নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

তারপরও কি আমরা আত্মতুষ্টিতে ভুগবো?

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

”নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।” ‍[সূরা আল-আনকাবূতঃ আয়াত ৪৫]



১) গান শোনা

২) হলিউড, বলিউড এবং আরও যত ‘উড’ আছে সব দেখা

৩) নাটক, সিরিয়াল দেখা



অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে নামাজী ব্যক্তি নামাজ পড়ার সাথে সাথে উপরের কাজগুলো সমানতালে করতে থাকেন। এরা দুই ধরণের-



টাইপ-১) ব্যক্তিটি জানে যে কাজটা ঠিক না। সে ছাড়ার চেষ্টা করছে।



টাইপ-2) ব্যক্তি জানে কিন্তু সে ভাবে যে যেহেতু সে নামাজ পড়ে তাই সে “Out of danger"। সে আত্মতুষ্টিতে ভোগে। হতে পারে সে অবচেতনভাবে আত্মতুষ্ট। হতে পারে সে নিজেকে ইচ্ছাকৃতভাবে আত্মতুষ্ট রাখে।



নামাজ পড়েও যদি উপরের তিনটি কাজের মায়া না ছাড়া যায় তবে বুঝতে হবে নামাজে ‍সমস্যা আছে। নামাজে একাগ্রতার ঘাটতি আছে অথবা নামাজ সঠিক পদ্ধতিতে আদায় হচ্ছে না।



একজন মুসলমানের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আমরা কেউই জানিনা যে অগণিত গোনাহের মাঝে আমাদের ক্ষুদ্র আমলগুলো কবুল হচ্ছে কিনা।



স্কুল, কলেজ, ভার্সিটির পরীক্ষায় পাশমার্ক থাকে যা ক্ষেত্রভেদে ৩৩%, ৪০% অথবা ৬০%; এসব পরীক্ষায় খারাপ করলে পূনরায় ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। ফেল করলে পরের বার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। আখিরাতে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তার পাশমার্ক আমাদের বলে দেওয়া হয়নি। তবে পরীক্ষায় পাশের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে যা আমাদের পূঙ্খানুপূঙ্খরুপে মেনে চলতে বলা হয়েছে। দুঃখের বিষয় আমরা গাইডলাইনের ‘গ’ জানলেও এর তাৎপর্য বুঝি না। আর ‘ই’ থেকে ‘ন’ পর্যন্ত জানার প্রয়োজন বোধ করি না। কিছুই না জানার পরেও ভেবে বসে আছি “এটাই enough or more than enough”!



এপার থেকে “এটাই enough or more than enough” রেকর্ড নিয়ে ওপারে গিয়ে যদি দেখি যে পাশমার্ক পাইনি তখন কি হবে? ওপার থেকে কিন্তু দ্বিতীয়বার এপারে এসে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নেই। তারপরও কি আমরা আত্মতুষ্টিতে ভুগবো?





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

ঢাকাবাসী বলেছেন: গান শোনা উড দেখা নাটক দেখা পাপ?

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই।


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.