![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা একটি মানুষিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক অথবা একটি আবেগের অভিজ্ঞতা । বিশেষ করে কোন কোন মানুষের জন্য ভালোবাসা স্নেহের একটি শক্তিশালী বহিঃপ্রকাশও পায় । তবুও আমরা ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিতে ভাগ করে থাকি । আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয় । বিশেষ কারো সাথে নিজের সকল মানুষীক অনুভূতিকে ভাগ করে নেয়া । ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে ।
যেমনঃ
১। নিস্কাম ভালোবাসা ।
২।ধর্মীয় মত ভালোবাসা ।
৩।আত্মীয়দের প্রতি ভালোবাসা ।
৪। মা বাবার সাথে ভালোবাসা ।
৫। সন্তানের সাথে ভালোবাসা ।
৬। ভাই বোনের সাথে ভালোবাসা ।
৭। বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা ।
আরো সঠিকভাবে বলতে গেলে যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে ।এমনকি এটা কোন কাজ কিংবা খাদ্যে অথবা বই কিংবা কোন পোশাকের প্রতিও হতে পারে । আর এটাই অতি আনন্দদায়ক এবং এর অনুভূতিটুকই হলো আমাদের ভালোবাসা ।
ভালোবাসার সংজ্ঞা বিতর্ক অনুমান এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত । অনেকেই ভালোবাসার মত একটি সর্বজনীন ধারণাকে আবেগপ্রবণ ভালোবাসা ও কল্পনাপ্রবণ ভালোবাসা অথবা প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা এসব ভাগে ভাগ করার পক্ষপাতী হন না । তবে এসব ভালোবাসাকে শারীরিক আকর্ষণের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে । সাধারণ মতামত অনুযায়ী ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা একজন মানুষ অপর আরেকজন মানুষের প্রতি অনুভব করে । কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত । অধিকাংশ প্রচলিত ধারণায় ভালোবাসা নিঃস্বার্থকতা স্বার্থপরতা ও বন্ধুত্ব এবং মিলন আবার পরিবার এবং পারিবারিক বন্ধনের সাথে গভীরভাবে সংযুক্ত থেকে পরিবারের এক সদস্য অপর আরেক সদস্যের প্রতি মায়ামমতা ।
ভালোবাসার সাধারণ এবং বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসাকে জটিলভাবে বিচার করা যায় । ধনাত্নক অনুভূতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে স্থান দেয়া যায় । ভালোবাসায় যৌনকামনা কিংবা শারীরিক লিপ্সা একটা গৌণ বিষয় । এখানে আপনার ও আমার এবং আমাদের মানুষীক আবেগটাই বেশী গুরুত্ববহন করে ।
২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৪
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ ব্লগার মাসুদ ভাই ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯
রোদেলা বলেছেন: খুব গুরূত্বপূর্ন বিষয় আমরা অনেক সময় এড়িয়ে যাই,আপনার উপস্থাপন ভালো লেগেছে।
২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৫
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ রোদেলা আপু ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন। সাবলীল ভাবে তুলে ধরেছেন অনেক কিছুই। ভালোবাসাকে আসলে ঘৃণার বিপরীতে না দেখে স্নেগের প্রগাঢ়তাই বলা ভালো।
২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই ।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৩
ক্থার্ক্থা বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০
তুষার কাব্য বলেছেন: ভালো বিশ্লেষণ করেছেন।
শুভকামনা জানবেন।
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৪
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩২
ব্লগার মাসুদ বলেছেন: ভালোবাসা নিয়ে সুন্দর লেখেছন ।