নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজস্র মৃত্যু লঙ্গি , হে নবীন চলো অনায়াসে , মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে ।

খালেদ মোশাররফ শিশির

মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।

খালেদ মোশাররফ শিশির › বিস্তারিত পোস্টঃ

মুমিন

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

মুমিন হতে হলে সত্‍ চরিত্রের অধিকারী হতে হবে । উত্তম ও সত্‍ চরিত্র ছাড়া কখনো কেউ মুমিন হতে পারবে না । চারিত্রিক মাধুর্য্য দ্বারা রাসূল (সাঃ) যুগে যুগে বহু ইহুদি ,কাফের ,মুনাফিকদের আকৃষ্ট করেছেন ।
কাফেরদের গডফাদার স্বয়ং আবু জেহেলও রাসূল সাঃ এর চরিত্রের প্রশংসা করতেন । হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাঃ বলেন , নবী সাঃ কখনো কোনো নির্লজ্জ কথা মুখে আনতেন না , নির্লজ্জ কাজ কর্মও করতেন না । তিনি বলতেন , তোমাদের মধ্যে সেই উত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম । ( বুখারী ও মুসলিম ) ।
রাসূলের আদর্শ থেকে আমরা আজ কয়েক ক্রোশ দূরে । রাসূল সাঃ আমাদের মতো হাজার হাজার ফটো আপলোড করে চেহারা দেখিয়ে কাউকে ইসলামের দিকে আহবান করেন নি ।
তার চারিত্রিক মাধুর্য্যেই আকৃষ্ট হয়েছে শত শত পথভোলা হৃদয় ।

‪#‎উত্তম‬ চরিত্র দ্বীনের অন্যতম রুকন , যা ব্যতীত দ্বীনের অস্থিত্বই কল্পনা করা যায় না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.