়া যাবে কি?

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

প্রশ্নঃ আমাদের দেশে সাধারণ মুসলমানগণ না বুঝেই কুরআন তিলাওয়াত করেন। অনেকেই প্রতিদিন কিছু অংশ তিলাওয়াত করেন, খতম করেন, এবং বহুবার খতম করেন। অধিকাংশ হাফেজই না বুঝে কুরআন তিলাওয়াত করেন, খতম করেন, শবিনা পড়ান। না বুঝে কুরআন পড়ার মধ্যে কি কোনো সোয়াব আছে?



উত্তরঃ এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে কুরআন নাযিলের উদ্দেশ্য কী? কুরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে স্বয়ং কুরআনই বলেছে-



১. মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনা। (আল কুরআন ১৪:১)



২. মানব জাতিকে জীবন যাপনের সঠিক পথ প্রদর্শন। (আল কুরআন ১:১৮৫)



এই উদ্দেশ্যের দাবি হলোঃ



১. কুরআন বুঝা এবং

২. কুরআনের অনুসরণ করা।



কুরআন মজিদের সাথে মুমিনের যতো সোয়াব ও নেকি জড়িত সবই এই দুটির সাথে জড়িত। অর্থাৎ বুঝার সাথে এবং অনুসরণ করার সাথে।



যিনি না বুঝে কুরআন পাঠ করেন, তার উপমা হলো ঐ ব্যক্তির মতো, যিনি শুনেছেন যে রসূলুল্লাহ্ ﷺ আতর ভালোবাসতেন। তাই তিনি প্রতিদিন কিছু সময় আতরের দোকানে গিয়ে বসে আসেন। কিন্তু তিনি আতর কিনে ব্যবহার করেন না। ফলে তিনি প্রতিদিন কিছু সময় নিজে আতরের ঘ্রাণ পান। কিন্তু তার থেকে কেউ আতরের ঘ্রাণ পায় না। তিনি নিজেও সব সময় আতরের ঘ্রাণ পান না।



পক্ষান্তরে যিনি কুরআন বুঝেন এবং কুরআনের জ্ঞানার্জন করেন, তার চিন্তা, ধ্যান ধারণা এবং চরিত্র ও কর্মে সব সময় সেই জ্ঞান প্রস্ফুটিত ও বিকশিত থাকে। ফলে সর্বক্ষণ তিনি নিজেও সুরভিত থাকেন এবং অন্যেরাও তার সুবাসে সুবাসিত হন।



আমাদের দেশে যেসব নিরক্ষর বা স্বল্প শিক্ষিত নারী পুরুষ কুরআন তিলাওয়াত করতে শিখেন এবং নিয়মিত তিলাওয়াত করেন, কুরআনের প্রতি তাদের আগ্রহ, কুরআনকে ভালোবাসা এবং তিলাওয়াত করার কারণে তারা অবশ্যি সওয়াব পাবেন।



কিন্তু যেসব মুসলিম সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষিত হয়েছেন, বিভিন্ন ভাষা ও বিষয়ে শিক্ষা লাভ করেছেন, জ্ঞান ও মেধা খাটিয়ে চাকরি কিংবা ব্যবসা করছেন, বেবুঝ কুরআন তিলাওয়াতের জন্য তাদের কিছু সোয়াব হলেও কুরআন বুঝার চেষ্টা না করার জন্যে, এবং এর জন্যে সময়, শ্রম, অর্থ ও মেধা নিয়োজিত না করার জন্যে তারা পাকড়াও থেকে রেহাই পাবেন কি?



[আবদুস শহীদ নাসিম রচিত “মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল” বই থেকে]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সিটিজি৪বিডি বলেছেন: অর্থসহ পড়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.