![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."
ব্লগার সৈয়দ মশিউর রহমান শিল্পী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি আশা করেছেন যে ফারিয়াকে জেলে পাঠানো হবে এবং তাকে ‘ডিম থেরাপি’ দেওয়া হবে। তবে, এই নারী শিল্পীকে ঠিক কী কারণে বিমানবন্দরে আটক করা হয়েছে এবং কোন যুক্তিতে তার প্রতি এমন আচরণের দাবি করা হচ্ছে, সেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অবশ্য তিনি বোধ করেননি।
কিছুদিন ধরে আমি তার পোস্টগুলো লক্ষ্য করে আসছি। গত বছর জুলাই মাসে, ব্লগের কট্টর আওয়ামীপন্থী ব্লগার হাসান কালবৈশাখী যেভাবে ব্লগে এসে লাফালাফি করতেন এবং আওয়ামী লীগের দুষ্কর্মগুলো নির্লজ্জভাবে সমর্থন করে পোস্ট দিতেন, সৈয়দ মশিউর রহমানের এসময়ের পোস্টের সাথে সেগুলোর আশ্চর্যজনক মিল পাচ্ছি। হাসান কালবৈশাখী কোটা আন্দোলনকারী ছাত্রদের কীভাবে পিটিয়ে পাছার চামড়া তুলে নিতে হবে, সেটা আমাদের জানাতে ছাড়েননি। তাকে নিয়ে আমি তখন “ব্লগার হাসান কালবৈশাখীর (এবং ব্লগের গণশত্রুদের) কাছে খোলা চিঠি” শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম (আমার সেই পোস্টটি)।
ঠিক এখন একইভাবে জামাতের গোয়েবেলসীয় সেই কাজটিই করছেন সৈয়দ মশিউর রহমান। তার বক্তব্যের ভাষার সঙ্গে হাকার ভাষার মিল দেখে বোঝা যাচ্ছে যে জামাত এখন দেশের ক্ষমতার অক্ষের কাছাকাছি অবস্থান করছে। তার নুসরাত ফারিয়াকে দেওয়া ‘ডিম থেরাপি’ এবং হাকার কোটা আন্দোলনকারী ছাত্রদের পিটিয়ে পাছার চামড়া তুলে দেওয়ার ভাষার মধ্যে দারুণ মিল লক্ষ্য করছি।
তবে একটি বড় পার্থক্য এখানেই যে, সৈয়দ মশিউর রহমান যেহেতু বর্বর ধর্মব্যবসায়ী দল জামায়াতের সমর্থক, তার আক্রমণের লক্ষ্যবস্তু মূলত নারী। তার পোস্টে নারীদের প্রতি বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ এবং মূর্খতা এতটাই স্পষ্ট যেটা হাসান কালবৈশাখীর লেখায় ছিল না।
তখন আমি হাকাকে যেমন বলেছিলাম, আজ তাকেও (সৈয়দ মশিউর রহমানকে) সেই কথাই মনে করিয়ে দিচ্ছি: কবে কখন কার পিছনে বেতের বাড়ি এসে পড়ে, সেটা আগে থেকে অনুমান করা যায় না। নির্বোধেরা ভাবে তাদের জীবন চির নিরাপদ। কিন্তু যাদের সামান্য জ্ঞানবুদ্ধি আছে, তারা নিজের পশ্চাৎদেশের চামড়া রক্ষায় সচেষ্ট থাকেন।
১৯ শে মে, ২০২৫ সকাল ১১:৫৩
শ্রাবণধারা বলেছেন: সঠিক পর্যবেক্ষণ। ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০২৫ সকাল ১১:১৩
হাসান মাহবুব বলেছেন: জঘন্য মানসিকতার একজন ব্লগার। আর এদের একটা কোরামও আছে আবার। সবগুলা মিলে হুক্কাহুয়া করে।
১৯ শে মে, ২০২৫ সকাল ১১:৪৪
শ্রাবণধারা বলেছেন: এই কোরামের বর্বরগুলো জায়োনিস্টদের তৈরি করা বয়ান "হামাস সিমপ্যাথাইজাররা" এর অনুকরণে ব্লগে "নটি সিমপ্যাথাইজাররা", "সুশীল সিমপ্যাথাইজাররা" এরকম করে বলে। লক্ষ করেছেন কি?
