![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই যে জৈষ্ঠ গেল আবার জৈষ্ঠ এলো
মাঁঝে কতগুলো দিন কতগুলো মাস কেঁটে গেল ........
শত চাওয়ার মাঁঝেও পেলামনা তোমার দেখা
কাঁটিয়েছি দিন বহু দুখের মাঁঝে একা...........
কাঁটিয়েছি তোমার জন্য ফুলের মালা গেঁথে
দেখলেই জানবে তুমি কত দিন কত রাত
কেননা বন্ধু মুখ ফাঁটে না বুক ফাঁটে আমি হইলাম নারীর জাত ।
অপেক্ষার পালা খেলে সকাল দুপুর
চলেছি নদীর পাড়ে পায়ে দিয়ে সোনার নুপুর ।
মধ্যে পেলাম পত্র তোমার লেখা ছিল তাতে
সঙ্গে নিয়ে আসবে স্বর্ণের হার,শাড়ি,
আর কানের ঝুমকা এক সাথে
এসে তা আমার গায়ে জড়াবে তুমি তোমার নীজ হাতে ।
তাই বন্ধু তোমার সাথে কাঁটলাম আড়ি..............
আর বলবো না কথা এবার ফিরে এলে বাড়ি ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫ ভোর ৪:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালো, তবে বানানের কিন্তু ভয়াবহ অবস্থা। ঠিক কইরেন।

ভালোলাগা রইল।