![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেলেন আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, একিউআইএস । যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইটইন্টিলিজেন্ট গ্রুপ এসআইটিই জানিয়েছে একিউআইএস এ হত্যার দায় স্বীকার করেছে । রোববার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেন ভারতীয় পত্রিকা জিনিউজ এর ইংরেজি ভার্সন ।
একিউআই এস র পোস্ট করা একটি ভিডিওতে জঙ্গি গ্রুপটির নেতা আসিম উমার বলেছেন তার সংগঠনই ব্লগার অভিজিৎকে হত্যা করেছেন । সেই সঙ্গে অন্যান্য ধর্মদ্রোহীদেরও হত্যার কথা স্বীকার করলেন তিনি ।
তবে প্রতিবেদনে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে র্যাব এই দাবির সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ।
প্রবাসী অভিজিৎ দীর্ঘদিন ধরে সস্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন । এ বছর একুশে বইমেলায় নিজের একটি বইয়ের উদ্বোধন উপলক্ষে ব্লগা অভিজিৎ তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন । ২০১৫ এর ২৬শে ফেব্রুয়ারি ঢাকায় একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অভিজিৎ ও তার স্ত্রী এ হামলার শিকার হন । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করে ।
জিনিউজ এর ইংরেজি ভার্সনটি দেখুন
০৫ ই মে, ২০১৫ রাত ২:৩৬
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ।শুভ রাত্রী ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:৩৬
কালের সময় বলেছেন: গুড নিউজ । শুভ সকাল ।