এখানে প্রসঙ্গের বাইরে হলেও বলি, আমার পর্যবেক্ষণে জামাতীদের সঙ্গে জায়োনিস্টদের বেশ কিছু দারুণ মিল রয়েছে। প্রচুর অর্থসম্পদ এবং ক্ষমতার গরম সম্ভবত এই মিলের একটি বড় কারণ।
৩| ১৯ শে মে, ২০২৫ সকাল ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: @সাজ্জাদ হোসেন, আপনি খালেদা জিয়াকে সম্মান করেন?
১৯ শে মে, ২০২৫ সকাল ১১:৫১
শ্রাবণধারা বলেছেন: কোনও একজন বিশেষ নারীকে সম্মান বা অসম্মান করা আর পুরো নারী জাতিকে সম্মান করা বা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করার মধ্যে পার্থক্য আছে।
৪| ১৯ শে মে, ২০২৫ সকাল ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: " আমার পর্যবেক্ষণে জামাতীদের সঙ্গে জায়োনিস্টদের বেশ কিছু দারুণ মিল রয়েছে"- দারুণ মিলে গেল আমার মতামতের সাথে। আমি এটা অনেককেই বলছি জামাতীদের ইকোসিস্টেম ইহুদিদের মতো।
১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:০০
শ্রাবণধারা বলেছেন: ধন্যবাদ।
জামাতের সংগঠন এবং তাদের ধর্মব্যবসা নিয়ে লেখালেখি এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বাংলাদেশে ধর্মব্যবসা ও মোল্লাতন্ত্র নিয়ে বিশ্লেষণধর্মী লেখা আমার কোথাও তেমন চোখে পড়েনি।
ব্লগে বা ব্লগের বাইরে এ বিষয়ে আগে কোনো লেখালেখি হয়ে থাকলে জানাতে পারেন।
৫| ১৯ শে মে, ২০২৫ সকাল ১১:৫৬
কাঁউটাল বলেছেন: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক এ আদেশ দেন।
এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেয়া হয়। এর কিছুক্ষণ পরে এজলাসে নেয়া হয় তাকে।
এর আগে গতকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছিল, থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:২৯
শ্রাবণধারা বলেছেন: হুম! তো এই মামলাগুলো বিচারের জন্য আপনাদের ক্যাঙ্গারু কোর্ট কবে নাগাদ বসতেছে?
৬| ১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:০২
হাসান মাহবুব বলেছেন: @কাঁউটাল, যা বলছেন নিজে বিশ্বাস করেন? উপদেষ্টা ফারুকী কী বলছে দেখেন। @কাঁউটাল, যা বলছেন নিজে বিশ্বাস করেন? উপদেষ্টা ফারুকী কী বলছে দেখেন।
৭| ১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ৪ নং কমেন্টে আপনি যে প্রতিমন্তব্য করেছেন উহা নিয়ে চাইলে লেখা যায়। কিন্তু সামুতে ভয়াবহ সিন্ডিকেট আছে। নামে মুক্ত চিন্তা হলেও সামুর ব্লগারদের এক বিরাট অংশ আসল্ব কতটা মুক্তচিন্তায় বিশ্বাসী উহা নিয়ে সন্দেহ আছে।
১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:১৭
শ্রাবণধারা বলেছেন: আমি দেখেছি, আপনি বিভিন্ন পোস্টে মন্তব্যের মাধ্যমে এ সংক্রান্ত মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরেছেন, যা প্রশংসনীয়।
সামুর ব্লগারদের মধ্যে কতজন মুক্তচিন্তায় বিশ্বাসী - এই প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক ধরে নিয়ে লিখুন। এক সময় দেখবেন, এসব লেখাই সবচেয়ে মূল্যবান।
৮| ১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:২২
জ্যাক স্মিথ বলেছেন: যাকে তাকে হত্যা মামলা, ঢালাওভাবে গ্রেফতার ভিন্ন বার্তা দেয়।
৮৫ বছরের এক বৃদ্ধ সুফি মিজানকে যে যুক্তিতে হত্যা মামলা দেয়া হয়েছে সে যুক্তিতে দেশের সকল ব্যসায়ীকেই হত্যা মামলায় ফাঁসানো যায়। যে সকল ব্যবসায়ীরা গত ১৫ বছরে না খেয়ে মারা যায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নেয়নি তারা সবাই আওয়ামীলীগের দোসর, দে মামলা।
গত ১৫ বছরে কত মানুষ গুম, খুন, নির্যাতনের শিকার হলো, অথচ সামহ্যারইন ব্লগের কেউ'ই গুম খুন হলো না এই ব্লগটা ১৫ বছর ধরেই বহাল তবিয়াতেই চলতেছে.. সুতরাং এই ব্লগের কর্ণধারেরাও আওয়ামী সরকারের দোসর.. দে মামলা এদের নামে।
এগুলো আসলে ভালো লক্ষণ নয়।
১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৮
শ্রাবণধারা বলেছেন: আপনার মন্তব্যের প্রথম অংশ যুক্তিসঙ্গত হলেও, শেষ অংশে আপনি ইচ্ছাকৃতভাবে না জানার ভান করে ভুল তথ্য দিলেন কি?
