![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।
মধ্যযোগীয় অপসংস্কার ,অপকৌশল ছাড়িয়ে উঠতে আর কত সময় নিবে বাঙালী ?
ইদানিং হঠাত্ হঠাত্ কথা গুলি মাথায় ঝুকে বসে । বিংশ শতাব্দির কলুষিত পরিবেশে আজ যেনো মানবতা ধুকে মরছে । ক্ষমতার অপব্যবহার যেনো ক্ষমতাসীনদের নিত্য নৈমিত্তক নেশায় পরিণত হয়েছে ।
মানতেই হবে ,কলমের খোচায় মানুষত্ব চিরবন্দী । মেধা ,যোগত্য পথের ধুলি সমতুল্য হওয়ার পথে ! ভাবতেই যেনো কেমন "গা" শিওরে উঠে । চাকরীর ইন্টারভিউ এ মেধা ,যোগ্যতা আজ টাকার রেফারেন্স খোজে । তথাকথিত সুশিল সমাজ মুখের দামি দামি বুলি ছাড়ে সমাজের উন্নয়নে ,যদিও উন্নয়নটা অবনতির দিকেই চলে যায় । ছোট্র জ্ঞানে এত মাইর প্যাচ বুঝিনা বাপু । প্রশ্ন করি নিজেকে , সুশিল কি কুশিল থেকেই কনভার্ট হয় ? নাকি কুশিল থেকে সুশিল এ ?
কোন এক ফিচারে পড়েছিলাম , ইংরেজদের উন্নতির পেছনে রয়েছে তাদের একেকজনের ঘাম ঝরানো কঠোর পরিশ্রম । তারা একেকজনের কাজকে নিচু করে দেখেনা ! সম্মান দিতে জানে , প্রতিটি পেশার কাজকে । জানিনা , কথাগুলি কতটুকু সত্য ! জানার প্রয়োজন ও মনে করি না !
ওই যে একটা উক্তি আছে না ? নিজের চর্কায় তেল দাও ! আসলেই তো ! বড় কলামিস্টরা , অন্যদের নিয়ে গবেষনা শুরু করে দেই ! আসুন , আগে দেখি আমরা কেমন ! তারপরই না হয় আরেকজনেরটা বিবেচনা করবো !
©somewhere in net ltd.