আওয়ামীলীগের দুঃশাসনের সময়ে এই ব্লগের ব্লগার কান্ডারী অথর্ব এবং জুল ভার্ন গুমের বিষয়টি সুবিদিত। কিছুদিন আগে কান্ডারী অথর্বের করুন মৃত্যু এবং এ নিয়ে জুল ভার্নের পোস্ট সম্পর্কে আপনি অবগত নন?
৯| ১৯ শে মে, ২০২৫ দুপুর ১২:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মামলা হলেই গ্রেফতার করতে হবে এটা সঠিক কাজ না।
১০| ১৯ শে মে, ২০২৫ দুপুর ১:৩০
শাহ আজিজ বলেছেন: উপদেষ্টাদের ব্যাক্তিগত প্রতিশোধের মাত্রা বেশি হয়ে যাচ্ছে ।
১১| ১৯ শে মে, ২০২৫ দুপুর ২:১৩
মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যের প্রথম অংশ যুক্তিসঙ্গত হলেও, শেষ অংশে আপনি ইচ্ছাকৃতভাবে না জানার ভান করে ভুল তথ্য দিলেন কি?
কথাটা সম্ভবত ব্লগ কর্তৃপক্ষ এর বেপারে ছিল।
১২| ১৯ শে মে, ২০২৫ দুপুর ২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন করে ঢালাও গ্রেফতার, শুধুই নামে মাত্র অভিযোগে কাউকে হেনস্তা করা ঠিক না। আমি যদি কাউকে সম্মান দিতে না জানি তবে আমাকেও কেউ সম্মান দিবে না সে মন্ত্রটা মনে রেখে সবাই কাজ করলে হয়তো সুন্দর একটা সময় উপভোগ করার ক্ষমতা পাওয়া যেত।
১৩| ১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:৩২
জ্যাক স্মিথ বলেছেন: আমি আসলে ব্লগ কর্তৃপক্ষের কথা বলেছিলাম... যা হোক, শেখা হাসিনা (নূসরাত ফারিয়া) তো গ্রেফতার হলো এবার ফজিলতুন্নেছার (তিশার) কি হবে? আর বঙ্গবন্ধুর (আরেফিন শুভর) কি কোন খোঁজ হলো?।
মুজিব সিনেমার পরিচালাক নাকি ফারুকী?
১৯ শে মে, ২০২৫ রাত ১১:০০
শ্রাবণধারা বলেছেন: হা হা, ধন্যবাদ। ফজিলতুন্নেছা আর বঙ্গবন্ধুর কী হবে, সেটা নিয়ে লিখুন।
ধর্মান্ধদের আফিমের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হতে শুরু করেছে। এই বিষ তাড়ানোর জন্য ওঝাদের ঘাড়ে কিছু কিছু দায়িত্ব এসে পড়ে।
১৪| ১৯ শে মে, ২০২৫ বিকাল ৪:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি আমার লেখায় পরিস্কার করেছি যে দুষ্ট, অবাধ্য, দুরন্ত, পাজি, নর্তকী ইত্যাদি নটী অর্থেই ব্যবহৃত হয়েছে আমি কাউকে কোন ভাবেই প্রস্টিটিউট বলতে পারিনা সেটা বলা ঠিকও হবেনা।
কায়পুত্র শ্রাবণধারা আপনি সুশিল সাজতে গিয়ে আপনার সেই ফেসিস্ট চেহারাটিই উন্মোচিত হলো সেটা হলো বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ফেসিস্টদের পদলেহী। আপনি আমাকে বলেছেন বর্বর ধর্মব্যবসায়ী দল জামায়াতের সমর্থক এবং আমার আক্রমনের লক্ষ্যবস্ত মূলত নারী। আমার পোস্টে বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ এবং মূর্খতা এতোটাই স্পষ্ট যেটা হাকার লেখায় ছিলনা।
আমার এইসব প্রশ্নের উত্তর দিবেন আশা করি; -
১) কোন লেখায় আমার বর্বরতা ফুটে উঠেছে?
২) কোন লেখায় আমি জামাত সমর্থক সেটা ফুটে উঠেছে?
৩) কোন লেখায়, কোথায়, কীভাবে আমি নারীদের লক্ষ্যবস্তু করেছি?
৪) কোন লেখায় আমার ধর্মীয় মৌলবাদ প্রকাশ কয়েছে?
৫) কোন লেখায় আমি জাতিগত বিদ্বেষ ছড়িয়েছি?
৬) নারী অপরাধী হলে তাকে অপরাধী বলা যাবে কিনা?
৭) কোন লেখায় আমি মিথ্যা তথ্য ছড়িয়েছি?
এগুলো উত্তর দিলে আমি আমার অবস্থান পরিস্কার করবো।
১৯ শে মে, ২০২৫ রাত ১০:৩৫
শ্রাবণধারা বলেছেন: "সৈয়দ মশিউর রহমান বলেছেন: কায়পুত্র শ্রাবণধার...।"
ওরে বর্বর, আমি আপনার বাংলাভাষার দৌড় জানি! আপনি কোন অর্থে ‘নটী’ শব্দটি ব্যবহার করেছেন, সেটি বোঝার জন্য অভিধান খোলার কোনো দরকার নেই।
আপনার নারীবিদ্বেষ, মৌলবাদী উন্মাদনা এবং মূর্খতা আমার কাছে খুবই পরিষ্কার, তাই নতুন করে আপনার অবস্থান আমাকে না জানালেও চলবে।
১৫| ১৯ শে মে, ২০২৫ বিকাল ৪:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ হাসান মাহবুব বলেছেন ---- জঘন্য মানসিকতার একজন ব্লগার। আর এদের একটা কোরামও আছে আবার। সবগুলা মিলে হুক্কাহুয়া করে।
আম্লিগের বিরুদ্ধে বললেই কী জঘন্য মানসিকতার হয়?
কোন লেখায় আমি সেই জঘন্য বিষটি পেলেন?
উত্তর দিলে আমি আমার অবস্থান পরিস্কার করবো।
১৬| ১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
কাঁউটাল বলেছেন:
১৭| ১৯ শে মে, ২০২৫ রাত ৯:৪৭
মেঠোপথ২৩ বলেছেন: আপনার তুলনা কি ঠিক হল? কোটা সংস্কার আন্দোলনকারী আর আওয়ামি সংস্কৃতিক পরিমন্ডলের একজন মক্ষিরানী নুসরাত ফারিয়া কি এক হল? মুজিব সিনেমায় অভিনয় করার জন্য তাকে ধরা হয়নি। এজাহারভুক্ত ২০৭ নম্বর আসামী মিজ ফারিয়ার নামের পাশে মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা তিনি। রাজনৈ্তিক নেতাদের মনোরঞ্জনকারী এইসব নায়িকারা অপরাধ জগতেরই একটা অংশ। সুত্র ঃ গনমাধ্যম
সৈয়দ মশিউরের ভাষার ব্যবহারে আপনার আপত্তি থাকতে পারে। তবে তিনি একজন অপরাধীর বিরুদ্ধে এই ভাষা ব্যবহার করেছে আর হা-কা করেছে নিরীহ ছাত্রদের বিরুদ্ধে যারা এই দেশকে এক ভয়ঙ্কর স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে বহু বছর ধরে লড়েছে। সবচেয়ে তাজ্জব ব্যপার আপনার আওয়ামী স্টাইলে জামাতি ট্যগিংবাজি!!
১৯ শে মে, ২০২৫ রাত ১০:৫১
শ্রাবণধারা বলেছেন: আপনার ভাষার "বাংলাদেশের মক্ষিরানীরা" কবে এমন বড়লোক হলো যে তারা আওয়ামী লীগের মতো বিলিয়ন ডলারের লুটেরা দলটির অর্থযোগানদাতা বনে গেল?
কাম অন, বড় ভাই। আপনি বুঝতেই পারছেন না যে নুসরাত ফারিয়াকে এভাবে মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে এরা আইনের শাসনের বারোটা বাজানোর পাশাপাশি বিশ্বের গণমাধ্যমে নিজেদের সম্পর্কে কী ভাবমূর্তি তৈরি করল।
১৮| ১৯ শে মে, ২০২৫ রাত ১০:৩৬
কামাল১৮ বলেছেন: পোস্টটি পড়লাম।বিশ্লেষন ভালো হয়েছে।যুক্তি দিয়ে কথা বললে পড়তে ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০২৫ সকাল ১১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা নারীদেরকে সম্মান করে না।
যেন এরা কলাগাছ ফুটে জন্মগ্রহণ করেছে!